Raksha Bandhan 2023: রাখি জীবনকে বাঁধুক নিরাপত্তার বন্ধনে! বোনের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার উপহার দিন এই জিনিসগুলি

Last Updated:

উপহারের তালিকায় থাকুক আর্থিক কোনও উপহার। যা তাঁর ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। দেখে নেওয়া যাক, সেই সব আর্থিক উপহারের তালিকা।

রাখি জীবনকে বাঁধুক নিরাপত্তার বন্ধনে! বোনের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার উপহার দিন এই জিনিসগুলি
রাখি জীবনকে বাঁধুক নিরাপত্তার বন্ধনে! বোনের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার উপহার দিন এই জিনিসগুলি
সামনেই রাখি বন্ধন উৎসব। ভাইদের হাতে রাখি বেঁধে দিনটিকে উদযাপন করবেন বোনেরা। সেই সঙ্গে চলবে উপহারের আদানপ্রদান। রাখির দিনে সাধারণত ভাইয়েরা বোনেদের জন্য ক্যাশ টাকা, অ্যাকসেসরি, গয়না, স্মার্টফোন, প্রসাধনী সামগ্রী, জামাকাপড় দিয়ে থাকেন। যদিও এই উপহারের তালিকা আরও লম্বা।
তবে বোনেদের জন্য এবারের রাখি বন্ধনটাকে আরও বিশেষ করে তোলা যেতে পারে। আর তার জন্য উপহারের তালিকায় থাকুক আর্থিক কোনও উপহার। যা তাঁর ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। দেখে নেওয়া যাক, সেই সব আর্থিক উপহারের তালিকা।
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি):
সিস্টেমেটিক পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সবথেকে কার্যকর পদ্ধতি হল এসআইপি। এসএজি ইনফোটেকের এমডি অমিত গুপ্তা বলেন যে, আর্থিক লক্ষ্য পূরণ করার জন্য এসআইপি হল শক্তিশালী একটি অস্ত্র। এমন উপহার বোনকে দিলে তাঁর সুবিধাই হবে। ভ্রমণ, ব্যবসা শুরু করা কিংবা তাঁর আর্থিক লক্ষ্য পূরণ হবে।
advertisement
advertisement
স্বাস্থ্য বিমা পলিসি:
আরও একটা উপকারী উপহার হতে পারে স্বাস্থ্য বিমা পলিসি। অনিশ্চিত সময়ে সুরক্ষার্থে বোনের জন্য একটি স্বাস্থ্য বিমা পলিসি নেওয়া যেতে পারে। কিংবা সেই পলিসির একটা প্রিমিয়ামও ভাল উপহার হতে পারে।
advertisement
ডিজিটাল সোনা বা ডিজিটাল গোল্ড:
সোনার গয়না উপহার হিসেবে দেওয়াই যায়। কিন্তু আর্থিক সুরক্ষার জন্য ফিজিক্যাল গোল্ডের তুলনায় ডিজিটাল গোল্ডই হবে সবথেকে ভাল বিকল্প।
গোল্ড ইটিএফ:
রাখির দিনে গোল্ড ইটিএফ-ও বোনের জন্য অন্যতম সেরা উপহার হতে পারে। আর্থিক বিশেষজ্ঞ অমিত গুপ্তা বলেন যে, ইটিএফ অথবা গোল্ড সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে বিনিয়োগ করা যেতে পারে।
advertisement
ডেট ইনস্ট্রুমেন্ট:
অমিত গুপ্তার মতে, গ্রিন ফিক্সড ডিপোজিট (এফডি) অথবা রেকারিং ডিপোজিটও দারুণ উপহার হতে পারে। তাঁর বক্তব্য, এই ধরনের আর্থিক উপহার শুধু বোনের ভবিষ্যৎ সুরক্ষিতই করে না, তার সঙ্গে তাঁকে বিভিন্ন আর্থিক সিদ্ধান্ত নিতেও সাহায্য করে।
স্টক:
রাখি বন্ধনের দিনে বোনকে স্টক উপহার দেওয়া যেতে পারে। দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা মাথায় রেখে ব্লু-চিপ সংস্থার স্টক উপহার হিসেবে বাছা যায়। তাই বিশেষজ্ঞদের মতে, ঐতিহ্যগত উপহারের চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। বরং তার পরিবর্তে আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করে, এমন উপহারই হবে বোনের জন্য সেরা।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Raksha Bandhan 2023: রাখি জীবনকে বাঁধুক নিরাপত্তার বন্ধনে! বোনের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার উপহার দিন এই জিনিসগুলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement