LIC-র এই যোজনায় মিলবে ১ কোটি টাকার লাভ, জেনে নিন বিস্তারিত....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
পলিসি হোল্ডার জীবিত থাকলে কী কী সুবিধা মিলবে -
#নয়াদিল্লি: লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এলআইসি সবচেয়ে ভাল বিকল্প বলে মনে করেন বিশেষজ্ঞরা ৷ লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য একাধিক পলিসি লঞ্চ করতে থাকে ৷ গ্রাহকদের তাদের সুবিধা অনুযায়ী যে কোনও পলিসিতে ইনভেস্ট করতে পারেন ৷ এরকম একটি পলিসি রয়েছে যেখানে ১ কোটি টাকা পর্যন্ত লাভ করতে পারবেন গ্রাহকরা ৷ সমস্ত স্তরের মানুষের কথা ভেবে এলআইসি-র তরফে পলিসি তৈরি করা হয় ৷ এরকম একটি পলিসি হচ্ছে জীবন শিরোমণি (Jeevan Shiromani) ৷ এলআইসি-র এটি একটি নন লিঙ্কড প্ল্যান ৷ এই প্ল্যানে কমপক্ষে ১ কোটি টাকা অ্যাসিউর্ড সামের গ্যারেন্টি পাওয়া যাবে ৷ সাম অ্যাসিউর্ড সেই টাকাটা যেটা বিমা সংস্থার তরফে গ্রাহকদের নিশ্চিত দেওয়া হবে ৷
জেনে নিন পুরো প্ল্যান- LIC -র Jeevan Shiromani পলিসি ১৯ ডিসেম্বর ২০১৭ শুরু করা হয় ৷ এটি একটি মানি ব্যাক যোজনা ৷ এই যোজনার সঙ্গে মার্কেটের লাভ যুক্ত রয়েছে ৷ এই যোজনা বিশেষ ভাবে এইচএনআই ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে ৷ কঠিন অসুখের ক্ষেত্রে কভার প্রদান করে থাকে এই যোজনা ৷ এখানে ৩ টি বিকল্প রাইডার্স উপলব্ধ রয়েছে ৷
advertisement
পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য প্রদান করা হবে ৷ পলিসি হোল্ডার জীবিত থাকলে ম্যাচিউরিটির সময় পর্যন্ত পেমেন্টের সুবিধা মিলবে ৷ পাশাপাশি ম্যাচিউরিটিতে এককালীন টাকা দেওয়া হবে ৷
advertisement
পলিসি হোল্ডার জীবিত থাকলে কী কী সুবিধা মিলবে -
>> ১৪ বছরের পলিসিতে ১০ এবং ১৩ বছরে সাম অ্যাসিউর্ডের ৩০-৩০ শতাংশ
advertisement
>> ১৬ বছরের পলিসিতে ১২ এবং ১৪ বছরে সাম অ্যাসিউর্ডের ৩৫-৩৫ শতাংশ
>> ১৮ বছরের পলিসিতে ১৪ এবং ১৬ বছরের সাম অ্যাসিউর্ডে ৪০-৪০ শতাংশ
>> ২০ বছরের পলিসিতে ১৬ এবং ১৮ বছরের সাম অ্যাসিউর্ডে ৪৫-৪৫ শতাংশ
পলিসি চলাকালীন গ্রাহকরা পলিসির সারেন্ডার ভ্যালুর উপর নির্ভর করে লোন নিতে পারবেন ৷ অবশ্যই তা এলআইসি-র নিয়ম ও শর্তের উপর নির্ভর করবে ৷ পলিসি সোন সময় সময়ে ঠিক করা সুদের হারের উপর মিলবে ৷
advertisement
নিয়ম ও শর্ত
>> ন্যূনতম সাম অ্যাসিউর্ড- ১ কোটি টাকা
>> অধিকতম সাম অ্যাসিউর্ড- কোনও সীমা নেই (বেসিক সাম অ্যাসিউর্ড ৫ লাখে মাল্টিপল হতে হবে )
>> পলিসি টার্ম- ১৪,১৬,১৮ ও ২০ বছর
>> কত দিন পর্যন্ত জমা করতে হবে প্রিমিয়াম: ৪ বছর
>> এন্ট্রির জন্য ন্যূনতম বয়স- ১৮ বছর
>> এন্ট্রির জন্য সর্বোচ্চ বয়স - ১৪ বছরের পলিসির জন্য ৫৫ বছর, ১৬ বছরের পলিসির জন্য ৫১ বছর, ১৮ বছরের পলিসির জন্য ৪৮ বছর, ২০ বছরের পলিসির জন্য ৪৫ বছর ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2021 3:03 AM IST