LIC-র এই যোজনায় মিলবে ১ কোটি টাকার লাভ, জেনে নিন বিস্তারিত....

Last Updated:

পলিসি হোল্ডার জীবিত থাকলে কী কী সুবিধা মিলবে -

#নয়াদিল্লি: লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এলআইসি সবচেয়ে ভাল বিকল্প বলে মনে করেন বিশেষজ্ঞরা ৷ লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য একাধিক পলিসি লঞ্চ করতে থাকে ৷ গ্রাহকদের তাদের সুবিধা অনুযায়ী যে কোনও পলিসিতে ইনভেস্ট করতে পারেন ৷ এরকম একটি পলিসি রয়েছে যেখানে ১ কোটি টাকা পর্যন্ত লাভ করতে পারবেন গ্রাহকরা ৷ সমস্ত স্তরের মানুষের কথা ভেবে এলআইসি-র তরফে পলিসি তৈরি করা হয় ৷ এরকম একটি পলিসি হচ্ছে জীবন শিরোমণি (Jeevan Shiromani) ৷ এলআইসি-র এটি একটি নন লিঙ্কড প্ল্যান ৷ এই প্ল্যানে কমপক্ষে ১ কোটি টাকা অ্যাসিউর্ড সামের গ্যারেন্টি পাওয়া যাবে ৷ সাম অ্যাসিউর্ড সেই টাকাটা যেটা বিমা সংস্থার তরফে গ্রাহকদের নিশ্চিত দেওয়া হবে ৷
জেনে নিন পুরো প্ল্যান- LIC -র Jeevan Shiromani পলিসি ১৯ ডিসেম্বর ২০১৭ শুরু করা হয় ৷ এটি একটি মানি ব্যাক যোজনা ৷ এই যোজনার সঙ্গে মার্কেটের লাভ যুক্ত রয়েছে ৷ এই যোজনা বিশেষ ভাবে এইচএনআই ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে ৷ কঠিন অসুখের ক্ষেত্রে কভার প্রদান করে থাকে এই যোজনা ৷ এখানে ৩ টি বিকল্প রাইডার্স উপলব্ধ রয়েছে ৷
advertisement
পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য প্রদান করা হবে ৷ পলিসি হোল্ডার জীবিত থাকলে ম্যাচিউরিটির সময় পর্যন্ত পেমেন্টের সুবিধা মিলবে ৷ পাশাপাশি ম্যাচিউরিটিতে এককালীন টাকা দেওয়া হবে ৷
advertisement
পলিসি হোল্ডার জীবিত থাকলে কী কী সুবিধা মিলবে -
>> ১৪ বছরের পলিসিতে ১০ এবং ১৩ বছরে সাম অ্যাসিউর্ডের ৩০-৩০ শতাংশ
advertisement
>> ১৬ বছরের পলিসিতে ১২ এবং ১৪ বছরে সাম অ্যাসিউর্ডের ৩৫-৩৫ শতাংশ
>> ১৮ বছরের পলিসিতে ১৪ এবং ১৬ বছরের সাম অ্যাসিউর্ডে ৪০-৪০ শতাংশ
>> ২০ বছরের পলিসিতে ১৬ এবং ১৮ বছরের সাম অ্যাসিউর্ডে ৪৫-৪৫ শতাংশ
পলিসি চলাকালীন গ্রাহকরা পলিসির সারেন্ডার ভ্যালুর উপর নির্ভর করে লোন নিতে পারবেন ৷ অবশ্যই তা এলআইসি-র নিয়ম ও শর্তের উপর নির্ভর করবে ৷ পলিসি সোন সময় সময়ে ঠিক করা সুদের হারের উপর মিলবে ৷
advertisement
নিয়ম ও শর্ত
>> ন্যূনতম সাম অ্যাসিউর্ড- ১ কোটি টাকা
>> অধিকতম সাম অ্যাসিউর্ড- কোনও সীমা নেই (বেসিক সাম অ্যাসিউর্ড ৫ লাখে মাল্টিপল হতে হবে )
>> পলিসি টার্ম- ১৪,১৬,১৮ ও ২০ বছর
>> কত দিন পর্যন্ত জমা করতে হবে প্রিমিয়াম: ৪ বছর
>> এন্ট্রির জন্য ন্যূনতম বয়স- ১৮ বছর
>> এন্ট্রির জন্য সর্বোচ্চ বয়স - ১৪ বছরের পলিসির জন্য ৫৫ বছর, ১৬ বছরের পলিসির জন্য ৫১ বছর, ১৮ বছরের পলিসির জন্য ৪৮ বছর, ২০ বছরের পলিসির জন্য ৪৫ বছর ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC-র এই যোজনায় মিলবে ১ কোটি টাকার লাভ, জেনে নিন বিস্তারিত....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement