পোস্ট অফিসে FD করালে মাত্র ১ বছরে পেয়ে যাবেন ব্যাঙ্কের থেকে বেশি লাভ!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন পোস্ট অফিসে এফডি করালে কী কী সুবিধা মিলবে -
#নয়াদিল্লি: পোস্ট অফিসের (Post office) মাধ্যমে মোটা টাকা আয় করার কথা ভাবছেন তাহলে ফিক্সড ডিপোজিটে (Fixed deposit) ইনভেস্ট করতে পারেন ৷ পোস্ট অফিসে এফডি করালে পেয়ে যাবেন একাধিক বিশেষ সুবিধা ৷ এর পাশাপাশি থাকবে সরকারি গ্যারেন্টি ৷ অর্থাৎ টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি পেয়ে যাবেন গ্যারেন্টিড রিটার্ন ৷ ত্রৈমাসিক হিসেবে সুদ পাবেন গ্রাহকরা ৷
পোস্ট অফিসে এফডি করানো অত্যন্ত সহজ ৷ ইন্ডিয়া পোস্টের (India post) ওয়েবসাইট অনুযায়ী, পোস্ট অফিসে আপনি ১,২,৩,৫ বছরের জন্য এফডি করাতে পারবেন ৷ দেখে নিন পোস্ট অফিসে এফডি করালে কী কী সুবিধা মিলবে -
১. পোস্ট অফিসে এফডি করালে ভারত সরকারের গ্যারেন্টি মিলবে ৷
advertisement
২. এটি একটি সরকারি যোজনা এবং এখানে গ্রাহকদের টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে৷
advertisement
৩. পোস্ট অফিসে এফডি অফলাইন (ক্যাশ, চেক) বা অনলাইনে (নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং) করতে পারবেন ৷
৪. পোস্ট অফিসে একের বেশি এফডি করাতে পারবেন ৷ এছাড়া এফডি অ্যাকাউন্ট জয়েন্ট করাতে পারবেন ৷
৫. পোস্ট অফিসে ৫ বছরের জন্য এফডি করালে আইটিআর ফাইল করার সময় ট্যাক্স ছাড় পাবেন ৷
৬.এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে এফডি সহজেই ট্রান্সফার করা যাবে ৷
advertisement
কীভাবে খুলবেন এফডি অ্যাকাউন্ট ?
পোস্ট অফিসে এফডি খোলার জন্য চেক বা ক্যাশ দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে ৷ অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম ১০০০ টাকা লাগবে ৷ এই অ্যাকাউন্টে অধিকতম টাকা জমা করার কোনও লিমিট নেই ৷
কত টাকা সুদ মিলবে -
৭ দিন থেকে ১ বছরের এফডি-তে মিলবে ৫.৫০ শতাংশ সুদ ৷ ১ বছর ১ দিন থেকে ২ বছরের এফডি-তেও মিলবে সমান সুদের হার ৷ ৩ বছরের এফডি-তে মিলবে ৫.৫০ শতাংশ সুদ ৷ ৩ বছর একদিন থেকে ৫ বছর একদিনের এফডিতে মিলবে ৬.৭০ শতাংশ সুদ ৷
advertisement
মিলবে এই সুবিধা-
এছাড়া গ্রাহকরা অ্যাকাউন্ট ট্রান্সফার করার সুবিধা পেয়ে যাবেন ৷ নিজের নিকটবর্তী পোস্ট অফিসে সহজেই এফডি অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন ৷ এছাড়া নমিনির নাম যোগ করার পাশাপাশি বদলাতেও পারবেন ৷ অ্যাকাউন্ট খোলার পরও নমিনির নাম যুক্ত করতে পারবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2021 8:19 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পোস্ট অফিসে FD করালে মাত্র ১ বছরে পেয়ে যাবেন ব্যাঙ্কের থেকে বেশি লাভ!