পোস্ট অফিসে FD করালে মাত্র ১ বছরে পেয়ে যাবেন ব্যাঙ্কের থেকে বেশি লাভ!

Last Updated:

দেখে নিন পোস্ট অফিসে এফডি করালে কী কী সুবিধা মিলবে -

#নয়াদিল্লি: পোস্ট অফিসের (Post office) মাধ্যমে মোটা টাকা আয় করার কথা ভাবছেন তাহলে ফিক্সড ডিপোজিটে (Fixed deposit) ইনভেস্ট করতে পারেন ৷ পোস্ট অফিসে এফডি করালে পেয়ে যাবেন একাধিক বিশেষ সুবিধা ৷ এর পাশাপাশি থাকবে সরকারি গ্যারেন্টি ৷ অর্থাৎ টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি পেয়ে যাবেন গ্যারেন্টিড রিটার্ন ৷ ত্রৈমাসিক হিসেবে সুদ পাবেন গ্রাহকরা ৷
পোস্ট অফিসে এফডি করানো অত্যন্ত সহজ ৷ ইন্ডিয়া পোস্টের (India post) ওয়েবসাইট অনুযায়ী, পোস্ট অফিসে আপনি ১,২,৩,৫ বছরের জন্য এফডি করাতে পারবেন ৷ দেখে নিন পোস্ট অফিসে এফডি করালে কী কী সুবিধা মিলবে -
১. পোস্ট অফিসে এফডি করালে ভারত সরকারের গ্যারেন্টি মিলবে ৷
advertisement
২. এটি একটি সরকারি যোজনা এবং এখানে গ্রাহকদের টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে৷
advertisement
৩. পোস্ট অফিসে এফডি অফলাইন (ক্যাশ, চেক) বা অনলাইনে (নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং) করতে পারবেন ৷
৪. পোস্ট অফিসে একের বেশি এফডি করাতে পারবেন ৷ এছাড়া এফডি অ্যাকাউন্ট জয়েন্ট করাতে পারবেন ৷
৫. পোস্ট অফিসে ৫ বছরের জন্য এফডি করালে আইটিআর ফাইল করার সময় ট্যাক্স ছাড় পাবেন ৷
৬.এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে এফডি সহজেই ট্রান্সফার করা যাবে ৷
advertisement
কীভাবে খুলবেন এফডি অ্যাকাউন্ট ?
পোস্ট অফিসে এফডি খোলার জন্য চেক বা ক্যাশ দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে ৷ অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম ১০০০ টাকা লাগবে ৷ এই অ্যাকাউন্টে অধিকতম টাকা জমা করার কোনও লিমিট নেই ৷
কত টাকা সুদ মিলবে -
৭ দিন থেকে ১ বছরের এফডি-তে মিলবে ৫.৫০ শতাংশ সুদ ৷ ১ বছর ১ দিন থেকে ২ বছরের এফডি-তেও মিলবে সমান সুদের হার ৷ ৩ বছরের এফডি-তে মিলবে ৫.৫০ শতাংশ সুদ ৷ ৩ বছর একদিন থেকে ৫ বছর একদিনের এফডিতে মিলবে ৬.৭০ শতাংশ সুদ ৷
advertisement
মিলবে এই সুবিধা-
এছাড়া গ্রাহকরা অ্যাকাউন্ট ট্রান্সফার করার সুবিধা পেয়ে যাবেন ৷ নিজের নিকটবর্তী পোস্ট অফিসে সহজেই এফডি অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন ৷ এছাড়া নমিনির নাম যোগ করার পাশাপাশি বদলাতেও পারবেন ৷ অ্যাকাউন্ট খোলার পরও নমিনির নাম যুক্ত করতে পারবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পোস্ট অফিসে FD করালে মাত্র ১ বছরে পেয়ে যাবেন ব্যাঙ্কের থেকে বেশি লাভ!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement