এবার এটিএমে মিলবে পার্সোনাল লোন
Last Updated:
এবার এটিএম থেকে মিলবে পার্সোনাল লোন ৷ সম্প্রতি ICICI ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ১ থেকে ১৫ লক্ষ পর্যন্ত পার্সোনাল লোন গ্রাহকরা এটিএম থেকে পাবেন ৷
#মুম্বই: এবার এটিএম থেকে মিলবে পার্সোনাল লোন ৷ সম্প্রতি ICICI ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ১ থেকে ১৫ লক্ষ পর্যন্ত পার্সোনাল লোন গ্রাহকরা এটিএম থেকে পাবেন ৷ নির্দিষ্ট কিছু চাকরিজীবি গ্রাহকরা পাবেন এই সুবিধা ৷ লোনের জন্য এবার এটিএম থেকেও আবেদন করা যাবে ৷ যেতে হবে না ব্যাঙ্কের শাখায় ৷
গ্রাহকের ঋণযোগ্যতা জানতে সংস্থা যাদের কাছে এই তথ্য থাকে তাদের থেকে সেই তথ্য নিয়ে গ্রাহকদের আগাম যোগ্য তালিকা করে রাখবে ব্যাঙ্কটি ৷ যে ব্যক্তিদের পার্সোনাল লোনের জন্য যোগ্য তারা যখন এটিমে কার্ড সোয়াইপ করবেন তখন তাদের এটিএম মেশিনের স্ক্রিনে পার্সোনাল লোনের একটি অপশন দেওয়া থাকবে ৷ তারা যদি মনে করেন তাহলে ৫ বছরের জন্য ১৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ৷ অনুমোদন ও টাকা ট্রান্সফারের আগে তাকে সুদের হার, পরিষেবা চার্জ ও ইনস্টলমেন্ট সম্বন্ধে সমস্ত তথ্য দেওয়া হবে ৷
advertisement
আইসিআইসিআই ব্যাঙ্কের ১৩,৯০০ এটিমে মিলবে এই পরিষেবা ৷ সুদের হার ১১.৫ থেকে ১৫ শতাংশ মধ্যে থাকবে ৷ যেহেতু সমস্ত তথ্য আগে থেকেই ব্যাঙ্কের কাছে থাকবে তাই আর কোনও ফর্ম ফিলআপ করতে হবে না ৷ কেবল এটিএম পিন দিলেই পেয়ে যাবেন লোন ৷ অথার্ৎ পোর্সোলান লোনের জন্য জটিল পদ্ধতি দিয়ে আর যেতে হবে না গ্রাহকদের ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2017 2:21 PM IST