মাত্র ১৩ হাজার টাকায় এবার পেয়ে যাবেন নতুন গাড়ি, দেখে নিন কীভাবে

Last Updated:
#নয়াদিল্লি:  এবার আপনি ভাড়ায় বা লিজে নিতে পারবেন মহিন্দ্রা গাড়ি ৷ রিটেল ক্রেতাদের জন্য এবার নতুন প্রোডাক্ট নিয়ে এসেছে এই সংস্থা ৷ যারা গাড়ি কিনতে চান তারা এবার মহিন্দ্রার KUV100, TUV300, XUV 500, Scorpio ও Marazzo গাড়ি ভাড়ায় নিতে পারবেন ৷ ৩,৪ এবং ৫ বছরের জন্য গাড়ির সাবস্ক্রিপশন নেওয়া যেতে পারে ৷
সংস্থা এবার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ভেহিকেল লিজিং স্কিম ৷ এতে গ্রাহকরা পেয়ে যাবেন একাধিক নতুন সুবিধা ৷ এই ক্ষেত্রে কোনও ডাউন পেমেন্ট করতে হবে না গ্রাহকদের ৷ কিন্তু লিজের সময় সীমার শেষে সংস্থার কাছে গাড়ি ফেরত দিয়ে দিতে হবে ৷ মাসিক কিস্তি ১৩,৪৯৯ টাকা থেকে শুরু এবং মডেল অনুযায়ী তা ৩২,৯৯৯ টাকা পর্যন্ত হতে পারে ৷ এর সঙ্গে পেয়ে যাবেন গাড়ির সার্ভিস, মেইনটেনেন্স কস্ট, ইনস্যুরেন্স, অন রোড রেজিষ্ট্রেশন, রিপেয়ারিং ও ২৪ ঘণ্টা রিপ্লেসমেন্ট পরিষেবা ৷
advertisement
advertisement
লিজের পর আপনি চাইলে গাড়িটি কিনে নিতে পারেন না হলে সংস্থাকে ফিরিয়ে দিতে হবে ৷ আপাতত কেবল মুম্বই, দিল্লি, পুণে, আহমেদাবাদ, বেঙ্গালুরু ও হায়দরাবাদে এই পরিষেবা চালু করা হয়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ১৩ হাজার টাকায় এবার পেয়ে যাবেন নতুন গাড়ি, দেখে নিন কীভাবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement