এখানে FD করালে মিলবে সবচেয়ে বেশি ৯% সুদ, শীঘ্রই দ্বিগুণ হবে আপনার টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এই ব্যাঙ্কের ৭০০ দিনের এফডি-তে মিলবে সবচেয়ে বেশি সুদ অর্থাৎ ৮ শতাংশ ৷
#নয়াদিল্লি:সম্প্রতি সব ব্যাঙ্কই ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে ৷ কিন্তু এর পরও বেশি কিছু স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৮ থেকে ৯ শতাংশ সুদের হার দিচ্ছে ৷ প্রবীণ নাগরিকরা এর উপর ০.৫০ শতাংশ অতিরিক্ত লাভ পাচ্ছেন ৷ স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্কের তুলনায় স্মল সেভিংস ব্যাঙ্কের এফডি রেট বেশি আকর্ষণীয় ৷ আপনি এফডি-তে বেশি লাভ করতে চান ? তাহলে এখানে এফডি করাতে পারেন ৷
উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের (Utkarsh Small Finance Bank) এই এফডি রেট ৩ জুলাই থেকে লাগু করা হয়েছে ৷ এই ব্যাঙ্কে ৭ থেকে ৯০ দিনের এফডিতে ৪ শতাংশ এবং ৪৫ থেকে ৯০ দিনের এফডি-তে মিলবে ৪.৫ শতাংশ সুদ ৷ ১৮১ দিন থেকে ৩৬৪ দিনের এফডি-তে ৬.৫০ শতাংশ সুদ মিলবে ৷ আর এক বছর থেকে ৬৯৯ দিনের এফডি-তে মিলবে ৭.৭৫ শতাংশ সুদ ৷
advertisement
এই ব্যাঙ্কের ৭০০ দিনের এফডি-তে মিলবে সবচেয়ে বেশি সুদ অর্থাৎ ৮ শতাংশ ৷ এছাড়া ৭০১ দিন থেকে ৩৬৫২ দিনের এফডি-তে মিলবে ৭.৭৫ শতাংশ সুদ ৷ প্রবীণ নাগরিকরা যে কোনও এফডি-তে ০.৫০ শতাংশ বেশি সুদ পাবেন ৷
advertisement
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে (Suryoday Small Finance Bank) নতুন রেট ১ মে ২০২০ থেকে লাগু করা হয়েছে ৷ এই ব্যাঙ্কে ৭ থেকে ৪৫ দিনের এফডি-তে ৪ শতাংশ ও ৪৬ থেকে ৯০ দিনের এফডি-তে ৫ শতাংশ সুদ মিলবে ৷ ৯১ দিন থেকে ৬ মাসের এফডি-তে মিলবে ৫.৫ শতাংশ ও ৬ মাস ১ দিন থেকে ৯ মাসের এফডি-তে মিলবে ৬.৫০ শতাংশ সুদ ৷ ৯ মাস ১ দিন থেকে ১ বছর ১ দিনের এফডি-তে মিলবে ৭ শতাংশ সুদ ৷ ১ থেকে ২ বছরের ফিক্সড ডিপোজিটে মিলবে ৭.২৫ শতাংশ এবং ২ থেকে ৩ বছরের এফডিতে মিলবে ৭.৫০ শতাংশ সুদ ৷ ৩ বছরের বেশি এবং ৫ বছরের কম এফডিতে মিলবে ৭.৭৫ শতাংশ সুদ ৷ ৫ বছরের এফডিতে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ শতাংশ সুদ মিলবে ৷ ৫থেকে ১০ বছরের এফডি-তে মিলবে ৭.২৫ শতাংশ সুদ ৷
advertisement
নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে (North East Small Finance Bank) নতুন সুদের হার ১ জুন ২০২০ থেকে লাগু করা হয়েছে ৷ এই ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত এফডি করাতে পারবেন ৷ ৭ থেকে ৪৫ দিনের এফডি-তে পাবেন ৪ শতাংশ সুদ ৷ ৪৫ থেকে ৯০ দিনের জন্য পাবেন ৪.২৫ শতাংশ এবং ৯১ থেকে ১৮০ দনের এফডি-তে পেয়ে যাবেন ৪.৫ শতাংশ সুদের হার ৷ ১৮১ দিন থেকে ৩৬৪ দিনের এফডি-তে পাবেন ৫.৫ শতাংশ সুদ ৷ ৩৬৫ দিন থেকে ৭২৯ দিনের এফডি-তে ৭.৫০ শতাংশ সুদ মিলবে ৷ সবচেয়ে বেশি সুদ ৭৩০ দিন থেকে ১০৯৫ দিনের এফডি-তে মিলবে অর্থাৎ ৮ শতাংশ ৷ ১০৯৬ থেকে ১৮২৫ দিনের এফডি-তে মিলবে ৭ শতাংশ সুদ ৷ ১৮২৬ দিন থেকে ৩৬৫০ দিনের এফডি-তে মিলবে ৬.৫০ শতাংশ সুদ ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2020 12:22 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এখানে FD করালে মিলবে সবচেয়ে বেশি ৯% সুদ, শীঘ্রই দ্বিগুণ হবে আপনার টাকা