বছরে লক্ষ লক্ষ টাকা আয় করতে চাইলে শুরু করুন এই ব্যবসা, মার্কেটে এর চাহিদা কখনই কমবে না

Last Updated:

এরকম একটি ব্যবসা রয়েছে যার চাহিদা বাজারে কখনও কমবে না এবং এই ব্যবসায় লোকসান হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ৷

#নয়াদিল্লি: কীসের ব্যবসা করবেন বুঝতে পারছেন না ? তাহলে আপনার জন্য রয়েছে দারুন একটি আইডিয়া ৷ এরকম একটি ব্যবসা রয়েছে যার চাহিদা বাজারে কখনও কমবে না এবং এই ব্যবসায় লোকসান হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ৷ বছরে লক্ষ লক্ষ টাকা আয় করতে চাইলে শুরু করে দিন আলুর চাষ (Potato Farming) ৷ সবজির রাজা বলা হয় আলুকে ৷ ১২ মাস অর্থাৎ গোটা বছরই বাজারে আলুর চাহিদা থাকে ৷ ফলে এই ব্যবসায় লোকসান হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীন ৷ আলুর চাষ করে প্রচুর কৃষকরা লক্ষ লক্ষ টাকা আয় করছেন ৷
বিহারের মধুবনী জেলার বাসিন্দা অশোক কুমার নতুন পদ্ধতিতে চাষ শুরু করেছেন এবং এর মাধ্যমে বছরে লক্ষ লক্ষ টাকা আয় করছেন ৷ আলর চাষ করে উনি বছরে প্রায় ৫০ লক্ষ টাকা আয় করে থাকেন ৷ চাষের জন্য খরচা হয় ২৫ লক্ষ টাকা ৷ এই হিসেব অনুযায়ী বছরে ২৫ লক্ষ টাকা লাভ করেন তিনি ৷
advertisement
আলু যে কোনও মাটি বা জমিতে চাষ করা যায় ৷ তবে দো-আঁশ মাটিতে আলু চাষ সবচেয়ে ভাল হয় ৷ পাশাপাশি খেয়াল রাখতে এভাবে আলু চাষের জন্য এমন জমি নির্বাচন করতে হবে যেখানে বৃষ্টিপাত হলে জল জমে না। বিশ্বস্ত কোনও প্রতিষ্ঠান থেকে আলুবীজ সংগ্রহ করতে হয়। বীজ আলু যদি খারাপ হয় তাহলে আলু চাষের সব আয়োজনই বিফলে চলে যাবে। সময় সময়ে কীটনাশক, সার প্রয়োগ করা জরুরি ৷ এক বিগে জমিতে ৫-৬ ক্যুইন্টাল বীজের দরকার হবে। বীজগুলির মধ্যে ২০ থেকে ২৫ সেন্টিমিটারের দূরত্ব বজায় রাখতে হবে ৷ এর থেকে কম দূরত্ব হলে আলুর সাইজ ছোট হবে ৷ আলু চাষে সেচ খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
বীজ রোপণের আগে ইউরিয়া এবং টিএসপি প্রয়োগ করতে হবে। বীজ রোপণের আগের দিন পটাশ ও গোবর সার এক সঙ্গে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিতে হবে।
আপনি চাইলে ফসল মান্ডিতে বিক্রি করতে পারেন ৷ কিন্তু এজেন্টেদের চক্করে সঠিক দাম নাও পেতে পারেন ৷ এর বদলে এরকম ম্যানুফ্যাকচার্সদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা আলুর প্রোডাক্ট বানায় ৷ সরকারি বিভাগ ও ওয়েবসাইট ছাড়া আপনি ইন্টারনেটে বেশ কিছু বেসরকারি সংস্থা সম্বন্ধে জানতে পারবেন ৷ এছাড়া দেশের বড় ম্যানুফ্যাকচার্সদের potatopro.com এ পেয়ে যাবেন ৷ এরকম সংস্থার সঙ্গে সরাসরি যোগযোগ করে মোটা টাকা আয় করতে পারবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বছরে লক্ষ লক্ষ টাকা আয় করতে চাইলে শুরু করুন এই ব্যবসা, মার্কেটে এর চাহিদা কখনই কমবে না
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement