হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
লকডাউনে পোস্ট অফিসের এই স্কিমে মিলবে দ্বিগুণ রিটার্ন....

লকডাউনে পোস্ট অফিসের এই স্কিমে মিলবে দ্বিগুণ রিটার্ন....

পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট এখানে টাকা রাখলে ৫.৮% সুদ পাবেন। ১ থেকে ৩ বছরের জন্য টাকা রাখলে সুদের হার ৫.৫ শতাংশ। ৫ বছরের জন্য টাকা রাখলে সুদের হার ৬.৭%। এ ছাড়াও এখানে ৫ বছরের জন্য টাকা রাখলে আয়করে ছাড় পাওয়া যায়। আমরা নই, আয়কর আইন, ১৯৬১-র ৮০সি ধারা বলছে এ কথা।

পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট এখানে টাকা রাখলে ৫.৮% সুদ পাবেন। ১ থেকে ৩ বছরের জন্য টাকা রাখলে সুদের হার ৫.৫ শতাংশ। ৫ বছরের জন্য টাকা রাখলে সুদের হার ৬.৭%। এ ছাড়াও এখানে ৫ বছরের জন্য টাকা রাখলে আয়করে ছাড় পাওয়া যায়। আমরা নই, আয়কর আইন, ১৯৬১-র ৮০সি ধারা বলছে এ কথা।

এর জন্য গ্রাহকের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে ৷ সিঙ্গল অ্যাকাউন্টের পাশাপাশি জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: টাকা ইনভেস্ট করে দ্বিগুণ করতে চান তাহলে পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র যোজনায় ইনভেস্ট করা সবচেয়ে ভাল বিকল্প ৷ পোস্ট অফিসের এই যোজনায় ইনভেস্ট করলে আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি ভাল রিটার্ন দেবে ৷ ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইট অনুযায়ী, কিষাণ বিকাশ পত্রের ম্যাচাউরিটি পিরিয়ড ১২৪ মাসের ৷ অর্থাৎ গ্রাহকদের এই যোজনায় ১০ বছর ও ৪ মাসের জন্য টাকা ইনভেস্ট করতে হবে দ্বিগুণ করার জন্য ৷

এর জন্য গ্রাহকের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে ৷ সিঙ্গল অ্যাকাউন্টের পাশাপাশি জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে ৷ KVP তে ১০০০, ৫০০০, ১০০০০ ও ৫০০০০ টাকার সার্টিফিকেট রয়েছে যা কেনা যেতে পারে ৷

KVP-র জন্য আর্থিক বছর ২০২১ এর প্রথম ত্রৈমাসিকে সুদের হার ৬.৯ শতাংশ ঠিক করা হয়েছিল ৷ এখানে আপনার ইনভেস্টমেন্ট ১২৪ মাসে দ্বিগুণ হয়ে যাবে ৷ একবারে ১ লক্ষ টাকা ইনভেস্ট করলে রিটার্নে ২ লক্ষ টাকা পাবেন ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Double Return, Kisan Vikas Patra, Post Office Scheme