খালি দুধের প্যাকেট নিয়ে গেলে এই পেট্রোল পাম্পে বিপুল কম দামে মিলবে পেট্রোল ও ডিজেল

Last Updated:

একটি সামান্য শর্ত মানলেই এই পেট্রোল পাম্পে পেট্রোল ও ডিজেলে পাওয়া যাচ্ছে বিপুল ছাড় ৷

#কলকাতা: রাজস্থানে ভিলওয়াড়ার একটি পেট্রোল পাম্পের মালিক সিঙ্গল ইউজ প্লাস্টিকের (Single Use Plastic) বিরুদ্ধে একটি নতুন ক্যাম্পেন শুরু করেছে ৷ মানুষের মধ্যে প্লাস্টিকের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য এই উদ্যোগ নিয়েছেন চিতোরগড় রাস্তায় অবস্থিত পেট্রোল পাম্পের মালিক অশোক কুমার
তাঁর পেট্রোল পাম্পে দুধের খালি প্যাকেট ও প্লাস্টিকের বোতলের বদলে এক লিটার পেট্রোলে এক টাকা ছাড় ও এক লিটার ডিজেলে ৫০ পয়সার ছাড় দেওয়া হচ্ছে ৷
advertisement
পেট্রোল ও ডিজেলে এই ছাড় দেওয়ার যোজনা ১৫ জুলাই থেকে শুরু করা হয়েছে ৷ এখন পর্যন্ত দুধের প্রায় ৭০০ প্যাকেট পেট্রোল পাম্পে জমা হয়েছে ৷ পাম্পের মালিক অশোক কুমার আরও জানিয়েছেন, ‘যদি কোনও ব্যক্তি ১ লিটারের দুধের প্যাকেটের খালি প্যাকেট বা জলের ১ লিটারের বোতল নিয়ে আসে তাহলে পেট্রোলে ১ টাকা ও ডিজেলে ৫০ পয়সা ছাড় পাবেন ৷ পেট্রোল পাম্পের একটি নির্দিষ্ট জায়গায় প্যাকেটগুলি জমা করা হচ্ছে ৷
advertisement
রাজস্থানের ডেয়ারি ব্র্যান্ড সরস ডেয়ারি (Saras Dairy), এবার ভিলওয়াড়া জেলা প্রশাসন এবার এই যোজনায় সহযোগিতা করতে এগিয়ে এসেছেন ৷ এই উদ্যোগের মাধ্যমে দুধের কমপক্ষে ১০,০০০ খালি প্যাকেট জমা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে এখন পর্যন্ত ৭০০ প্যাকেট পাম্পে জমা পড়েছে ৷ বর্ষার কারণে পেট্রোল পাম্পে গ্রাহকদের সংখ্যা অনেকটা কম ৷ এর জেরে এই অভিযানের সময়সীমা বাড়িয়ে ছ’মাস করা হতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
খালি দুধের প্যাকেট নিয়ে গেলে এই পেট্রোল পাম্পে বিপুল কম দামে মিলবে পেট্রোল ও ডিজেল
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement