#নয়াদিল্লি: পেট্রোল ও ডিজেলের পাশাপাশি অগ্নিমূল্য রান্নার গ্যাসের দামও ৷ কিন্তু এই মাসে সস্তায় গ্যাস সিলিন্ডার কেনার আপনার কাছে রয়েছে দারুণ সুযোগ ৷ সিলিন্ডারে সরাসরি ৮০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন আপনি ৷ দেখে নিন এই অফারের সুবিধা পাবেন কী করে -
এলপিজি গ্যাস বুকিং ও পেমেন্টে Paytm গ্রাহকদের জন্য বাম্পার অফার নিয়ে হাজির হয়েছে ৷ এই অফারে ৮১৫ টাকার সিলিন্ডার কেবল ১৫ টাকায় কেনার দারুণ সুযোগ রয়েছে ৷
LPG সিলিন্ডার বুকিংয়ে মিলছে ৮০০ টাকার ক্যাশব্যাক -
এই ক্যাশব্যাক অফারে (Cashback) যদি কোনও গ্রাহক প্রথমবার পেটিএম অ্যাপের মাধ্যমে ভারত গ্যাস বুকিং করেন তাহলে ৮০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন ৷
Dear #BPCL customer, Now #Paytm pe book karo, #cashback ka fayda lo. @BPCLLPG pic.twitter.com/ryWDNqcG3p
— Bharat Petroleum (@BPCLimited) June 10, 2021
কীভাবে বুকিং করবেন দেখে নিন-
স্টেপ ১- প্রথমে ফোনে পেটিএম অ্যাপ ডাউনলোড করতে হবেস্টেপ ২- পেটিএম অ্যাপ খুলে 'recharge and pay bills' ক্লিক করতে হবেস্টেপ ৩- এরপর 'book a cylinder' অপশন খুলতে হবেস্টেপ ৪- এরপর ভারত গ্যাস প্রোভাইডার সিলেক্ট করতে হবেস্টেপ ৫- রেজিস্টার্ড মোবাইল নম্বর বা আপনার LPG ID দিতে হবেস্টেপ ৬- এরপর QR Code স্ক্যান করে অফারের সুবিধা নিতে হবে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: LPG Gas Booking, Paytm