৮১৫ নয়, মাত্র ১৫ টাকায় এই মাসে কিনতে পারবেন LPG Cylinder! দেখে নিন কীভাবে

Last Updated:

কীভাবে বুকিং করবেন দেখে নিন-

#নয়াদিল্লি: পেট্রোল ও ডিজেলের পাশাপাশি অগ্নিমূল্য রান্নার গ্যাসের দামও ৷ কিন্তু এই মাসে সস্তায় গ্যাস সিলিন্ডার কেনার আপনার কাছে রয়েছে দারুণ সুযোগ ৷ সিলিন্ডারে সরাসরি ৮০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন আপনি ৷ দেখে নিন এই অফারের সুবিধা পাবেন কী করে -
এলপিজি গ্যাস বুকিং ও পেমেন্টে Paytm গ্রাহকদের জন্য বাম্পার অফার নিয়ে হাজির হয়েছে ৷ এই অফারে ৮১৫ টাকার সিলিন্ডার কেবল ১৫ টাকায় কেনার দারুণ সুযোগ রয়েছে ৷
LPG সিলিন্ডার বুকিংয়ে মিলছে ৮০০ টাকার ক্যাশব্যাক -
এই ক্যাশব্যাক অফারে (Cashback) যদি কোনও গ্রাহক প্রথমবার পেটিএম অ্যাপের মাধ্যমে ভারত গ্যাস বুকিং করেন তাহলে ৮০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন ৷
advertisement
advertisement
কীভাবে বুকিং করবেন দেখে নিন-
স্টেপ ১- প্রথমে ফোনে পেটিএম অ্যাপ ডাউনলোড করতে হবে
স্টেপ ২- পেটিএম অ্যাপ খুলে 'recharge and pay bills' ক্লিক করতে হবে
advertisement
স্টেপ ৩- এরপর 'book a cylinder' অপশন খুলতে হবে
স্টেপ ৪- এরপর ভারত গ্যাস প্রোভাইডার সিলেক্ট করতে হবে
স্টেপ ৫- রেজিস্টার্ড মোবাইল নম্বর বা আপনার LPG ID দিতে হবে
স্টেপ ৬- এরপর QR Code স্ক্যান করে অফারের সুবিধা নিতে হবে
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৮১৫ নয়, মাত্র ১৫ টাকায় এই মাসে কিনতে পারবেন LPG Cylinder! দেখে নিন কীভাবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement