Success Story: কৈশোরে মেকানিক! এখন দুবাইয়ের বুর্জ খলিফায় সোনায় সাজানো ২২ টি ফ্ল্যাটের মালিক কেরলের এই শিল্পপতি

Last Updated:

Success Story: উপার্জন শুরু করেছিলেন মেকানিক হিসেবে

বুর্জ খলিফায় সম্পত্তি বৃদ্ধি তাঁর নেশা
বুর্জ খলিফায় সম্পত্তি বৃদ্ধি তাঁর নেশা
দুবাইয়ের অন্যতম স্থাপত্য রত্ন হল বুর্জ খলিফা৷ আকাশছোঁয়া এই বহুতলে কারওর ফ্ল্যাট থাকলে তাকে বিলাসিতা ও সাফল্যের অন্যতম মাপকাঠি বলে মনে করা হয়৷ ধনকুবের ভারতীয়রা এখানে ফ্ল্যাট কেনার জন্য মরিয়া৷ জানা যায়, বুর্জ খলিফার ৯০০ ফ্ল্যাটের মধ্যে ১৫০ টির মালিকানা ভারতীয়দের হাতে৷ সেখানেই বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন কেরলের বাসিন্দা জর্জ ভি নেরিয়ামপারমবিল৷ যিনি উপার্জন শুরু করেছিলেন মেকানিক হিসেবে৷
তাঁর জন্ম কেরলের এক দরিদ্র পরিবারে৷ কৈশোরে পৌঁছনর আগেই উপার্জন শুরু করেছিলেন৷ মাত্র ১১ বছর বয়সে পরিবহণ সংক্রান্ত ব্যবসায় সাহায্য করতেন বাবাকে৷ নিজেও মেকানিক হিসেবে কাজ করতেন৷
তাঁর জীবনের মোড় ঘুরে যায় ১৯৭৬ সালে৷ সে বছর তিনি শারজা গিয়েছিলেন৷ বুঝতে পেরেছিলেন মধ্য এশিয়ার অসহ্য গরমে প্রচুর চাহিদা হবে শীতাতপ নিয়ন্ত্রণকারী যন্ত্রের৷ ধীরে ধীরে বাতানুকূল যন্ত্রের কারবারের সুলুকসন্ধান জানতে শুরু করেন তিনি৷
advertisement
advertisement
আজ জর্জ জিইও গ্রুপ অব কম্পানিজ-এর কর্ণধার৷ মধ্যপ্রাচ্যে ভারতীয় শিল্পপতিদের মধ্যে তিনি অন্যতম৷ বুর্জ খলিফায় সম্পত্তি বৃদ্ধি তাঁর নেশা৷ সেই নেশার জন্মও এক ঠাট্টা থেকেই৷ ২০১০ সালে এক আত্মীয় তাঁকে মজা করে বলেন যে বুর্জ খলিফায় তিনি কোনওদিন ঢুকতেই পারবেন না৷ সেদিনই রোখ চেপে যায় তাঁর৷
তার পর থেকে আজ পর্যন্ত মোট ২২ টি ফ্ল্যাটের মালিক জর্জ৷ সেখানে আরও সম্পত্তি বাড়াতে চান কেরলের এই ভূমিপুত্র৷
advertisement
সম্পত্তি প্রদর্শনেও তিনি কুণ্ঠাহীন৷ শোনা যায়, বুর্জখলিফায় তাঁর বিলাসবহুল ফ্ল্যাটের দেওয়াল, ছাদ ও মেঝে নাকি সোনায় মোড়া! বাণিজ্যমহলে যত প্রতিপত্তি বেড়েছে তাঁর, ততই ছড়িয়েছে জল্পনা কল্পনা এবং গুঞ্জনও৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Success Story: কৈশোরে মেকানিক! এখন দুবাইয়ের বুর্জ খলিফায় সোনায় সাজানো ২২ টি ফ্ল্যাটের মালিক কেরলের এই শিল্পপতি
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement