Fuel Credit Cards: এই ক্রেডিট কার্ডগুলি ব্যবহার করলে পেট্রোল-ডিজেল পাবেন সস্তায় ! খরচ বাঁচবে অনেকাংশেই

Last Updated:

Fuel Saver Credit Cards: এর জন্য রয়েছে বিশেষ ক্রেডিট কার্ডও ৷ যেগুলিতে পাওয়া যায় জ্বালানিতে ১ শতাংশ সারচার্জ ওয়েভ-অফ-সহ ক্যাশব্যাকের সুবিধা ৷

Photo: News18 Hindi
Photo: News18 Hindi
কলকাতা: গোটা দেশেই পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া ৷ অনেকেই এমন রয়েছেন, যাঁরা খুব প্রয়োজন ছাড়া এখন আর নিজেদের গাড়ি রাস্তায় বেরই করছেন না ৷ যাতে তেলের খরচ একটু বাঁচানো সম্ভব হয় ৷ পেট্রোল-ডিজেলের এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে গত বেশ কয়েক মাস ধরেই সমস্যায় পড়েছেন দেশের সাধারণ মানুষ ৷ এর থেকে কিছুটা বাঁচার উপায় অবশ্যই ফুয়েল ক্রেডিট কার্ড (Fuel Credit Cards) ৷ অর্থাৎ যা ব্যবহার করে পেট্রোল-ডিজেলের দামে পেট্রোল পাম্পগুলিতে বেশ কিছুটা ছাড় পাওয়া যায় ৷ অঙ্কটা সামান্য হলেও এমন অনেক ব্যাঙ্ক রয়েছে, যারা এই সুবিধা গ্রাহকদের দিয়ে থাকে ৷ এর জন্য রয়েছে বিশেষ ক্রেডিট কার্ডও ৷ যেগুলিতে পাওয়া যায় জ্বালানিতে ১ শতাংশ সারচার্জ ওয়েভ-অফ-সহ ক্যাশব্যাকের সুবিধা ৷
ICICI Bank HPCL Super Saver Credit Card: 
আইসিআইসিআই-এর এই ক্রেডিট কার্ড ফুয়েল সেভার কার্ড হিসেবে দারুণভাবে পরিচিত ৷ হিন্দুস্তান পেট্রোলিয়াম, অর্থাৎ এইচপিসিএল-এর পেট্রোল পাম্পে তেল কেনার সময় এই কার্ড ব্যবহার করলে বিলে সারচার্জ ছাড়-সহ ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যায় ৷
advertisement
BPCL SBI Card Co-branded RuPay Contactless Credit Card: 
advertisement
ফুয়েল সারচার্জের টাকা বাঁচাতে হলে এই ক্রেডিট কার্ড আপনি ব্যবহার করতে পারেন ৷ বিপিসিএল পেট্রোল পাম্পে প্রত্যেক ১০০ টাকা খরচে ১৩X রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায় অর্থাৎ ৪.২৩ শতাংশ পর্যন্ত ভ্যালুব্যাকের সুবিধা পাওয়া যায় ৷ সঙ্গে ১ শতাংশ সারচার্জ ছাড়ও রয়েছে ৷
IndianOil CitiBank Platinum Credit Card:
ইন্ডিয়ান অয়েল সিটি ব্যাঙ্কের এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনি এক বছরে ৭১ লিটার পর্যন্ত পেট্রোল-ডিজেল ফ্রি-তেই পেতে পারেন ৷ ফুয়েল কেনার জন্য এই ক্রেডিট কার্ড খুবই লাভজনক ৷ ইন্ডিয়ান অয়েলের পাম্পগুলিতে এই কার্ডের মাধ্যমে প্রতি ১৫০ টাকা খরচ করলে ৪ টার্বো পয়েন্ট পাওয়া যায় ৷ এই ফুয়েল পয়েন্টগুলিকে রিডিম করে গ্রাহক বছরে ৭১ লিটার পর্যন্ত ফুয়েল বিনামূল্যেই পেতে পারেন ৷
advertisement
IndianOil HDFC Bank Credit Card:
এইচডিএফসি ব্যাঙ্কের এই কার্ড ব্যবহার করে বছরে ৫০ লিটার পর্যন্ত পেট্রোল-ডিজেল পেতে পারেন আপনি ৷ এখানেও থাকছে ফুয়েল পয়েন্টসের সুবিধা ৷
এ ছাড়া BPCL SBI Card OCTANESuper Value Titanium Credit Card, Uni Carbon Credit Card এবং IndianOil Axis Bank Credit Card গুলিতেও পেট্রোল-ডিজেলের উপর দারুণ অফার থাকে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fuel Credit Cards: এই ক্রেডিট কার্ডগুলি ব্যবহার করলে পেট্রোল-ডিজেল পাবেন সস্তায় ! খরচ বাঁচবে অনেকাংশেই
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement