LPG গ্যাস থেকে ট্যাক্স ফাইলিং, ১ জুন থেকে বদলাতে চলেছে ৫টি বড় নিয়ম

Last Updated:

বদলাতে চলেছে ৫টি গুরুত্বপূর্ণ নিয়ম ৷ দেখে নিন একনজরে...

#নয়াদিল্লি: ১ জুন ২০২১ থেকে বদলাতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম যার প্রভাব সরাসরি পড়তে চলেছে সাধারণ মানুষের জীবনে ৷ এর মধ্যে ব্যাঙ্কিং , ইনকাম ট্যাক্স ফাইলিং, গ্যাসের দাম সহ একাধিক নিয়ম সামিল রয়েছে ৷
১. স্মল সেভিং স্কিমে সুদের হারে বদল- PPF, NSC, KVP, সুকন্য সমৃদ্ধি যোজনা সহ একাধিক স্মল সেভিংস স্কিমে সুদের হার বদলাতে চলেছে জুন মাসে ৷ প্রত্যেক তিন মাসে স্মল সেভিংস স্কিমের নতুন সুদের হার লাগু করে থাকে সরকার ৷ ৩১ মার্চ আর্থিক বছর ২০২০-২১ এর শেষ ত্রৈমাসিকে নতুন সুদের হার কমানো হয়েছিল ৷ কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে সেটি প্রত্যাহার করে পুরনো সুদের হার রাখার সিদ্ধান্ত নেয় সরকার ৷
advertisement
২. ব্যাঙ্ক অফ বরোদা লাগু করতে চলেছে পজিটিভ পে সিস্টেম- ১ জুন ২০২১ থেকে ব্যাঙ্ক অফ বরোদা চেক পেমেন্টের নিয়ম বদলাতে চলেছে ৷ প্রতারণার হাত থেকে গ্রাহকদের বাঁচানোর জন্য ব্যাঙ্কের তরফে পজিটিভ পে কনফার্মেশন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ BoB আধিকারিকরা জানিয়েছেন, গ্রাহকদের পজিটিভ পে সিস্টেম অনুযায়ী, চেকের ডিটেল তখনই রিকনফার্ম করতে হবে যখন ২ লক্ষ বা তার বেশি টাকার চেক জারি করা হবে ৷
advertisement
advertisement
৩. রান্নার গ্যাসের দাম - ১ জুন রান্নার গ্যাসের দাম বদলানোর সম্ভাবনা রয়েছে ৷ প্রত্যেক মাসের প্রথম দিন সরকারি তেল সংস্থাগুলির তরফে এলপিজি সিলিন্ডারের দাম জারি করে থাকে তেল সংস্থাগুলি ৷ একাধিকবার মাসে দু’বারও বদল করা হয় তেলের দাম ৷ বর্তমানে ১৪.২ কিলোর এলপিজি সিলিন্ডারের দাম ৮০৯ টাকা ৷ এর পাশাপাশি বদল হতে পারে ১৯ কিলোর গ্যাসের দামও ৷ দাম বদলাতেই হবে এরকম কোনও নিয়ম নেই ৷ অনেক সময়ই দাম অপরিবর্তিত রাখা হয় ৷
advertisement
৪. বদলাতে চলেছে IFSC- কানাড়া ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, জুন মাসের পর বদলাতে চলেছে IFSC কোড ৷ সিন্ডিকেট ব্যাঙ্কের গ্রাহকদের নতুন IFSC কোড ৩০ জুনের মধ্যে আপডেট করতে বলা হয়েছে ৷
৫. ১ জুন থেকে বন্ধ থাকবে ইনকাম ট্যাক্স ই-ফাইলিং সাইট- ১ থেকে ৬ জুন ইনকাম ট্যাক্স বিভাগের ই-ফাইলিং পোর্টাল কাজ করবে না ৷ ৭ জুন করদাতাদের জন্য নতুন ই-ফাইলিং পোর্টাল লঞ্চ করা হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG গ্যাস থেকে ট্যাক্স ফাইলিং, ১ জুন থেকে বদলাতে চলেছে ৫টি বড় নিয়ম
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement