১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে সমস্ত অনলাইন বা কার্ড পেমেন্টের নিয়ম! সমস্যায় পড়তে পারেন আপনিও
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
আগামিকাল থেকে আপনার অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে । বিস্তারিত জেনে নিন ।
#নয়াদিল্লি: এই ডিজিটাল দুনিয়ায় অনেকেই নির্ভর হয়ে পড়েছেন অনলাইন পেমেন্ট, কার্ড পেমেন্ট বা নেট ব্যাঙ্কিংয়ে । বাড়িতে বসেই বিল পেমেন্ট করা থেকে যে কোনও জিনিস কেনা...সবটাই এখন সম্ভব অনলাইনের মাধ্যমে । কিন্তু ১ এপ্রিল থেকে এই ধরনের পেমেন্টের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে চলেছে আরবিআই । ফলে আগামিকাল থেকে আপনার অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে ।
আরবিআই জানাচ্ছে, প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্ট বা (পিপিআই)-এর মাধ্যমে ট্রানজাকশনের জন্য বাড়তি অথেনটিকেশন লাগবে । ঘন ঘন পেমেন্টের জন্য কাস্টমারকে এই নিয়ম মেনে চলতে হবে । প্রথমে ২ হাজার টাকা পর্যন্ত রেকারিং লেনদেনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এই তা বাড়িয়ে ৫ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে । তার বেশি লেনদেন করতে লাগবে অতিরিক্ত ওটিপি ।
advertisement
২০১৯ সালে কেন্দ্রীয় ব্যাঙ্ক সব নথিভুক্ত ব্যাঙ্ক কার্ড পেমেন্ট নেটওযার্ক, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়াকে বিজ্ঞপ্তি পাঠায় । রেকারিং লেনদেনের ক্ষেত্রে বদলের কথা সে সময় জানানো হয়েছিল । সম্প্রতি ২০২১ সালের ৩১ মার্চ ডেডলাইন ঘোষণা করে আইবিআই । ১ এপ্রিল থেকে এি নিয়মাবলি পালন না করলে অনলাইন লেনদেন করা যাবে না ।
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2021 7:50 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে সমস্ত অনলাইন বা কার্ড পেমেন্টের নিয়ম! সমস্যায় পড়তে পারেন আপনিও