১ অক্টোবর থেকে অফিস করতে হবে ১২ ঘণ্টা, ওভারটাইমের জন্য মিলবে বাড়তি টাকা

Last Updated:

দেখে নিন নতুন লেবর কোডে কী কী বদল আসতে চলেছে ৷

#নয়াদিল্লি: চাকুরিজীবীদের জন্য আগামী মাস অর্থাৎ অক্টোবর থেকে হতে চলেছে বড় বদল ৷ মোদি সরকার ১ অক্টোবর থেকে শ্রম আইনে (New Wage Code) বদল আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ৷ এই নিয়ম লাগু হলে বাড়তে চলেছে অফিস টাইম ৷ নতুন শ্রম আইনে ১২ ঘণ্টা কাজ করার বিষয়ে বলা হয়েছে ৷ পাশাপাশি আপনার ইন-হ্যান্ড স্যালারির উপরেও এই নিয়মের প্রভাব পড়তে চলেছে  ৷ দেখে নিন নতুন লেবর কোডে কী কী বদল আসতে চলেছে ৷
১ অক্টোবর থেকে বদলাবে বেতন সংক্রান্ত এই বড় নিয়ম
লেবর মন্ত্রকের (Labour Ministry) তরফে জানানো হয়েছে সরকার লেবর কোডের নিয়ম ১ জুলাই থেকে কার্যকর করতে চেয়েছিল কিন্তু রাজ্যগুলি এই নিয়ম লাগু করার সময় চেয়েছিল ৷ সেই কারনেই ১ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
সংসদে অগাস্ট ২০১৯-এ তিনটি লেবর কোড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, কাজের সুরক্ষা, হেলথ ও ওয়ার্কিং কন্ডিশন ও সোশ্যাল সিকিউরিটি সংক্রান্ত নিয়মে বদল করা হয় ৷ সেপ্টেম্বর ২০২০-তে এই নিয়ম পাস হেয় গিয়েছিল ৷
advertisement
নতুন ড্রাফ্ট নিয়মে কাজের অধিকতম সময় বাড়িয়ে ১২ ঘণ্টার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ তবে সেক্ষেত্রে সাপ্তাহিক ছুটি বাড়ানো হবে নয়া আইনে।অন্যদিকে অবশ্য লেবর ইউনিয়ম ১২ ঘণ্টা কাজ করার বিষয়ে প্রতিবাদ জানিয়েছে ৷ নিয়মে ১৫ থেকে ৩০ মিনিটের অতিরিক্ত কাজও ৩০ মিনিট হিসেবে ওভারটাইমে সামিল করা যেতে পারে ৷ বর্তমানে নিয়মে ৩০ মিনিটের কম কাজকে ওভারটাইম হিসেবে ধরা হয় না ৷ ড্রাফ্ট নিয়মে বলা হয়েছে কোনও কর্মীকে ৫ ঘণ্টার বেশি একটানা কাজ করানো যাবে না ৷ প্রত্যেক ৫ ঘণ্টা পর কর্মচারীদের ৩০ মিনিটের বিরতি দিতে হবে ৷
advertisement
বেতন কমবে বাড়বে পিএফ
নতুন নিয়ম অনুযায়ী, বেসিক বেতন 'কস্ট টু কম্পানি'র ৫০ শতাংশ বা তার বেশি হতে হবে ৷ এর জেরে বেশির ভাগ কর্মীদের স্যালারি স্ট্রাকচার বদলাতে চলেছে ৷ বেসিক স্যালারি বাড়লে পিএফ এবং গ্র্যাচিউটির জন্য বেশি টাকা কাটা হবে ৷ এর জেরে কমতে চলেছে ইন হ্যান্ড স্যালারি ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ অক্টোবর থেকে অফিস করতে হবে ১২ ঘণ্টা, ওভারটাইমের জন্য মিলবে বাড়তি টাকা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement