হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
এবার থেকে ২৪ ঘণ্টা মিলবে এই ব্যাঙ্ক পরিষেবা, মিনিটের মধ্যে হয়ে যাবে কাজ

এবার থেকে ২৪ ঘণ্টা মিলবে এই ব্যাঙ্ক পরিষেবা, বাড়িতে বসেই মিনিটের মধ্যে হয়ে যাবে কাজ

রিজার্ভ ব্যাঙ্কের তরফে অনুযায়ী, ১৪ ডিসেম্বর রাত ১২:৩০ টা থেকে RTGS পরিষেবা ২৪ ঘণ্টা মিলবে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: লকডাউনের জেরে ডিজিটাল লেনদেনের প্রবণতা বেড়েছে মানুষের মধ্যে ৷ করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য বেশির ভাগ মানুষ এখন বাড়িতে থেকে অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাঙ্কের সমস্ত কাজ করছে ৷ এরই মাঝে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবার অনলাইন লেনদেনের সুবিধা আরও সহজ করার উদ্দেশ্যে একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে ৷ RTGS (Real Time Gross Settlement System) পরিষেবা এবার ১৪ ডিসেম্বর থেকে প্রতিদিন ২৪ ঘণ্টা মিলবে ৷

রিজার্ভ ব্যাঙ্কের তরফে অনুযায়ী, ১৪ ডিসেম্বর রাত ১২:৩০ টা থেকে RTGS পরিষেবা ২৪ ঘণ্টা মিলবে ৷ এই পদক্ষেপের জেরে ভারত সেই সমস্ত দেশের মধ্যে পড়বে যেখানে ২৪ ঘণ্টা লেনদেন পরিষেবা পাওয়া যাবে ৷ ১৬ বছর আগে ২০০৪ সালে মাত্র ৩টি ব্যাঙ্কে RTGS পরিষেবা চালু করা হয়েছিল ৷ বর্তমানে ২৩৭টি ব্যাঙ্ক এই পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে ৷ RTGS পরিষেবার মাধ্যমে ব্যাঙ্কের শাখায় গিয়ে বা বাড়িতে বসে টাকা লেনদেন করতে পারবেন ৷

বড় অঙ্কের টাকা লেনদেনের জন্য RTGS পরিষেবা ব্যবহার করতে পারবেন ৷ এই পরিষেবা কমপক্ষে ২ লক্ষ টাকার লেনদেনের জন্য ব্যবহার করা হয় ৷ অনলাইন বা ব্যাঙ্কের শাখায় গিয়ে এই পরিষেবা ব্যবহার করা যেতে পারে ৷ এখানে কোনও ধরনের চার্জ দিতে হয় না ফান্ড ট্রান্সফারের জন্য ৷ তবে ব্যাঙ্ক থেকে RTGS করালে চার্জ দিতে হবে ৷ গত বছর ডিসেম্বর থেকে NEFT পরিষেবা ২৪x৭ করা হয়েছে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: RTGS