#নয়াদিল্লি: লকডাউনের জেরে ডিজিটাল লেনদেনের প্রবণতা বেড়েছে মানুষের মধ্যে ৷ করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য বেশির ভাগ মানুষ এখন বাড়িতে থেকে অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাঙ্কের সমস্ত কাজ করছে ৷ এরই মাঝে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবার অনলাইন লেনদেনের সুবিধা আরও সহজ করার উদ্দেশ্যে একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে ৷ RTGS (Real Time Gross Settlement System) পরিষেবা এবার ১৪ ডিসেম্বর থেকে প্রতিদিন ২৪ ঘণ্টা মিলবে ৷
রিজার্ভ ব্যাঙ্কের তরফে অনুযায়ী, ১৪ ডিসেম্বর রাত ১২:৩০ টা থেকে RTGS পরিষেবা ২৪ ঘণ্টা মিলবে ৷ এই পদক্ষেপের জেরে ভারত সেই সমস্ত দেশের মধ্যে পড়বে যেখানে ২৪ ঘণ্টা লেনদেন পরিষেবা পাওয়া যাবে ৷ ১৬ বছর আগে ২০০৪ সালে মাত্র ৩টি ব্যাঙ্কে RTGS পরিষেবা চালু করা হয়েছিল ৷ বর্তমানে ২৩৭টি ব্যাঙ্ক এই পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে ৷ RTGS পরিষেবার মাধ্যমে ব্যাঙ্কের শাখায় গিয়ে বা বাড়িতে বসে টাকা লেনদেন করতে পারবেন ৷
বড় অঙ্কের টাকা লেনদেনের জন্য RTGS পরিষেবা ব্যবহার করতে পারবেন ৷ এই পরিষেবা কমপক্ষে ২ লক্ষ টাকার লেনদেনের জন্য ব্যবহার করা হয় ৷ অনলাইন বা ব্যাঙ্কের শাখায় গিয়ে এই পরিষেবা ব্যবহার করা যেতে পারে ৷ এখানে কোনও ধরনের চার্জ দিতে হয় না ফান্ড ট্রান্সফারের জন্য ৷ তবে ব্যাঙ্ক থেকে RTGS করালে চার্জ দিতে হবে ৷ গত বছর ডিসেম্বর থেকে NEFT পরিষেবা ২৪x৭ করা হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: RTGS