Farming Tips: ব্যাপক লাভের মুখ এই সবজি চাষেই! মালামাল জেলার কৃষকরা, বিপুল আয়ের সুযোগ

Last Updated:

Farming Tips: গতানুগতিক ভাবে ধান-গমের মত খাদ্যশস্যের চাষ না করে চাহিদার ওপর ভর করে নতুন নতুন চাষের প্রতি আকৃষ্ট হচ্ছেন। যেগুলির মাধ্যমে তাঁরা বিপুলভাবে লাভবানও হচ্ছেন। 

+
শিম

শিম চাষে ব্যাস্ত চাষিরা 

উত্তর ২৪ পরগনা: শীতকালীন উন্নত প্রজাতির শিম চাষে লাভের দিশা বাদুড়িয়ার কৃষকদের। গাছে মাচা ভর্তি সবুজ ফসল। এক পলক কিংবা এক নিমেষ দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। বর্তমান সময়ের চাষ একটি শিল্প রূপ বলা যেতে পারে। পুরনো পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে নতুন পদ্ধতিতে কম সময়ে বেশি পরিমাণে ফলন কৃষকদের একটি শিল্পকলা। সাম্প্রতিক কালে অনেকেই গতানুগতিক ভাবে ধান-গমের মতো খাদ্যশস্যের চাষ না করে চাহিদার উপর ভর করে নতুন নতুন চাষের প্রতি আকৃষ্ট হচ্ছেন। যেগুলির মাধ্যমে তাঁরা বিপুলভাবে লাভবানও হচ্ছেন। ঠিক তেমনই এবার বাণিজ্যিকভাবে বিটলে প্রজাতির শিম চাষ করে লাভের দিশা দেখছেন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের বাদুড়িয়ার কৃষকরা। এই প্রজাতির শিম চাষে দেশি প্রজাতির শিম অপেক্ষা ভাল ফলন পাওয়া যায়।
এলাকার বিভিন্ন মাঠে গিয়ে দেয়া যায়, মাঠজুড়ে সবুজের সমারোহ। তার উপর মাঠ ভর্তি সাদা-সবুজের সমারোহে ফুল এবং ফল। পরিচর্যায় ব্যস্ত চাষিরা। কেউ শিম তুলছেন, আবার কেউ শিম ক্ষেত পরিচর্যা করতে ব্যস্ত সময় পার করছেন। ঘণ্টার পর ঘণ্টা কাজ করেও যেন এতটুকু ক্লান্তি নেই চাষিদের মধ্যে। কারণ শীতে চাষ ভাল হওয়ায় খুশি তাঁরা। সেই সঙ্গে বাজারজাত হওয়ায় মিলছে বেশি দামও। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া এলাকায় শিম চাষের তেমন চল ছিল না। কিন্তু সময়ের সঙ্গে জেলা জুড়ে বদলেছে চাষের ধরন।
advertisement
advertisement
বর্তমানে কৃষি জমিতে বাণিজ্যিকভাবে শিম চাষের আগ্রহ বাড়ছে সীমান্তবর্তী অঞ্চলের কৃষকদের। বসিরহাটের বাদুড়িয়া এলাকার একাধিক কৃষকরা প্রায় শতাধিক বিঘা জমিতে সিম চাষ করেছেন। এক সময় চাষ বলতেই শুধুমাত্র ঋতুভিত্তিক ধান, গম, পাট ইত্যাদি চাষের উপর ভিত্তি করে কৃষি কাজ করতেন কৃষকরা। কিন্তু বদলে যে সময় বদলেছে চাষের ধরন। ঋতুভিত্তিক চাষ পদ্ধতিতে আগের মতো তেমন লাভ হয় না। সেজন্য কম সময়, পরিশ্রমে অনেক বেশি ফলন এবং লাভের আশায় এবার উন্নত প্রজাতির চাষে জোর দিলেন।
advertisement
জুলফিকার মোল্লা
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Farming Tips: ব্যাপক লাভের মুখ এই সবজি চাষেই! মালামাল জেলার কৃষকরা, বিপুল আয়ের সুযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement