প্রথম দিনেই বিশ্বের সবথেকে সস্তা স্মার্টফোনের সাইট ক্র্যাশ !
Last Updated:
তার আসার অপেক্ষায় ছিল গোটা ভারত ৷ গত কয়েকদিন ধরেই সবথেকে বেশি চর্চিত বিষয় হল, ‘২৫১ টাকায় এবার থেকে মিলবে স্মার্ট ফোন ৷’ ঘড়িতে অ্যালার্ম দিয়ে দুনিয়ার সবথেকে সস্তা স্মার্টফোনটি কেনার জন্য মুখিয়ে ছিল অনেকেই ৷ কিন্তু সমস্ত আপাতত সমস্ত উত্তেজনায় জল ঢেলে বৃহস্পতিবার সকাল থেকে খুলছে না নির্দিষ্ট সাইটটি ৷
#নয়াদিল্লি: তার আসার অপেক্ষায় ছিল গোটা ভারত ৷ গত কয়েকদিন ধরেই সবথেকে বেশি চর্চিত বিষয় হল, ‘২৫১ টাকায় এবার থেকে মিলবে স্মার্টফোন ৷’ ঘড়িতে অ্যালার্ম দিয়ে দুনিয়ার সবথেকে সস্তা স্মার্টফোনটি কেনার জন্য মুখিয়ে ছিল অনেকেই ৷ কিন্তু সমস্ত আপাতত সমস্ত উত্তেজনায় জল ঢেলে বৃহস্পতিবার সকাল থেকে খুলছে না নির্দিষ্ট সাইটটি ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ আর ‘ডিজিটাল ইন্ডিয়া’ থেকে অনুপ্রাণিত ‘ফ্রিডম ২৫১’ ৷ দুনিয়ার সবথেকে সস্তা স্মার্ট ফোন ৷ দাম মাত্র ২৫১ টাকা ৷ ৪০ টাকা শিপিং চার্জ দিয়ে মোট খরচা পড়বে ২৯১ ৷ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, ১৮ ফেব্রুয়ারি সকাল ৬ টা থেকে ২১ ফেব্রুয়ারি সন্ধে ৮টা অবধি www.freedom251.com সাইটে বুকিং নেওয়া হবে ৷ কিন্তু বুকিং শুরুর প্রথম দিনেই সমস্যা ৷ ক্র্যাশ করে যায় সাইটটি ৷ অনেক উৎসাহিত ক্রেতাই অভিযোগ করেছেন, সকাল থেকে সাইটটি খোলাই যায়নি ৷ কারোর কারোর বক্তব্য সাইট খুললেও বুকিং প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে না ৷ বুকিং করতে গেলে সাইট আটকে যাচ্ছে ৷
advertisement
advertisement
সস্তা হলেও স্মার্ট ফোনটিতে রয়েছে দুধর্ষ কিছু ফিচার ৷ যার জন্য ছোট থেকে বড় সকলের কাছেই লোভনীয় ‘ফ্রিডম ২৫১’ ৷ তবে বুকিং করার সঙ্গে সঙ্গেই এই ফোন হাতে পাওয়া যাবে না ৷ বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকলেও সাইটের ডেলিভারি ডিটেলসে কোম্পানি জানিয়েছে, বুকিং করার ৪ মাস পর ক্রেতার কাছে ফোনটি ডেলিভারি করা হবে ৷
advertisement
এই মুহূর্তে ভারতীয় বাজারে ‘ফ্রিডম ২৫১’ বাদে সবচেয়ে কম দামে যে স্মার্ট ফোন পাওয়া যায় তার দাম ১৫০০ টাকা ৷ গত বছর ডেটাউইন্ড, রিলায়েন্স কমিনিউকেশনের সঙ্গে জুটি বেঁধে বাজারে ৯৯৯ টাকায় স্মার্টফোন আনার কথা ঘোষণা করেছিল ৷ বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে বিশ্বের মধ্যে ভারতেই স্মার্টফোনের চাহিদা সবথেকে বেশি ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2016 10:53 AM IST