বিশ্বের সবথেকে সস্তা ফোন এবার ক্যাশ অন ডেলিভারিতে
Last Updated:
এবার ক্যাশ অন ডেলিভারি হবে ফ্রিডম২৫১ স্মার্ট ফোন। এমনটাই জানা গেল তাদের ফেসবুক পেজ থেকে।
#নয়ডা: ফ্রিডম ২৫১ স্মার্টফোনটি প্রথম দিন থেকেই খবরে ৷ এত কম টাকায় মোবাইল কিনতে প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়েছিলেন প্রথম দিন ৷ কিন্তু তাতে সংস্থার ওয়েবসাইটই শেষপর্যন্ত ক্র্যাশ হয়ে যায় ৷ ফ্রিডম ২৫১ নিয়ে এখনও মনের সব সংশয় কাটেনি অনেকেরই। যাদের বুকুং হয়েছে তাদের কীভাবে ফোনটি ডেলিভারি করা হবে বা টাকা কীভাবে কাটবে, তা নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়েছে মানুষের মনে। তবে এবার সেই সমস্যার অনেকটাই সমাধান করে দিল ফোনটির নির্মাতা রিংগিং বেলস সংস্থা।
এবার ক্যাশ অন ডেলিভারি হবে ফ্রিডম২৫১ স্মার্ট ফোন। এমনটাই জানা গেল তাদের ফেসবুক পেজ থেকে। তবে এই সুযোগ পাবেন ২৫ লক্ষ মানুষ, যারা প্রথমে বুকিং করেছেন। বুকিং করা ফোন যখন ডেলিভারি করা হবে, তখনই পেমেন্ট নেওয়া হবে। প্রথম ২৫ লক্ষ গ্রাহককে এই সম্পর্কিত ই-মেল খুব তাড়াতাড়ি পাঠাবে সংস্থা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2016 6:00 PM IST