#নয়াদিল্লি: দেশের সাইবার সুরক্ষার দায়িত্বে থাকা নোডাল এজেন্সি CERT-In করোনা মোকাবিলায় সাহায্যের জন্য প্রধানমন্ত্রী Cares ফান্ডে টাকা দেওয়ার আগে সতর্ক থাকার আবেদন জানিয়েছে ৷ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় PM Cares নামে একাধিক জাল ইউপিআই ঘুরছে বলে সাবধান করা হয়েছে৷ সরকারের তরফে এই ফান্ডে টাকা জমা দেওয়ার জন্য যে ইউপিআই জারি করা হয়েছে সেটি হল (pmcares@sbi) ৷ এটি পিএম কেয়ার্স নামে রেজিষ্টার্ড রয়েছে ৷
জাল ইউপি আইডি-র একটি লিস্ট শেয়ার করা হয়েছে সার্ট-ইন এর তরফে ৷ সেগুলি হল-
pmcares@pnbpmcares@hdfcbank pmcare@yesbankpmcare@ybl
pmcare@upipmcare@sbipmcares@iciciCERT-In এর তরফে বারবার সতর্ক করে বলা হয়েছে যে টাকা ডোনেট করার আগে অবশ্যই ইউপিআই চেক করে নেবেন ৷
‘pmcares@sbi’ ছাড়া সমস্ত আইডি ডাল বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ৷ করোনা ভাইরাসের জেরে দেশে এখন একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি PM Cares ফান্ড চালু করেছেন ৷ এখানে সমস্ত দেশবাসী তাদের ইচ্ছেমত টাকা দিয়ে সাহায্য করতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, COVID-19, Fake UPI ID, Pm cares fund