PM Cares-এ টাকা দেওয়ার আগে সাবধান, পড়তে পারেন জালিয়াতির মুখে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
জাল ইউপি আইডি-র একটি লিস্ট শেয়ার করা হয়েছে সার্ট-ইন এর তরফে ৷
#নয়াদিল্লি: দেশের সাইবার সুরক্ষার দায়িত্বে থাকা নোডাল এজেন্সি CERT-In করোনা মোকাবিলায় সাহায্যের জন্য প্রধানমন্ত্রী Cares ফান্ডে টাকা দেওয়ার আগে সতর্ক থাকার আবেদন জানিয়েছে ৷ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় PM Cares নামে একাধিক জাল ইউপিআই ঘুরছে বলে সাবধান করা হয়েছে৷ সরকারের তরফে এই ফান্ডে টাকা জমা দেওয়ার জন্য যে ইউপিআই জারি করা হয়েছে সেটি হল (pmcares@sbi) ৷ এটি পিএম কেয়ার্স নামে রেজিষ্টার্ড রয়েছে ৷
জাল ইউপি আইডি-র একটি লিস্ট শেয়ার করা হয়েছে সার্ট-ইন এর তরফে ৷ সেগুলি হল-
pmcares@pnb
advertisement
pmcares@hdfcbank pmcare@yesbank
pmcare@ybl
pmcare@upi
pmcare@sbi
pmcares@icici
CERT-In এর তরফে বারবার সতর্ক করে বলা হয়েছে যে টাকা ডোনেট করার আগে অবশ্যই ইউপিআই চেক করে নেবেন ৷
‘pmcares@sbi’ ছাড়া সমস্ত আইডি ডাল বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ৷ করোনা ভাইরাসের জেরে দেশে এখন একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি PM Cares ফান্ড চালু করেছেন ৷ এখানে সমস্ত দেশবাসী তাদের ইচ্ছেমত টাকা দিয়ে সাহায্য করতে পারবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 05, 2020 8:23 PM IST