Fruit Agriculture: অল্প খরচে অধিক ফলন! দেশি নয়, বিদেশি চারায় অনেক বেশি লাভ, নতুন এই ফল চাষে খুশি চাষিরা
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Fruit Agriculture: দীর্ঘ বেশ কয়েক বছর ধরে দেশি জাতের সবেদা চাষ করে সেভাবে লাভের মুখ দেখতে পারছিলেন না সুন্দরবনের এই সবেদা চাষিরা। তাই বাধ্য হয়ে এই নারকেল সবেদা, অর্থাৎ দেশি নয়, বিদেশি চারার উপরে বেশি জোর দেন।
দক্ষিণ ২৪ পরগনা: এবার জেলার বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে নারকেলি সবেদা। আর এই নতুন প্রজাতির সবেদা সুন্দরবন তথা দক্ষিণ ২৪ পরগনা চাষিরা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
এই সমস্ত এলাকাতে আগে বিঘের পর বিঘে সবেদা বাগান চাষ করতে দেখা যেত, অর্থাৎ এই সমস্ত এলাকাতে বেশ কিছু চাষি আছেন যাঁরা বিভিন্ন জাতের সবেদা চাষ করে আর্থিকভাবে সচ্ছল থাকতেন। কিন্তু দীর্ঘ বেশ কয়েক বছর ধরে দেশি জাতের সবেদা চাষ করে সেভাবে লাভের মুখ দেখতে পারছিলেন না সুন্দরবনের এই সবেদা চাষিরা। তাই বাধ্য হয়ে এই নারকেল সবেদা, অর্থাৎ দেশি নয়, বিদেশি চারার উপরে বেশি জোর দেন। এবং তা থেকেই আসে তাঁদের সাফল্য।
advertisement
advertisement
দেশি সবেদা চাষ করে যতটা লাভ হত, ততটাই বিভিন্ন খরচের খাতে বেরিয়ে যেত। এবং যার জন্য লাভের মুখ সেভাবে দেখতে পাচ্ছিলেন না এই চাষিরা। তাই তাঁরা এই বিদেশি নারকেল সবেদা জাতের গাছ বসিয়ে অল্প খরচে অধিক ফলন পাচ্ছেন গাছগুলিতে। লাভবানও হচ্ছেন আগের থেকে।
advertisement
এই সবেদা শুধুমাত্র রাজ্যে নয়, বাইরেও পাঠিয়ে দিচ্ছেন। এবং দেশি সবেদার দামের তুলনায় এই নারকেল জাতের সবেদার দামও ভালই উঠছে। অধিক লাভের দিশা দেখছেন তাঁরা। অন্যান্য চাষিদেরও এই ফল চাষে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছেন সকলে।
সুমন সাহা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2024 8:25 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fruit Agriculture: অল্প খরচে অধিক ফলন! দেশি নয়, বিদেশি চারায় অনেক বেশি লাভ, নতুন এই ফল চাষে খুশি চাষিরা
