এই ভাবে PF অ্যাকাউন্ট থেকে সহজেই টাকা তুলতে পারবেন !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সরকারের তরফে জারি করা নোটিফিকেশন অনুযায়ী, কর্মচারীরা তাদের ইপিএফ অ্যাকাউন্ট থেকে তিন মাসের বেসিক স্যালারি বা মোট ফান্ডের ৭৫ শতাংশ তুলে নিতে পারবেন ৷
#নয়াদিল্লি: সম্প্রতি EPFO তাদের সাবস্ক্রাইবারদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছে যাতে ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে কোনও সমস্যার মধ্যে পড়তে না হয় সাধারণ মানুষকে ৷ কিন্তু ক্লেম করার আগে আপনাকে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে ৷
সরকারের তরফে কিছুদিন আগে EPFO নিয়মে কিছু ছাড় দেওয়া হয়েছে যাতে করোনা ভাইরাসের মোকাবিলায় ইপিএফও সাবস্ক্রাইবাররা তাদের ফান্ড থেকে কিছু টাকা তুলে নিতে পারেন ৷
সরকারের তরফে জারি করা নোটিফিকেশন অনুযায়ী, কর্মচারীরা তাদের ইপিএফ অ্যাকাউন্ট থেকে তিন মাসের বেসিক স্যালারি বা মোট ফান্ডের ৭৫ শতাংশ তুলে নিতে পারবেন ৷ এই দুইয়ের মধ্যে যে টাকাটা কম হবে সেটা তুলে নিতে পারবেন সাবস্ক্রাইবাররা ৷ পিএফ ব্যালেন্সে সাধারণত কর্মচারী ও সংস্থার যোগদান থাকে ৷
advertisement
advertisement
ধরে নিন যদি কোনও ব্যক্তির পিএফ ব্যালেন্স ৫০০০০ টাকায় হয় এবং তার বেসিক স্যালারি মাসে ১৫০০০ টাকা হয় তাহলে তিনি ৩৭৫০০ টাকা তুলতে পারবেন ৷ এর জন্য ইপিএফও-র ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে ৷
প্রথমে EPFO পোর্টালে লগইন করতে হবে ৷ এই ওয়েবসাইটের লিঙ্ক https://unifiedportalmem.epfindia.gov.in/memberinterface ৷
ড্রপ ডাউন মেনুতে অনলাইন সার্ভিসেসে গিয়ে Claim (Form-31,19,10C & 10D) ক্লিক করতে হবে ৷
advertisement
এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ৪টি ডিজিট দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে ৷
পরের স্টেপে “Proceed for Online Claim” ক্লিক করতে হবে ৷ ড্রপডাউন মেনুতে PF Advance (Form 31) ক্লিক করতে হবে ৷ “Outbreak of pandemic (COVID-19)” অপশন সিলেক্ট করতে হবে ৷
এরপর আপনি কত টাকা তুলতে চান সেটি ভর্তি করতে হবে এবং চেকের সেকেন্ড কপি আপলোড করে আপনার ঠিকানা দিন ৷ “Get Aadhaar OTP” এর মাধ্যমে ভেরিফাই করতেই আপনার ক্লেম সাবমিট হয়ে যাবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 05, 2020 7:00 PM IST