এই ভাবে PF অ্যাকাউন্ট থেকে সহজেই টাকা তুলতে পারবেন !

Last Updated:

সরকারের তরফে জারি করা নোটিফিকেশন অনুযায়ী, কর্মচারীরা তাদের ইপিএফ অ্যাকাউন্ট থেকে তিন মাসের বেসিক স্যালারি বা মোট ফান্ডের ৭৫ শতাংশ তুলে নিতে পারবেন ৷

#নয়াদিল্লি: সম্প্রতি EPFO তাদের সাবস্ক্রাইবারদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছে যাতে ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে কোনও সমস্যার মধ্যে পড়তে না হয় সাধারণ মানুষকে ৷ কিন্তু ক্লেম করার আগে আপনাকে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে ৷
সরকারের তরফে কিছুদিন আগে EPFO নিয়মে কিছু ছাড় দেওয়া হয়েছে যাতে করোনা ভাইরাসের মোকাবিলায় ইপিএফও সাবস্ক্রাইবাররা তাদের ফান্ড থেকে কিছু টাকা তুলে নিতে পারেন ৷
সরকারের তরফে জারি করা নোটিফিকেশন অনুযায়ী, কর্মচারীরা তাদের ইপিএফ অ্যাকাউন্ট থেকে তিন মাসের বেসিক স্যালারি বা মোট ফান্ডের ৭৫ শতাংশ তুলে নিতে পারবেন ৷ এই দুইয়ের মধ্যে যে টাকাটা কম হবে সেটা তুলে নিতে পারবেন সাবস্ক্রাইবাররা ৷ পিএফ ব্যালেন্সে সাধারণত কর্মচারী ও সংস্থার যোগদান থাকে ৷
advertisement
advertisement
ধরে নিন যদি কোনও ব্যক্তির পিএফ ব্যালেন্স ৫০০০০ টাকায় হয় এবং তার বেসিক স্যালারি মাসে ১৫০০০ টাকা হয় তাহলে তিনি ৩৭৫০০ টাকা তুলতে পারবেন ৷ এর জন্য ইপিএফও-র ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে ৷
প্রথমে EPFO পোর্টালে লগইন করতে হবে ৷ এই ওয়েবসাইটের লিঙ্ক https://unifiedportalmem.epfindia.gov.in/memberinterface ৷
ড্রপ ডাউন মেনুতে অনলাইন সার্ভিসেসে গিয়ে Claim (Form-31,19,10C & 10D) ক্লিক করতে হবে ৷
advertisement
এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ৪টি ডিজিট দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে ৷
পরের স্টেপে “Proceed for Online Claim” ক্লিক করতে হবে ৷ ড্রপডাউন মেনুতে PF Advance (Form 31) ক্লিক করতে হবে ৷ “Outbreak of pandemic (COVID-19)” অপশন সিলেক্ট করতে হবে ৷
এরপর আপনি কত টাকা তুলতে চান সেটি ভর্তি করতে হবে এবং চেকের সেকেন্ড কপি আপলোড করে আপনার ঠিকানা দিন ৷ “Get Aadhaar OTP” এর মাধ্যমে ভেরিফাই করতেই আপনার ক্লেম সাবমিট হয়ে যাবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই ভাবে PF অ্যাকাউন্ট থেকে সহজেই টাকা তুলতে পারবেন !
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement