RBI-র নির্দেশে বড় ধাক্কা লাগতে চলেছে মধ্যবিত্তের, কমতে পারে FD-র সুদের হার

Last Updated:

বিশেষজ্ঞদের মতে আরবিআই এর এই সিদ্ধান্তের জেরে ব্যাঙ্ক ডিপোজিটে সুদের হার কমতে পারে ৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে বড় সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ ৷ তার মধ্যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনার শক্তিকান্ত দাস ফের রেপো রেট ০.৪০ শতাংশ কমানোর ঘোষণা করলেন ৷ এর জেরে ছোট সংস্থা ও ব্যাঙ্কগুলির সুবিধা হবে ৷ তবে যারা এফডি করান তাদের ক্ষেত্রে বড় ধাক্কা লাগতে চলেছে ৷ ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ব্যাঙ্ক লোনের সুদে তাদের মার্জিন কমাতে পারে ৷ অথার্ৎ লোনের ক্ষেত্রে সুদের হার কমতে পারে ৷ কিন্তু এফডি-র ক্ষেত্রে লাভের মাত্রা কমে যাবে ৷
বিশেষজ্ঞদের মতে আরবিআই এর এই সিদ্ধান্তের জেরে ব্যাঙ্ক ডিপোজিটে সুদের হার কমতে পারে ৷  ফিক্সড ডিপোজিটে সুদের হার ০.২৫ থেকে ০.৫০ শতাংশ পর্যন্ত কমতে পারে ৷
এর আগে আরবিআই সুদের হার ০.৭৫ শতাংশ কমিয়েছিল ৷ এরপর স্টেট ব্যাঙ্ক-সহ দেশের একাধিক বড় ব্যাঙ্ক এফডি-র সুদের হার কমিয়েছে ৷ ১২ মে এসবিআই ৩ বছর পর্যন্ত এফডি-র সুদের হার ০.২০ শতাংশ পর্যন্ত কমিয়েছে ৷ তবে ৩ থেকে ১০ বছর পর্যন্ত এফডি-র সুদের হারে কোনও পরিবর্তন করেনি ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল সিস্টেম ও ব্যাঙ্ক লিক্যুইডিটিকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RBI-র নির্দেশে বড় ধাক্কা লাগতে চলেছে মধ্যবিত্তের, কমতে পারে FD-র সুদের হার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement