Fixed Deposit Interest Rate: দুর্দান্ত খবর! ৭.৬৫% হারে FD-তে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, জানুন বিশদে
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
সুপার সিনিয়র সিটিজেনদের জন্য ১ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে ৭.৬৫ শতাংশ পর্যন্ত সুদের হার দিচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
নয়া দিল্লি: ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য সুখবর। ১ বছরের কম মেয়াদের জন্য ফিক্সড ডিপোজিট সুদের হার বাড়িয়ে এই ব্যাঙ্ক। সুপার সিনিয়র সিটিজেনদের জন্য ১ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে ৭.৬৫ শতাংশ পর্যন্ত সুদের হার দিচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
অন্যদিকে, সাধারণ নাগরিকদের জন্য ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে মেয়াদকালীন এফডি গুলিতে ৩ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। ব্যাঙ্কের তরফ থেকে বলা হয়েছে, ১ বছরের মেয়াদকালীন সময়ের জন্য প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৭.৫০ শতাংশ এবং সুপার সিনিয়র নাগরিকদের জন্য ৭.৬৫ শতাংশ সুদের হার প্রদান করছে। সংশোধিত এই সুদের হারগুলি দেশীয়, এনআরও এবং এনআরই-দের জমা করা এফডির ক্ষেত্রেও প্রযোজ্য। এমনটাই জানানো হয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে।
advertisement
advertisement
সম্প্রতি দেশের বেশ কিছু ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করেছে। এবার ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও সেই তালিকায় ঢুকে গেল। এই ব্যাঙ্কের বিভিন্ন বছরের মেয়াদকালীন সময়ের সুদের হারে ফিক্সড ডিপোজিট রেট জানতে ব্যাঙ্কের ওয়েবসাইট কিংবা নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করতে পারেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2023 5:18 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fixed Deposit Interest Rate: দুর্দান্ত খবর! ৭.৬৫% হারে FD-তে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, জানুন বিশদে
