ITR Alert: এই তারিখের পর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলে দিতে হবে ৫০০০ টাকা জরিমানা!

Last Updated:

দেখে নিন কীভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন ?

#নয়াদিল্লি: ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল (Income tax return file) করার সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর ২০২১ করা হয়েছে ৷ ৩০ সেপ্টেম্বরের পর রিটার্ন ফাইল করলে ৫০০০ টাকা জরিমানা দিতে হতে পারে ৷ আয়কর বিভাগের তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷
ইনকাম ট্যাক্স নিয়ম অনুযায়ী, ট্যাক্স রিটার্ন জমা না দিলে জরিমানা দিতে হবে ৷ করদাতারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ITR ফাইল না করলে বকেয়া ট্যাক্সের উপর সুদ দিতে হবে ৷ এই জরিমানা থেকে বাঁচতে হলে ৩০ সেপ্টেম্বরের আগে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে ৷
সরকারের তরফে জারি করা তারিখের পর রিটার্ন ফাইল করলে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে ৷ ইনকাম ট্যাক্সের সেকশন ২৩৪এফ এ এই বিষয়ে জানানো হয়েছে ৷ করদাতার বার্ষিক আয় ৫ লক্ষ টাকার ভিতরে হলে লেট ফাইন হিসেবে ১০০০ টাকা দিতে হবে ৷ ৫ লক্ষ টাকার বেশি আয় হলে বেশি টাকার জরিমানা দিতে হবে ৷
advertisement
advertisement
দেখে নিন কীভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন ?
১. ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য আয়কর বিভাগের আধিকারিক পোর্টালে https://www.incometax.gov.in যেতে হবে ৷
২. ই-ফাইলিং পোর্টালে নিজের প্যান, পাসওয়ার্ড ও ক্যাপচা কোড এন্টার করার পর লগ ইন করতে হবে ৷
৩. এরপর e-File মেনুতে ক্লিক করে income tax return লিঙ্কে ক্লিক করতে হবে ৷
advertisement
৪. ইনকাম ট্যাক্স রিটার্ন পেজে Assessment Year সিলেক্ট করতে হবে ৷ এরপর ITR form Number সিলেক্ট করতে হবে ৷ এরপর Filing Type সিলেক্ট করে Original/Revised Return সিলেক্ট করতে হবে ৷
৫. এরপর submission Mode সিলেক্ট করে prepare and submit online সিলেক্ট করতে হবে
৬. এরপর continue বটনে ক্লিক করতে হবে ৷ পোর্টালে দেওয়া গাইডলাইন পড়তে হবে ৷ অনলাইন ITR ফর্ম ফিলআপ করতে হবে ৷
advertisement
৭. এরপর ফের Taxes and Verification ট্যাবে গিয়ে ভেরিফিকেশন অপশনে সিলেক্ট করতে হবে ৷ Preview and submit বটনে ক্লিক করে, ITR-এ দেওয়া ডেটা ভেরিফাই করতে হবে ৷ এরপর ITR কে submit করুন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ITR Alert: এই তারিখের পর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলে দিতে হবে ৫০০০ টাকা জরিমানা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement