Guava Cultivation: মাসে মাসে আয় হবে মোটা টাকা! এই পেয়ারা চাষ করেই হবেন 'মালামাল'! সামান্য খরচেই পাবেন বিরাট লাভ
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Piya Gupta
Last Updated:
Guava Cultivation: ছোট্ট একটি গাছই ধরবে হাজার হাজার পেয়ারা। যেকোনও ঋতুতেই লাগিয়ে ফেলতে পারেন তাইওয়ান পিঙ্ক পেয়ারা। খাটনি কম ও মুনাফা বেশি হওয়ায় বর্তমানে বহু কৃষকই এই পেয়ারা চাষে ঝুঁকছেন।
উত্তর দিনাজপুর: ছোট্ট একটি গাছই ধরবে হাজার হাজার পেয়ারা । বাড়িতে অল্প জমিতে লাগিয়ে ফেলুন এই তাইওয়ান পিঙ্ক পেয়ারা। এই পেয়ারা ভিতরে দেখতে যেমন গোলাপি খেতেও তেমনি মিষ্টি। যেকোনও ঋতুতেই লাগিয়ে ফেলতে পারেন এই তাইওয়ান পিঙ্ক পেয়ারা। খাটনি কম ও মুনাফা বেশি হওয়ায় বর্তমানে বহু কৃষকই এই তাইওয়ান পিঙ্ক পেয়ারা চাষে ঝুঁকছেন।
কৃষিবিদ ফটিক দেবশর্মা জানান তিনি তার চার সাড়ে চার বিঘা জমিতে তিনি প্রায় ১৪০০ টি পেয়ারা গাছ লাগিয়েছেন। এই পেয়ারার ভিতরটা গোলাপি কালারের হয় এবং খেতেও ভীষণ মিষ্টি হয়। এই তাই ওয়ান পিঙ্ক পেয়ারার চারা গুলো কলকাতা থেকে ১২০ টাকা এক একটি গাছের দাম নিয়েছিল। বছরে তিনবার পাওয়া যায় এই পেয়ারা। মার্চ ,এপ্রিল এবং জুলাই, আগস্ট মাসে পেয়ারা চাষের উপযুক্ত সময়। এক একটি পেয়ারার ওজন ২৫০ থেকে ৩০০ গ্রামের মধ্যে হয়। ।
advertisement
advertisement
তবে এই পেয়ারা গাছ খুব বেশি বড় হয় না।এই তাইওয়ান পিঙ্ক পেয়ারা লাগানোর ছয় মাসের মধ্যেই গাছে ফুল আসে। ফল থাকতে থাকতেই এ পেয়ারা গাছে আবারও ফুল চলে আসে।এই পেয়ারা চাষে প্রথম বছরে যে টাকা খরচ করবেন একবার পেয়ারার ফলন পেলেই আপনার সেই খরচ উঠে যাবে। দ্বিতীয় বছর এই পেয়ারার এক একটি গাছে ২৫ থেকে ৩০ কেজি ফলন দিতে পারে। এই পেয়ারা চাষ করতে হলে আপনি এক বিঘা জমিতে প্রথমে চারা লাগাতে পারেন।
advertisement
গোলাপি রঙের পেয়ারা উন্নত মানের আধুনিক প্রযুক্তির গাছ। এই পেয়ারা গাছটি দেড় থেকে দুই ফুট হওয়া মাত্রই ফুল দিতে শুরু করে। পেয়ারা গাছে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করলে আরও ভাল ফলন হয়। জানা যায় এই পেয়ারার গুলো ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়। তাই বাড়িতে আপনিও লাগিয়ে নিতে পারেন এই তাই ওয়ান পিঙ্ক পেয়ারা।
advertisement
পিয়া গুপ্তা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2024 3:05 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Guava Cultivation: মাসে মাসে আয় হবে মোটা টাকা! এই পেয়ারা চাষ করেই হবেন 'মালামাল'! সামান্য খরচেই পাবেন বিরাট লাভ