#নয়াদিল্লি: সরকারের তরফে ফ্যামিলি পেনশন আড়াই গুণের বেশি বাড়িয়ে দিয়েছে ৷ এবার থেকে ফ্যামিলি পেনশনের লিমিট প্রতি মাসে ৪৫ হাজার থেকে বাড়িয়ে ১.২৫ লক্ষ টাকা করা হয়েছে ৷ সরকারের তরফে জানানো হয়েছে, এই পদক্ষেপের জেরে মৃত কর্মচারীদের পরিবারের সদস্যরা অনেকটাই আর্থিক সাহায্য পাবে এবং জীবন কাটানো অনেকটাই সহজ হয়ে যাবে ৷
আগে অধিকতম ৪৫ হাজার টাকা পর্যন্ত ফ্যামিলি পেনশন হত ৷ তবে এখন তা আড়াই গুণ বাড়িয়ে ১.২৫ লক্ষ টাকা করা হয়েছে ৷ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রাপ্ত রেফারেন্সের ভিত্তিতে এই ব্যাখ্যা দেওয়া হয়েছে।
D/o Pension & Pensioners' Welfare has started a series on "75 important rules related to Family Pension" with a view to creating awareness among elderly pensioners.@mygovindia @DrJitendraSingh @PIB_India#AmritMahotsav #India@75 #AzadiKaAmritMahotsav pic.twitter.com/zmIfXOL5zf
— D/o Pension & Pensioners' Welfare , GoI (@DOPPW_India) August 16, 2021
মন্ত্রকের তরফে জারি এক বয়ানে বলা হয়েছে, কেন্দ্রীয় সিভিল সেবা (পেনশন) নিয়ম ১৯৭২ অনুযায়ী ৫৪ এর উপ নিয়ম (11) অনুযায়ী, ৯০০০০ টাকা অধিকতম বেতনের ৫০ শতাংশ ও ৩০ শতাংশ ছিল ৷ স্বামী ও স্ত্রী দু’জনেই সরকারি কর্মচারী হলে এই নিয়ম অনুযায়ী, দু’জনের মৃত্যু হয়ে গেলে তাঁদের সন্তানরা দুটি ফ্যামিলি পেনশন পাবে ৷
এর আগে অধিকতম ৪৫ হাজার ও ২৭ হাজার টাকা প্রতি মাসে ছিল ৷ ষষ্ঠ বেতন আয়োগের রেকোমেন্ডেশন অনুযায়ী, আগে নির্দেশ অনুযায়ী, দুটি ফ্যামিলি পেনশন মিলিয়ে মোট ৪৫০০০ টাকা প্রতি মাসে ও ২৭০০০ টাকা প্রতি মাসে অর্থাৎ ৫০ শতাংশ এবং ৩০ শতাংশের বেশি হবে না ৷ ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বেতনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ ৯০০০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সপ্তম বেতম আয়োগের সুপারিশ লাগু হওয়ার পর অধিকতম বেতন সংশোধন করে ২.৫ লক্ষ টাকা প্রতি মাসে করে দেওয়া হয়েছে ৷ সংশোধন অনুযায়ী, ২.৫ লক্ষ টাকার ৫০ শতাংশ অর্থাৎ ১.২৫ লক্ষ টাকা এবং ২.৫ লক্ষ টাকার ৩০ শতাংশ অর্থাৎ ৭৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: New Pension Scheme, Pension scheme