Fake 100 Rupees Note: ১০০ টাকার জাল নোট বাজারে ঘুরছে, সেগুলো আপনার পকেটেও চলে আসেনি তো? জানুন জাল নোট চেনার উপায়

Last Updated:

Fake 100 Rupees Note: লোকাল 18-এর টিম ১০০ টাকার নোটের সম্পর্কে অনেকের সঙ্গে কথা বলে। এমন পরিস্থিতিতে মানুষের প্রতিক্রিয়া ছিল খুবই বিস্ময়কর।

News18
News18
বর্তমান সময়ে, নোটগুলি এমন হয়ে গিয়েছে যে, অনেকেই আসল এবং নকলের মধ্যে পার্থক্য করতে পারবে না। বাজারে এসেছে ১০০ এবং ২০০ টাকার জাল নোট। যা এক হাত থেকে অন্য হাতে যাচ্ছে। যেহেতু এটি ১০০ বা ২০০ টাকার নোট, তাই এটি আসল না নকল সেদিকে মানুষ মনোযোগ দিচ্ছে না। এমন পরিস্থিতিতে আজ আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে জানব কীভাবে সনাক্ত করা যায় ১০০ টাকার নোট আসল না নকল।
লোকাল 18-এর টিম ১০০ টাকার নোটের সম্পর্কে অনেকের সঙ্গে কথা বলে। এমন পরিস্থিতিতে মানুষের প্রতিক্রিয়া ছিল খুবই বিস্ময়কর। প্রেম প্রকাশ জানান যে, আজ তিনি প্রথম জানতে পারলেন যে ১০০ টাকার নোটও জাল হয়। তিনি বলেন, নোটটি মোটা না পাতলা দেখেই সনাক্ত করেন আসল না নকল। অশ্বিনী ঘাই বলেছেন যে, কোনও নোট যখন তাঁর হাতে আসে, তিনি প্রথমে জলছাপটি দেখেন। ১০০ টাকার নোটে মহাত্মা গান্ধির ছবি সহ ওয়াটারমার্কে ১০০ টাকা লেখা রয়েছে। তিনি বলেন, জাল ও আসল নোটের কাগজের মধ্যে পার্থক্য রয়েছে। এ ছাড়া অনেকেই বলেছেন, নোটগুলোর পরিচয় সম্পর্কে তাদের কাছে কোনও সুনির্দিষ্ট তথ্য নেই। অবশ্যই, বড় নোটগুলি মনোযোগ সহকারে দেখতে হবে। কিন্তু, অনেক সময় ছোট নোটগুলোকেও না দেখে পকেটে রাখা হয়।
advertisement
advertisement
নোট চেনার সঠিক উপায় জানালেন বিশেষজ্ঞ –
ঝাড়খণ্ড স্টেট গ্রামীণ ব্যাঙ্ক পালামৌয়ের ব্যাঙ্ক অফিসার জিতেন্দ্র কুমার লোকাল 18-কে বলেন যে, ১০০ টাকার নোট আসল না জাল তা সনাক্ত করা খুব সহজ। কিন্তু, যারা এর প্রতি মনোযোগ দেয় তারাই তা চিনতে পারে। কারণ যারা জাল নোট ছাপাচ্ছে তারা তা সম্পূর্ণ কপি করতে পারে। কিন্তু, নোটে স্ট্রিপ কপি করা খুবই কঠিন হয়ে পড়ে।
advertisement
সনাক্ত করার প্রথম উপায় –
তিনি আরও বলেন, প্রথমে নোটগুলো নিজের হাতে ধরে জানা যেতে পারে এই নোটগুলো আসল না নকল। কারণ জাল নোট তৈরি হয় নিম্নমানের কাগজ থেকে। যা ভাঁজ করলে পাতার রঙ নষ্ট হয়ে যায়। যেখানে আসল নোটের তুলনায় জাল নোট খুব পাতলা। আসল নোট পেপারের মান খুবই ভাল। যতই ভাঁজ করা হোক বা ঘষা হোক না কেন, তাতে যা লেখা আছে তা কখনও মুছে যায় না।
advertisement
দ্বিতীয় পদ্ধতিটি খুবই গুরুত্বপূর্ণ –
তিনি জানান যে, নোট সনাক্ত করার দ্বিতীয় উপায় হল আসল ১০০ টাকার নোটে একটি স্ট্রিপ রয়েছে। যা সামনে থেকে দেখলে সবুজ এবং পাশ থেকে দেখলে নীল দেখায়। যে কোনও কোণ থেকে জাল ১০০ টাকার নোটের স্ট্রিপটি দেখলে তা সবুজ দেখাবে।
advertisement
আরবিআই সম্পর্কিত তৃতীয় পদ্ধতি –
১০০ টাকার নোট সনাক্ত করার তৃতীয় উপায় হল স্ট্রিপে ছোট আকারে RBI এবং India লেখা আছে। যা একসঙ্গে ঘষলে পরিবর্তন হয় না। জাল নোটে মোটা আকারে RBI এবং India লেখা রয়েছে। যা ঘষে মুছে ফেলা যায়।
তিনি আরও বলেন, অনেক সময় জাল নোটে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বানান ভুল লেখা হয়। যার সাহায্যে চিহ্নিত করা যেতে পারে সেই নোটটি আসল না নকল। এই পদ্ধতিগুলি স্পষ্টভাবে আসল এবং জাল নোটের মধ্যে পার্থক্য করে। কারণ বাকি জিনিসগুলো নকল করা যায়।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fake 100 Rupees Note: ১০০ টাকার জাল নোট বাজারে ঘুরছে, সেগুলো আপনার পকেটেও চলে আসেনি তো? জানুন জাল নোট চেনার উপায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement