আপনাকেও প্রতি মাসে ১.৩০ লক্ষ টাকা দেবে অর্থ মন্ত্রক ? জেনে নিন সত্যিটা....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
একটি হোয়াসটঅ্যাপ মেসেজে দাবি করা হয়েছে দেশের অর্থ মন্ত্রক এমারজেন্সি ক্যাশ বিতরণ করছে সকলের মধ্যে ৷
#নয়াদিল্লি: আপনার কাছেও কী এরকম কোনও মেসেজ এসেছে যেখানে বলা হয়েছে প্রতি মাসে অর্থ মন্ত্রক ১.৩০ লক্ষ টাকা করে এমারজেন্সি ক্যাশ হিসেবে বিতরণ করছে ৷ এরকম কোনও মেসেজ এসে থাকলে সাবধান হয়ে যান ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকম একটি মেসেজ দ্রুত গতিতে ভাইরাল হয়েছে ৷ PIB Fact Check ভিডিও-র সত্যতা যাচাই করার পর আসল সত্যিটা সামনে এসেছে ৷
PIB Fact Check এর তরফে ভিডিওটি সম্পূর্ণ ফেক বলে ঘোষণা করা হয়েছে ৷ পিআইবি-র তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, অর্থ মন্ত্রকের তরফে এরকম কোনও যোজনা চালানো হচ্ছে না ৷
ট্যুইটে পিআইবি-র তরফে জানানো হয়েছে, একটি হোয়াসটঅ্যাপ মেসেজে দাবি করা হয়েছে দেশের অর্থ মন্ত্রক এমারজেন্সি ক্যাশ বিতরণ করছে সকলের মধ্যে ৷ এমারজেন্সি ক্যাশ হিসেবে প্রত্যেককে ৬ মাসের জন্য প্রতি মাসে ১.৩০ লক্ষ টাকা করে দেওয়া হবে ৷
advertisement
advertisement
This WhatsApp forward claiming that @FinMinIndia is providing emergency cash where recipients will receive Rs 1,30,000 per month for 6 months is #FAKE! ❌Don't believe this message ❌Don't forward such links ❌Never disclose personal information on such websites#PIBFactCheck pic.twitter.com/3okZwNHyhA
— PIB Fact Check (@PIBFactCheck) July 29, 2021
advertisement
#PIBFactCheck এই দাবিকে সম্পূর্ণ ফেক বলে ঘোষণা করা হয়েছে ৷ পাশাপাশি দেশের নাগরিকদের কোনওরকম যোজনার উপর বিশ্বাস করার আগে সেটি ভাল করে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ সরকারের তরফে সমস্ত যোজনার তথ্য প্রথমে মন্ত্রকের তরফে জারি করা হয়ে থাকে ৷ তাই যে কোনও যোজনার ক্ষেত্রে আবেদন করার আগে নির্ধারিত মন্ত্রকের ওয়েবসাইট, পিআইবি বা অন্যান্য ভরসা যোগ্য মাধ্যমে যাচাই করা অত্যন্ত জরুরি ৷ না হলে হতে পারে বড় টাকার লোকসান ৷
advertisement
করোনা মহামারির জেরে দেশজুড়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে মাঝে মধ্যেই বিভিন্ন ফেক খবর ভাইরাল হতে দেখা যাচ্ছে ৷ করোনাকালে এরকম ফেক খবর ছড়িয়ে পড়া থেকে আটকাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 01, 2021 12:44 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আপনাকেও প্রতি মাসে ১.৩০ লক্ষ টাকা দেবে অর্থ মন্ত্রক ? জেনে নিন সত্যিটা....