আপনাকেও প্রতি মাসে ১.৩০ লক্ষ টাকা দেবে অর্থ মন্ত্রক ? জেনে নিন সত্যিটা....

Last Updated:

একটি হোয়াসটঅ্যাপ মেসেজে দাবি করা হয়েছে দেশের অর্থ মন্ত্রক এমারজেন্সি ক্যাশ বিতরণ করছে সকলের মধ্যে ৷

#নয়াদিল্লি: আপনার কাছেও কী এরকম কোনও মেসেজ এসেছে যেখানে বলা হয়েছে প্রতি মাসে অর্থ মন্ত্রক ১.৩০ লক্ষ টাকা করে এমারজেন্সি ক্যাশ হিসেবে বিতরণ করছে ৷ এরকম কোনও মেসেজ এসে থাকলে সাবধান হয়ে যান ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকম একটি মেসেজ দ্রুত গতিতে ভাইরাল হয়েছে ৷ PIB Fact Check ভিডিও-র সত্যতা যাচাই করার পর আসল সত্যিটা সামনে এসেছে ৷
PIB Fact Check এর তরফে ভিডিওটি সম্পূর্ণ ফেক বলে ঘোষণা করা হয়েছে ৷ পিআইবি-র তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, অর্থ মন্ত্রকের তরফে এরকম কোনও যোজনা চালানো হচ্ছে না ৷
ট্যুইটে পিআইবি-র তরফে জানানো হয়েছে, একটি হোয়াসটঅ্যাপ মেসেজে দাবি করা হয়েছে দেশের অর্থ মন্ত্রক এমারজেন্সি ক্যাশ বিতরণ করছে সকলের মধ্যে ৷ এমারজেন্সি ক্যাশ হিসেবে প্রত্যেককে ৬ মাসের জন্য প্রতি মাসে ১.৩০ লক্ষ টাকা করে দেওয়া হবে ৷
advertisement
advertisement
advertisement
#PIBFactCheck এই দাবিকে সম্পূর্ণ ফেক বলে ঘোষণা করা হয়েছে ৷ পাশাপাশি দেশের নাগরিকদের কোনওরকম যোজনার উপর বিশ্বাস করার আগে সেটি ভাল করে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ সরকারের তরফে সমস্ত যোজনার তথ্য প্রথমে মন্ত্রকের তরফে জারি করা হয়ে থাকে ৷ তাই যে কোনও যোজনার ক্ষেত্রে আবেদন করার আগে নির্ধারিত মন্ত্রকের ওয়েবসাইট, পিআইবি বা অন্যান্য ভরসা যোগ্য মাধ্যমে যাচাই করা অত্যন্ত জরুরি ৷ না হলে হতে পারে বড় টাকার লোকসান ৷
advertisement
করোনা মহামারির জেরে দেশজুড়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে মাঝে মধ্যেই বিভিন্ন ফেক খবর ভাইরাল হতে দেখা যাচ্ছে ৷ করোনাকালে এরকম ফেক খবর ছড়িয়ে পড়া থেকে আটকাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আপনাকেও প্রতি মাসে ১.৩০ লক্ষ টাকা দেবে অর্থ মন্ত্রক ? জেনে নিন সত্যিটা....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement