‘ফেসবুক, Silver Lake–এর সঙ্গে বাণিজ্যিক চুক্তি রিলায়েন্সের বড় পরিকল্পনার অংশ’: Edelweiss
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
ইরানি জানিয়েছেন, তাঁর মনে হয় এই পরিকল্পনা অত্যন্ত সুচিন্তা করেই নেওয়া হয়েছে, এবং সঠিক ভাবে প্রয়োগ করা হয়েছে।
#মুম্বই: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড খুব পরিকল্পনা মাফিক ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে। শুধু নিজের বাণিজ্যিক স্বার্থেই নয়, ব্যালেন্স শিট শক্তিশালী করার কাজেও সমান তৎপর রিলায়েন্স। এমনই মত প্রকাশ করলেন Edelweiss Financial Services Ltd-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জল ইরানি।
CNBC-TV18–কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রিলায়েন্সের এই ধরনের পদক্ষেপের ফলে স্বাভাবিক নিয়মে তাদের ঋণের পরিমাণ কমে আসছে।
এদিন একটি বিবৃতিতে ঘোষণা করা হয়, ফেসবুকের পর আরও এক মার্কিন সংস্থা বিশাল অঙ্কের বিনিয়োগ করছে জিও টেলিকমে ৷ মার্কিন বেসরকারি ইক্যুইটি ফার্ম Silver Lake জিও প্ল্যাটফর্মগুলিতে ৫,৬৫৫.৭৫ কোটি টাকা বিনিয়োগ করছে৷ স্বাভাবিক কারণে এটি একটি সংস্থার কাছে এক বড় সাফল্য বলে মনে করছেন অনেকেই৷
advertisement
advertisement
তিনি জানিয়েছে, ‘রিলায়েন্স তাদের মূল ব্যবসা, জিও প্ল্যাটফর্মে স্ট্র্যাটেজিক পার্টনারদের যুক্ত করছে। সৌদি আরবের আরমকোর সঙ্গেও কথা চলছে। তাই বলা চলে, এটি একটি বড় পরিকল্পনার সামান্য অংশ মাত্র। এভাবে স্ট্র্যাটেজিক পার্টনারদের সঙ্গী করে নিয়ে ক্রমে ঋণের বোঝা কমিয়ে আনা ও সংস্থার মূল্য বৃদ্ধি করার কাজ তাঁরা করে যাবেন। এই কঠিন সময়ে সত্যিই বাণিজ্যের স্বাস্থ্য উন্নতির কাজ তাঁরা করছেন, এবং শক্তিশালী সংস্থা হিসাবে উঠে আসছেন।’
advertisement
ইরানি জানিয়েছেন, তাঁর মনে হয় এই পরিকল্পনা অত্যন্ত সুচিন্তা করেই নেওয়া হয়েছে, এবং সঠিক ভাবে প্রয়োগ করা হয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2020 11:09 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
‘ফেসবুক, Silver Lake–এর সঙ্গে বাণিজ্যিক চুক্তি রিলায়েন্সের বড় পরিকল্পনার অংশ’: Edelweiss