Facebook Lay Off: ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল ফেসবুক, চাকরি গেল ১০ হাজার জনের

Last Updated:

Facebook Lay Off: বিশ্ব জুড়ে আর্থিক মন্দার প্রভাব। যার করাল গ্রাস থেকে রক্ষা পাচ্ছে না ফেসবুক ও তার মূল সংস্থা মেটা। মন্দার কারণে ফের একবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল মেটা। এবার বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে চাকরি হারাল আরও ১০ হাজার জন।

মার্ক জুকারবার্গ
মার্ক জুকারবার্গ
ক্যালিফোর্নিয়া: বিশ্ব জুড়ে আর্থিক মন্দার প্রভাব। যার করাল গ্রাস থেকে রক্ষা পাচ্ছে না ফেসবুক ও তার মূল সংস্থা মেটা। মন্দার কারণে ফের একবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল মেটা। এবার বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে চাকরি হারাল আরও ১০ হাজার জন। যা মোট কর্মীসংখ্যার প্রায় ১০ শতাংশেরও বেশি। এই কথা জানিয়েছে মার্ক জুকারবার্গ। তবে এই প্রথম নয়। এর আগে ২০২২ সালের নভম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল ফেসবুক।
গত নভেম্বরের পর চার মাস যেতে না যেতেই ফের ছাঁটাই করল ফেসবুক। গত বছর যে ছাঁটাই হয়েছিল তা ফেসবুকের জন্মলগ্ন ২০০৪ সাল থেকে ১৮ বছরের ইতিহাসে সর্বাধিক ছাঁটাই প্রক্রিয়া ছিল। মাস কয়েকের মধ্যে যে ফের ছাঁটাইয়ের পথে হাঁটবে কোম্পানি তা অনেকেই কল্পনা করতে পারেনি। শুধু ১০ হাজার কর্মী ছাঁটাই হচ্ছে তা নয়, মেটার তরফে জানানো হয়েছে এর আগে যে ৫ হাজার যে শূন্যপদ রয়েছে তাও বাতিল করা হচ্ছে, অর্থাৎ সেই সকল পতে আর নিয়োগ হবে না।
advertisement
advertisement
এত বড় ঘোষণার পর মার্ক জুকারবার্গ বলেছেন, 'আমরা আমাদের দলের সংখ্যা ১০ হাজার কমাতে চলেছি। এ ছাড়াও এখনও পর্যন্ত নিয়োগ হয়নি এমন ৫ হাজার পদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে।'' প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলির উপর গভীর সঙ্কটের কারণেই মেটাতে ছাঁটাই থামছে না। তার ওপরে চিন্তা বাড়িয়েছে মেটার খারাপ ফলাফল। রিপোর্ট বলছে, মেটার বিজ্ঞাপন বাবদ আয়ও কমেছে। তবে এই ছাঁটাইয়ের পর মেটার স্টক লাফিয়ে বেড়েছে। ঘন ঘন এই ছাঁটাই পুনর্গঠনের পরিকল্পনার সঙ্গে যুক্ত বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Facebook Lay Off: ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল ফেসবুক, চাকরি গেল ১০ হাজার জনের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement