২১হাজারের কম বেতনভুক্ত কর্মীদের জন্য বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার

Last Updated:

ইএসআইসি স্কিমের নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এতে উপকৃত হবেন প্রায় ৪১ লক্ষ শিল্প শ্রমিক। প্রস্তাবটি ইএসআইসি বোর্ড অনুমোদন করেছে। তবে মন্ত্রক থেকে এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি আসেনি।

#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার (ESIC) ইএসআইসি প্রকল্পের মাধ্যমে ৪১ লক্ষ শিল্প শ্রমিককে সুবিধা দেওয়ার জন্য সরকারি নিয়ম শিথিল করা হয়েছে। এই নিয়ম চাকরিপ্রার্থীদের জন্য ২৪ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য হবে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ারের (Santosh Gangwar) নেতৃত্বে এম্পলয়ি স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন (ESIC) বোর্ড এই প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় ৪১ লক্ষ শ্রমিক আর্থিকভাবে উপকৃত হবেন। ESIC শ্রম মন্ত্রকের অধীনে একটি সামাজিক সুরক্ষা প্রতিষ্ঠান।
ইসিআইসি বোর্ডের অমরজিৎ কৌর জানিয়েছেন যে, এর আওতায় ইএসআইসির আওতাভুক্ত শ্রমিকরা তাঁদের বেতনের ৫০% নগদ বেকার ভাতা (ইএসআইসি স্কিম) হিসেবে পেতে পারেন। তিনি বলেছিলেন যে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে৷ করোনা পরিস্থিতিতে যখন আর্থিকভাবে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে, বহু মানুষ কাজও হারাচ্ছেন তখন এই প্রকল্পে বহু শ্রমিক উপকৃত হবেন। সেক্ষেত্রে তিন মাসের বেতনের ৫০ শতাংশ টাকা তাঁরা পেতে পারেন বেকারভাতা হিসেবে৷ তবে তিনি আরও বলেছিলেন যে এই প্রকল্পের নিয়মে যদি আরও কিছুটা ছাড় মিলত তাহলে এটি সরাসরি প্রায় ৫ লক্ষ শ্রমিককে আর্থিকভাবে সাহায্য করতে পারত।
advertisement
শিল্পকর্মীরা যাঁরা প্রতি মাসে ২১হাজার বা তার চেয়ে কম বেতন পান তাঁদের ESIC প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। এই ধরনের কর্মচারীদের প্রতি মাসের বেতনের একটি অংশ কেটে নেওয়া হয়, যা ইএসআইসির মেডিক্যাল বেনিফিট হিসাবে জমা হয়। শ্রমিকদের বেতন থেকে প্রতি মাসে ০.৭৫ শতাংশ এবং নিয়োগকারীর কাছ থেকে প্রতি মাসে ৩.২৫ শতাংশ ইএসআইসি জমা হয়।
advertisement
advertisement
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এখন নতুন নিয়মে শ্রমিকরা নিজেদের টাকার শতাংশ সরাসরি ইএসআইসি-এর শাখা অফিস থেকে তুলে নিতে পারবেন এবং সেটি শাখা অফিস থেকেই নিয়োগকর্তার থেকে যাচাই করা হবে। এর পরে, সব খতিয়ে দেখে সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।
কাজ ছেড়ে দেওয়ার ৩০ দিনের মধ্যে এই টাকা দাবি করা যেতে পারে৷ যদিও আগে ৯০ দিনের সময়সীমা ছিল এই কাজের জন্য। এর জন্য প্রয়োজন কর্মীদের ১২ ডিজিটের আধার নম্বর। এটি 'অটল বিমা ব্যক্তি কল্যাণ প্রকল্প' এর আওতায় করা হবে। এই প্রকল্পটি ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার চালু করেছিল, যেখানে জানানো হয়েছিল যে, ২৫ শতাংশ বেকার এর সুবিধা পেতে পারেন। যদিও সেই সময়ে এর কিছু প্রযুক্তিগত ত্রুটি ছিল। তবে এখনও নতুন নিয়ম কার্যকার করার ব্যাপারে শ্রম মন্ত্রকের থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি আসেনি।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
২১হাজারের কম বেতনভুক্ত কর্মীদের জন্য বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement