খালে পড়ে প্রাণপণ বাঁচার চেষ্টা হাতির, তারপর যা হল! দেখুন সেই ভাইরাল ভিডিও
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
বন বিভাগের কর্মকর্তাদের তৎপরতায় শেষ পর্যন্ত হাতিটিকে জেসিবি (JCB) লোডারের সাহায্য নিয়ে কাদা-জল থেকে বের করে আনা হয়।
#বেঙ্গালুরু: কর্ণাটকের বান্দিপুর টাইগার রিজার্ভে কাদা-জলে পড়ে যায় একটি হাতি। মাঝবয়সী হাতিটি বহু চেষ্টার পরেও ওই কাদা-জল থেকে উঠে আসতে পারছিল না। এতই মাটি নরম ছিল যে কোনও ভাবেই নিজের প্রচেষ্টায় নিজেকে রক্ষা করতে সক্ষম ছিলনা হাতিটি। এরপর হাতিটিকে উদ্ধারের জন্য বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। ওই কর্মকর্তাদের তৎপরতায় শেষ পর্যন্ত হাতিটিকে জেসিবি (JCB) লোডারের সাহায্য নিয়ে কাদা-জল থেকে বের করে আনা হয়। এই উদ্ধারের ঘটনাটির একটি ভিডিও বানানো হয়। যা নেট দুনিয়ায় শেয়ারের পরই ভাইরাল হয়ে যায়।
৪৫ সেকেন্ডের এই ভিডিওটি বান্দিপুর টাইগার রিজার্ভের (Bandipur Tiger Reserve) অফিসিয়াল Twitter হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে। কাদায় পড়া হাতিটি মহিলা হাতি ছিল বলে জানা গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, হাতিটি কাদামাটি থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না। কারণ, হাতিটি চারটি পায়ে ভর দিয়ে দাঁড়াতেই পারছিল না। পুরো বিষয়টি পর্যালোচনা করে, বন দফতরের আধিকারিকরা একটি মাটি খননকারী শক্তিশালী জেসিবি মেশিন ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। শেষমেষ জেসিবির সাহায্যে হাতিটিকে উদ্ধার করা সম্ভব হয়।
advertisement
advertisement
ভিডিওটি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস-এর (Indian Forest Service) আধিকারিক রমেশ পান্ডেও(Ramesh Pandey) শেয়ার করেছেন, যিনি ক্যাপশনে লিখেছেন, "কখনও কখনও কাদা-জলের মাঠে হেভিওয়েট হাতির নেওয়া ভুল পজিশন হাতিটিকে অসহায় করে তুলতে পারে।" এছাড়াও তিনি, নিরীহ প্রাণীটিকে সময়মতো সহায়তা প্রদান করার জন্য বান্দিপুর টাইগার রিজার্ভের বন দলকে অভিনন্দন জানিয়েছেন। কারণ হাতিটি ক্লান্ত হয়ে পড়েছিল। তড়িঘড়ি সাহায্য না পেলে খারাপ কিছু ঘটার সম্ভাবনা ছিল।
advertisement
ভিডিও ক্লিপটি এখনও পর্যন্ত প্রায় ৭৮,০০০ এর বেশি বার দেখা হয়েছে এবং Twitter-এ এই ভিডিওকে কেন্দ্র করে ইতিবাচক প্রতিক্রিয়াও লক্ষ্য করা গিয়েছে। কেউ কেউ উদ্ধারকারী দলের প্রশংসা করছেন, আবার কেউ কেউ নিরীহ প্রাণীটিকে সঙ্কটে পড়তে দেখে চিন্তিত হয়েছেন। একজন ব্যবহারকারী বন বিভাগের কর্মকর্তাদের আসার আগের ভিডিও শেয়ার করেন। যেখানে হাতিটিকে তাঁর নিজের বাঁচানোর জন্য লড়াই চালিয়ে যেতে দেখা গিয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2021 7:31 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
খালে পড়ে প্রাণপণ বাঁচার চেষ্টা হাতির, তারপর যা হল! দেখুন সেই ভাইরাল ভিডিও