জুনের প্রথম সপ্তাহে বেড়েছে বিদ্যুতের ব্যবহার!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
গত বছর পুরো জুন মাসে বিদ্যুতের ব্যবহার প্রায় ১১ শতাংশ কমে ১০৫.০৮ কোটি ইউনিট ছিল ৷
#নয়াদিল্লি: দেশে বিদ্যুতের ব্যবহার (electricity consumption) জুনের প্রথম সপ্তাহে ১২.৬ শতাংশ বেড়ে ২৫.৩৮ কোটি ইউনিটে পৌঁছে গিয়েছে ৷ বিদ্যুত মন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর জুনের প্রথম সপ্তাহে ২২.৫৩ কোটি ইউনিট বিদ্যুত ব্যবহার হয়েছিল ৷
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিদ্যুতের ব্যবহার এবং চাহিদার উন্নতি অত্যন্ত ধীর গতিতে হচ্ছে ৷ গত বছর পুরো জুন মাসে বিদ্যুতের ব্যবহার প্রায় ১১ শতাংশ কমে ১০৫.০৮ কোটি ইউনিট ছিল ৷ জুন ২০১৯ এ যা ছিল ১১৯,৯৮ কোটি ইউনিট ৷
কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ের জেরে একাধিক রাজ্যে লকডাউন জারি হওয়ার কারণে মে মাসের প্রথম দিকে বিদ্যুত ২৬.২৪ কোটি ইউনিট ব্যবহার হয়েছিল ৷ দেখা গিয়েছে, মে মাসের প্রথম দিকের তুলনায় জুনের প্রথম সপ্তাহে বিদ্যুৎ ব্যবহরা ৩.৩৫ শতাংশ কমে গিয়েছে ৷
advertisement
advertisement
জুনের প্রথম সপ্তাহে বিদ্যুতের গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেড়ে ১৬৮.৭২ গিগাওয়াট ছিল ৷ গত বছর ৬ জুন ছিল যা ছিল ১৪৬.৫৩ গিগাওয়াট ৷ ২০১৯ সালে জুন মাসে অবশ্য এই সংখ্যাটা ছিল ১৮১.৫২ গিগাওয়াট ৷
লকডাউনে অফিস-কাছারি বন্ধ, শিল্পাঞ্চলগুলোতেও আটকে আছে কাজ। স্বাভাবিক ভাবে কমছে বিদ্যুৎ ব্যবহারের তাগিদও। কার্যত সেই কারণেই গত মাসে বিদ্যুৎ ব্যবহারে ঘাটতি হয়েছে অনেকটা। তবে আনলক প্রক্রিয়া জারি হতেই পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 09, 2021 10:46 AM IST