আয় করার দারুণ সুযোগ, ২৩ জুন ২৯০ টাকা ইনভেস্ট করে হয়ে যেতে পারেন লক্ষপতি!

Last Updated:

এই দিন কম টাকা ইনভেস্ট করে বেশি টাকা আয় করতে পারবেন ৷

#নয়াদিল্লি: শেয়ার মার্কেটে (Share Market) টাকা ইনভেস্ট করতে ইচ্ছুক হলে আপনার কাছে রয়েছে দারুন সুযোগ মোটা টাকা আয় করার ৷ এই সুযোগ আপনি ২৩ জুন বুধবার পেয়ে যাবেন ৷ এই দিন কম টাকা ইনভেস্ট করে বেশি টাকা আয় করতে পারবেন ৷ এবার এগ্রি কেমিক্যাল সংস্থা ইন্ডিয়া পেস্টিসাইডস (India Pesticides) এর IPO ২৩ জুন সাবস্ক্রিপশনের জন্য খুলে যাবে ৷
India Pesticides IPO -তে ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত টাকা ইনভেস্ট করতে পারবেন ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যাঙ্কর বিনিয়োগকারীরা ২২ জুন শেয়ারের জন্য বিড করতে পারবেন ৷ ইন্ডিয়া পেস্টিসাইডস IPO-এর প্রাইস ব্যান্ড ২৯০-২৯৬ টাকা প্রতি শেয়ার ঠিক করা হয়েছে ৷ সংস্থার শেয়ার বিএসই (BSE) ও এনএসই(NSE) দুই জায়গায় লিস্ট থাকবে ৷
advertisement
ইন্ডিয়া পেস্টিসাইডসের আইপিও ৮০০ কোটি টাকার হবে ৷ অর্থাৎ আইপিও-এর মাধ্যমে সংস্থা মার্কেট থেকে ৮০০ কোটি টাকা তুলবে ৷ সংস্থা ১০০ কোটি টাকার ফ্রেশ ইস্যু জারি করবে ৷ পাশাপাশি শেয়ারহোল্ডারদের ৪১৮.৬ কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে ৷
advertisement
India Pesticides একটি এগ্রিকেমিক্যাল ম্যানুফ্যাকচারার ৷ রিসার্চ ও ডেভেল্পমেন্টের উপর ফোকাসড এগ্রিকেমিক্যাল টেকনিক্যাল সংস্থা ৷ এই সংস্থা হার্বিসাইডস, ইনসেক্টিসাইডস ও ফাঙ্গিসাইড সেগমেন্টে ফর্মুলেশনেরও ব্যবসা করে থাকে ৷ সম্প্রতি সংস্থা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (APIs) তৈরি করছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আয় করার দারুণ সুযোগ, ২৩ জুন ২৯০ টাকা ইনভেস্ট করে হয়ে যেতে পারেন লক্ষপতি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement