আয় করার দারুণ সুযোগ, ২৩ জুন ২৯০ টাকা ইনভেস্ট করে হয়ে যেতে পারেন লক্ষপতি!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এই দিন কম টাকা ইনভেস্ট করে বেশি টাকা আয় করতে পারবেন ৷
#নয়াদিল্লি: শেয়ার মার্কেটে (Share Market) টাকা ইনভেস্ট করতে ইচ্ছুক হলে আপনার কাছে রয়েছে দারুন সুযোগ মোটা টাকা আয় করার ৷ এই সুযোগ আপনি ২৩ জুন বুধবার পেয়ে যাবেন ৷ এই দিন কম টাকা ইনভেস্ট করে বেশি টাকা আয় করতে পারবেন ৷ এবার এগ্রি কেমিক্যাল সংস্থা ইন্ডিয়া পেস্টিসাইডস (India Pesticides) এর IPO ২৩ জুন সাবস্ক্রিপশনের জন্য খুলে যাবে ৷
India Pesticides IPO -তে ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত টাকা ইনভেস্ট করতে পারবেন ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যাঙ্কর বিনিয়োগকারীরা ২২ জুন শেয়ারের জন্য বিড করতে পারবেন ৷ ইন্ডিয়া পেস্টিসাইডস IPO-এর প্রাইস ব্যান্ড ২৯০-২৯৬ টাকা প্রতি শেয়ার ঠিক করা হয়েছে ৷ সংস্থার শেয়ার বিএসই (BSE) ও এনএসই(NSE) দুই জায়গায় লিস্ট থাকবে ৷
advertisement
ইন্ডিয়া পেস্টিসাইডসের আইপিও ৮০০ কোটি টাকার হবে ৷ অর্থাৎ আইপিও-এর মাধ্যমে সংস্থা মার্কেট থেকে ৮০০ কোটি টাকা তুলবে ৷ সংস্থা ১০০ কোটি টাকার ফ্রেশ ইস্যু জারি করবে ৷ পাশাপাশি শেয়ারহোল্ডারদের ৪১৮.৬ কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে ৷
advertisement
India Pesticides একটি এগ্রিকেমিক্যাল ম্যানুফ্যাকচারার ৷ রিসার্চ ও ডেভেল্পমেন্টের উপর ফোকাসড এগ্রিকেমিক্যাল টেকনিক্যাল সংস্থা ৷ এই সংস্থা হার্বিসাইডস, ইনসেক্টিসাইডস ও ফাঙ্গিসাইড সেগমেন্টে ফর্মুলেশনেরও ব্যবসা করে থাকে ৷ সম্প্রতি সংস্থা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (APIs) তৈরি করছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2021 8:34 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আয় করার দারুণ সুযোগ, ২৩ জুন ২৯০ টাকা ইনভেস্ট করে হয়ে যেতে পারেন লক্ষপতি!