৮২৮ ও ৮৮০ টাকা দিয়ে আপনিও হয়ে যাবেন লক্ষপতি ! জেনে নিন কীভাবে

Last Updated:

সংস্থার উদ্দেশ্য হচ্ছে আইপিও থেকে ১৫৪৬.৬২ কোটি টাকা জোগার করা ৷

#নয়াদিল্লি: কম সময়ে মোটা টাকা আয় করার দারুণ সুযোগ রয়েছে আপনার কাছেও ৷ শেয়ার মার্কেটের আইপিও-র মাধ্যমে টাকা লাগিয়ে বিপুল টাকা আয় করতে পারবেন ৷ স্পেশ্যালিটি কেমিকেল তৈরি করার সঙ্গে যুক্ত সংস্থা ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজির (Clean Science and Technology) IPO আসতে চলেছে ৷ ইনভেস্টমেন্টের জন্য Clean Science IPO বুধবার অর্থাৎ ৭ জুলাই খোলা হবে ৷ বর্তমানে GR Infraprojects এর ইস্যুও আসছে ৷ GR Infraprojects IPO সাবস্ক্রিপশনের জন্য ৯ জুলাই পর্যন্ত খোলা থাকবে ৷ সংস্থার লিস্টিং BSE ও NSE-তে ১৯ জুলাই হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এর শেয়ার ৮২৮ ও ৮৩৭ টাকায় পাওয়া যাবে ৷
আইপিও-র ইস্যু প্রাইস-
Clean Science-এর ইস্যু প্রাইস ৮৮০- ৮৯০ টাকা প্রতি শেয়ার ঠিক করা হয়েছে ৷ সংস্থার উদ্দেশ্য হচ্ছে আইপিও থেকে ১৫৪৬.৬২ কোটি টাকা জোগার করা ৷ সংস্থার ইস্যু সম্পূর্ণ ভাবে অফার ফর সেল হবে ৷
এর মধ্যে সংস্থার একাধিক প্রোমোটার তাঁদের অংশ বিক্রি করতে চলেছেন ৷ আইপিও থেকে পাওয়া টাকায় সংস্থার অংশ থাকবে না ৷ এই পুরো টাকা সেই প্রোমোটাররা পাবেন যাঁরা নিজেদের অংশীদারিত্ব বিক্রি করছেন ৷
advertisement
advertisement
এই ইস্যুর ৫০ শতাংশ অংশ কোয়ালিফায়েড ইনস্টিটিউশন বায়ার্সের জন্য রিজার্ভ থাকবে ৷ রিটেল ইনভেস্টার্দের জন্য ৩৫ শতাংশ ও নন ইনস্টিটিউশনাল বার্য়াসদের জন্য ১৫ শতাংশ রিজার্ভ রয়েছে ৷
পুণের এই সংস্থার মোট আয় ডিসেম্বর ২০২০-তে শেষ হওয়া ত্রৈমাসিকে ৩৯৮.৪৬ কোটি টাকা ছিল ৷ এক বছর আগে সংস্থার মোট আয় ছিল ৩২২.৮৬ কোটি টাকা ৷ ডিসেম্বর ত্রৈমাসিকে সংস্থার নেট প্রফিট ছিল ১৪৫.২৭ কোটি টাকা ৷ ভারত-সহ চিন, ইউরোপ, আমেরিকা, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান ও একাধিক দেশে এই সংস্থার গ্রাহক রয়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৮২৮ ও ৮৮০ টাকা দিয়ে আপনিও হয়ে যাবেন লক্ষপতি ! জেনে নিন কীভাবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement