৮২৮ ও ৮৮০ টাকা দিয়ে আপনিও হয়ে যাবেন লক্ষপতি ! জেনে নিন কীভাবে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সংস্থার উদ্দেশ্য হচ্ছে আইপিও থেকে ১৫৪৬.৬২ কোটি টাকা জোগার করা ৷
#নয়াদিল্লি: কম সময়ে মোটা টাকা আয় করার দারুণ সুযোগ রয়েছে আপনার কাছেও ৷ শেয়ার মার্কেটের আইপিও-র মাধ্যমে টাকা লাগিয়ে বিপুল টাকা আয় করতে পারবেন ৷ স্পেশ্যালিটি কেমিকেল তৈরি করার সঙ্গে যুক্ত সংস্থা ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজির (Clean Science and Technology) IPO আসতে চলেছে ৷ ইনভেস্টমেন্টের জন্য Clean Science IPO বুধবার অর্থাৎ ৭ জুলাই খোলা হবে ৷ বর্তমানে GR Infraprojects এর ইস্যুও আসছে ৷ GR Infraprojects IPO সাবস্ক্রিপশনের জন্য ৯ জুলাই পর্যন্ত খোলা থাকবে ৷ সংস্থার লিস্টিং BSE ও NSE-তে ১৯ জুলাই হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এর শেয়ার ৮২৮ ও ৮৩৭ টাকায় পাওয়া যাবে ৷
আইপিও-র ইস্যু প্রাইস-
Clean Science-এর ইস্যু প্রাইস ৮৮০- ৮৯০ টাকা প্রতি শেয়ার ঠিক করা হয়েছে ৷ সংস্থার উদ্দেশ্য হচ্ছে আইপিও থেকে ১৫৪৬.৬২ কোটি টাকা জোগার করা ৷ সংস্থার ইস্যু সম্পূর্ণ ভাবে অফার ফর সেল হবে ৷
এর মধ্যে সংস্থার একাধিক প্রোমোটার তাঁদের অংশ বিক্রি করতে চলেছেন ৷ আইপিও থেকে পাওয়া টাকায় সংস্থার অংশ থাকবে না ৷ এই পুরো টাকা সেই প্রোমোটাররা পাবেন যাঁরা নিজেদের অংশীদারিত্ব বিক্রি করছেন ৷
advertisement
advertisement
এই ইস্যুর ৫০ শতাংশ অংশ কোয়ালিফায়েড ইনস্টিটিউশন বায়ার্সের জন্য রিজার্ভ থাকবে ৷ রিটেল ইনভেস্টার্দের জন্য ৩৫ শতাংশ ও নন ইনস্টিটিউশনাল বার্য়াসদের জন্য ১৫ শতাংশ রিজার্ভ রয়েছে ৷
পুণের এই সংস্থার মোট আয় ডিসেম্বর ২০২০-তে শেষ হওয়া ত্রৈমাসিকে ৩৯৮.৪৬ কোটি টাকা ছিল ৷ এক বছর আগে সংস্থার মোট আয় ছিল ৩২২.৮৬ কোটি টাকা ৷ ডিসেম্বর ত্রৈমাসিকে সংস্থার নেট প্রফিট ছিল ১৪৫.২৭ কোটি টাকা ৷ ভারত-সহ চিন, ইউরোপ, আমেরিকা, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান ও একাধিক দেশে এই সংস্থার গ্রাহক রয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 03, 2021 9:15 AM IST