এখানে সস্তায় মিলছে বাড়ি ও জমি, দেখে নিন কী করতে হবে....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এখানে আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি ই-নিলামি করা হবে ৷
#নয়াদিল্লি: এবার আপনার স্বপ্ন পূরণ করতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা ৷ সস্তায় বাড়ি কেনার পরিকল্পনা রয়েছে যাঁদের তাঁদের জন্য একটি বিশেষ অফার নিয়ে হাজির BOB ৷ প্রপার্টি নিলামি করতে চলেছে BOB ৷ এই অকশন আজ অর্থাৎ ২৮ জুলাই থেকে শুরু হচ্ছে ৷ যে সমস্ত প্রপার্টি ডিফল্ট লিস্টে রয়েছে সেগুলি নিলাম করা হবে ৷ IBAPI (Indian Banks Auctions Mortgaged Properties Information) এর তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷
ব্যাঙ্ক অফ বরোদার তরফে রেসিডেনশিয়াল, কর্মাশিয়াল, ইন্ডাস্ট্রিয়াল ও এগ্রিকালচার প্রপার্টি সামিল রয়েছে ৷ যে সমস্ত প্রপার্টির মালিকরা তাঁদের লোন শোধ করতে পারেননি তাঁদের জমি বা বাড়ি ব্যাঙ্ক বাজেয়াপ্ত করে নেয় ৷ ব্যাঙ্কের তরফে সময় সময়ে এই ধরনের প্রপার্টির নিলামি করা হয়ে থাকে ৷ এই প্রপার্টি বিক্রি করে ব্যাঙ্কে তাদের বকেয়া টাকা তুলে নেয় ৷
advertisement
Participate in the Mega e-auction to be held on 28th July 2021 and fulfill your dream of owning immovable properties from across India. All this much and more with #BankofBaroda. Visit https://t.co/ejge3HE0ms pic.twitter.com/VEyG8x2Mph
— Bank of Baroda (@bankofbaroda) July 27, 2021
advertisement
advertisement
ব্যাঙ্ক অফ বরোদার তরফে ট্যুইট করে এই বিষয়ে জানানো হয়েছে ৷ ট্যুইটে বলা হয়েছে, ২৮ জুলাই ২০২১ অর্থাৎ আজ থেকে ই-নিলামি শুরু করা হবে ৷ এখানে আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি ই-নিলামি করা হবে ৷ এখানে উচিৎ মূল্যে প্রপার্টি কিনতে পারবেন আপনিও ৷
ব্যাঙ্ক অফ বরোদা-র মেগা ই-অকশনের জন্য ইচ্ছুক বিডারকে e Bkray পোর্টালে https://ibapi.in/ রেজিস্ট্রেশন করাতে হবে ৷ এখানে বিডাররা রেজিস্ট্রেশনে ক্লিক করার পর মোবাইল নম্বর ও ইমেল আইডি-র মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷ বিডারদের জরুরি কেওয়াইসি আপলোড করতে হবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 29, 2021 9:44 AM IST