এখানে সস্তায় মিলছে বাড়ি ও জমি, দেখে নিন কী করতে হবে....

Last Updated:

এখানে আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি ই-নিলামি করা হবে ৷

#নয়াদিল্লি: এবার আপনার স্বপ্ন পূরণ করতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা ৷ সস্তায় বাড়ি কেনার পরিকল্পনা রয়েছে যাঁদের তাঁদের জন্য একটি বিশেষ অফার নিয়ে হাজির BOB ৷ প্রপার্টি নিলামি করতে চলেছে BOB ৷ এই অকশন আজ অর্থাৎ ২৮ জুলাই থেকে শুরু হচ্ছে ৷ যে সমস্ত প্রপার্টি ডিফল্ট লিস্টে রয়েছে সেগুলি নিলাম করা হবে ৷ IBAPI (Indian Banks Auctions Mortgaged Properties Information) এর তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷
ব্যাঙ্ক অফ বরোদার তরফে রেসিডেনশিয়াল, কর্মাশিয়াল, ইন্ডাস্ট্রিয়াল ও এগ্রিকালচার প্রপার্টি সামিল রয়েছে ৷ যে সমস্ত প্রপার্টির মালিকরা তাঁদের লোন শোধ করতে পারেননি তাঁদের জমি বা বাড়ি ব্যাঙ্ক বাজেয়াপ্ত করে নেয় ৷ ব্যাঙ্কের তরফে সময় সময়ে এই ধরনের প্রপার্টির নিলামি করা হয়ে থাকে ৷ এই প্রপার্টি বিক্রি করে ব্যাঙ্কে তাদের বকেয়া টাকা তুলে নেয় ৷
advertisement
advertisement
advertisement
ব্যাঙ্ক অফ বরোদার তরফে ট্যুইট করে এই বিষয়ে জানানো হয়েছে ৷ ট্যুইটে বলা হয়েছে, ২৮ জুলাই ২০২১ অর্থাৎ আজ থেকে ই-নিলামি শুরু করা হবে ৷ এখানে আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি ই-নিলামি করা হবে ৷ এখানে উচিৎ মূল্যে প্রপার্টি কিনতে পারবেন আপনিও ৷
ব্যাঙ্ক অফ বরোদা-র মেগা ই-অকশনের জন্য ইচ্ছুক বিডারকে e Bkray পোর্টালে https://ibapi.in/ রেজিস্ট্রেশন করাতে হবে ৷ এখানে বিডাররা রেজিস্ট্রেশনে ক্লিক করার পর মোবাইল নম্বর ও ইমেল আইডি-র মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷ বিডারদের জরুরি কেওয়াইসি আপলোড করতে হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এখানে সস্তায় মিলছে বাড়ি ও জমি, দেখে নিন কী করতে হবে....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement