#কলকাতা: দেশের বড় ডিটুএইচ পরিষেবা প্রদানকারী সংস্থাদের মধ্যে অন্যতম ডিশ টিভি (Dish Tv) গ্রাহকদের জন্য দারুণ এক অফার নিয়ে এসেছে৷ যার মাধ্যমে কোম্পানি নিজের গ্রাহকদের এক মাসের জন্য ফ্রি তে ডিশ টিভি দেখার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে৷ ডিশ টিভি নিজের গ্রাহকদের জন্য HD এবং SD চ্যানেলের জন্য আলাদা আলাদা রিচার্জ প্ল্যান রেখেছে৷ ডিশ টিভি এক মাসের জন্য ফ্রি অফার নিজেদের লঞ্চের সময় দেয়৷ যার জন্য কোনও অতিরিক্ত শুল্ক দিতে হয় না৷ যে গ্রাহকরা দীর্ঘ সময়ের জন্য ডিশ টিভি নিচ্ছেন তাদের এই অফার দেওয়া হচ্ছে৷
ডিশ টিভির লং টার্ম প্ল্যানে ৩,৬, ১২ মাস বা তারও বেশি সময়ের জন্য বিভিন্ন রকম প্ল্যান রয়েছে৷ কী করে গ্রাহকরা এই সুবিধা পাবেন তা জেনে নিন৷ একবারে যদি ৩ মাসের জন্য রিচার্জ করেন তাহলে গ্রাহকরা ৭ দিনের জন্য ফ্রি কেবল টিভি পরিষেবা পাবেন৷ ৬ মাসের জন্য রিচার্জ করান তাহলে ১৫ দিনের ফ্রি টিভি দেখতে পাবেন৷ আর যদি কেউ একবারে এক বছরের জন্য রিচার্জ করান তিনি ১২ মাসের বদলে ১৩ মাসের কেবল টিভি পরিষেবা পাবেন৷ অর্থাৎ পুরো এক মাস ফ্রি-তে টিভি দেখতে পাবেন গ্রাহকরা৷
কেউ যদি এক বছরের রিচার্জ একবারে করেন তাহলে তাদের বিনামূল্যে ডিশ বক্স বদলানোরও অফার দেওয়া হবে৷
টেকনোলজি উন্নতির সঙ্গে সঙ্গে টিভি রিচার্জের ক্ষেত্রে একাধিক অপশন দেয় ডিশ টিভি৷ ওয়েবসাইটে গিয়ে কুইক রিচার্জ অপশনে ক্লিক করতে হবে৷ সেখানে টিভির ভিশি নম্বর যা আরএমবি দিয়ে হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cable TV