এক মাস পুরো ফ্রি তে দেখুন কেবল টিভি, দেখে নিন কীভাবে করাবেন রিচার্জ

Last Updated:

এই অফার পাওয়া যাচ্ছে এইভাবে...

dth service provider dish tv offers one month free subscription to users know how to recharge cable for free
dth service provider dish tv offers one month free subscription to users know how to recharge cable for free
#কলকাতা: দেশের বড় ডিটুএইচ পরিষেবা প্রদানকারী সংস্থাদের মধ্যে অন্যতম ডিশ টিভি (Dish Tv) গ্রাহকদের জন্য দারুণ এক অফার নিয়ে এসেছে৷  যার মাধ্যমে কোম্পানি নিজের গ্রাহকদের এক মাসের জন্য ফ্রি তে ডিশ টিভি দেখার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে৷ ডিশ টিভি নিজের গ্রাহকদের জন্য HD এবং  SD চ্যানেলের জন্য আলাদা আলাদা রিচার্জ প্ল্যান রেখেছে৷ ডিশ টিভি এক মাসের জন্য ফ্রি অফার নিজেদের লঞ্চের সময় দেয়৷ যার জন্য কোনও অতিরিক্ত শুল্ক দিতে হয় না৷ যে গ্রাহকরা দীর্ঘ সময়ের জন্য ডিশ টিভি নিচ্ছেন তাদের এই অফার দেওয়া হচ্ছে৷
ডিশ টিভির লং টার্ম প্ল্যানে ৩,৬, ১২ মাস বা তারও বেশি সময়ের জন্য বিভিন্ন রকম প্ল্যান রয়েছে৷ কী করে গ্রাহকরা এই সুবিধা পাবেন তা জেনে নিন৷ একবারে যদি ৩ মাসের জন্য রিচার্জ করেন তাহলে গ্রাহকরা ৭ দিনের জন্য ফ্রি কেবল টিভি পরিষেবা পাবেন৷ ৬ মাসের জন্য রিচার্জ করান তাহলে ১৫ দিনের ফ্রি টিভি দেখতে পাবেন৷ আর যদি কেউ একবারে এক বছরের জন্য রিচার্জ করান তিনি ১২ মাসের বদলে ১৩ মাসের কেবল টিভি পরিষেবা পাবেন৷ অর্থাৎ পুরো এক মাস ফ্রি-তে টিভি দেখতে পাবেন গ্রাহকরা৷
advertisement
কেউ যদি এক বছরের রিচার্জ একবারে করেন তাহলে তাদের বিনামূল্যে ডিশ বক্স বদলানোরও অফার দেওয়া হবে৷
advertisement
টেকনোলজি উন্নতির সঙ্গে সঙ্গে টিভি রিচার্জের ক্ষেত্রে একাধিক অপশন দেয় ডিশ টিভি৷ ওয়েবসাইটে গিয়ে কুইক রিচার্জ অপশনে ক্লিক করতে হবে৷ সেখানে টিভির ভিশি নম্বর যা আরএমবি দিয়ে হবে৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এক মাস পুরো ফ্রি তে দেখুন কেবল টিভি, দেখে নিন কীভাবে করাবেন রিচার্জ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement