Drumstick Cultivation: সজনে ডাঁটা ফলিয়ে মালামাল এখানকার চাষিরা

Last Updated:

Drumstick Cultivation: মুখোরোচক ও পুষ্টি গুনে ভরপুর সজনে ডাঁটা বর্তমানে ভিন জেলায় নিয়মিত পাড়ি দিচ্ছে। ব্যবসায়ীরা ১৫-২০ টাকা প্রতি কেজি সজনে ডাঁটা কিনে তা তা শহরে পাইকারি বিক্রি করছে

+
ভাল

ভাল ফলন! হিঙ্গলগঞ্জের সজনে পাড়ি দিচ্ছে ভিন জেলায়

উত্তর ২৪ পরগনা: সজনে গাছকে বলা হয় পুষ্টির সুপারফুড। পুষ্টি ও ওষুধি গুণাগুণের জন্য সজনে চাষে ঝুঁকছেন হিঙ্গলগঞ্জ, হাসনাবাদের বিভিন্ন গ্রামের কৃষকরা। মূলত সজনে ডাঁটার উচ্চ চাহিদার দিকে লক্ষ্য রেখে এই উদ্যোগ।
মাছ চাষের ভেড়ি, রাস্তার ধার সহ বাগানে সজনে গাছ রোপণ করেছেন উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার বহু মানুষ। এই বছর এলাকায় সজনের ফলনও হয়েছে যথেষ্ট পরিমাণে। ফলে কৃষকরা ভাল দামও পাচ্ছেন। ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে সজনে ডাঁটা কিনে নিয়ে তা বসিরহাট সহ কলকাতার বাজারে পাইকারি বিক্রি করছেন। স্থানীয় বাজারেও সজনের ব্যাপক চাহিদা রয়েছে।
advertisement
advertisement
মুখোরোচক ও পুষ্টি গুনে ভরপুর সজনে ডাঁটা বর্তমানে ভিন জেলায় নিয়মিত পাড়ি দিচ্ছে। ব্যবসায়ীরা ১৫-২০ টাকা প্রতি কেজি সজনে ডাঁটা কিনে তা তা শহরে পাইকারি বিক্রি করছে। খোলা বাজারে এই ডাঁটা ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গাছ থেকে সজনে ডাল সংগ্রহ করে কার্টিং পদ্ধতিতে রোপণ করা হয়। রাস্তার ধার, পুকুর, জলাশয় সহ যে কোন‌ও স্থানের মাটিতে ৩-৪ মিটার দূরত্বে কার্টিং রোপন করা যায়। রোপনের সময় গোবর সার এবং দ্রত শিকড় গজানোর জন্য সামান্য ফরফরাস সার ও ছাই ব্যবহার করা হয়। এতেই দুর্দান্তভাবে ডাল পালা মেলে বড় হয়ে ওঠে সজনে গাছ। আর তারপরই ফলতে শুরু করে ডাঁটা।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Drumstick Cultivation: সজনে ডাঁটা ফলিয়ে মালামাল এখানকার চাষিরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement