Dragon Fruit : এই ফল একবার জমিতে লাগালেই ৩০ বছর লাভই লাভ, নেই পরিচর্যার খরচও

Last Updated:

Dragon Fruit : এই ফল একবার জমিতে লাগালেই ৩০ বছর লাভই লাভ, পরিচর্যার খরচও এমন কিছু নয়। ঘরে বসেই পাবেন দারুণ লাভ।

একবার এই গাছের চাষ করলে প্রচুর লাভ হবে কৃষকদের৷
একবার এই গাছের চাষ করলে প্রচুর লাভ হবে কৃষকদের৷
শাহজাহানপুর: দারুন স্বাদ ও ঔষধের গুণের কারণে চাষিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ড্রাগন ফল। যদিও ড্রাগন ফলের চাষ দক্ষিণ মেক্সিকো, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা থেকে শুরু হয়েছিল তবে এই ফলটি ভারতেও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ড্রাগন ফলের চাষ করা কঠিন নয়, তবে এটি কৃষকদের জন্য এটি একটি লাভজনক চাষ । হর্টিকালচার বিভাগও ড্রাগন ফলের চাষ প্রচারেকাজ করছে। ড্রাগন ফল চাষ করতে কৃষকদের ৩ বছরের জন্য অনুদানও দেওয়া হচ্ছে। এই চাষে একবার অর্থ বিনিয়োগ করে, আপনি প্রায় ৩০ বছরের জন্য মুনাফা অর্জন করতে পারেন।
জেলা উদ্যান পালন আধিকারিক পুনীত কুমার পাঠক স্থানীয় 18 কে জানান, সাম্প্রতিক সময়ে ড্রাগন ফল চাষের প্রতি কৃষকদের অনেক আগ্রহ বাড়ছে। ড্রাগন ফলের চাষ প্রচারের কাজেও গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলায় এবার ড্রাগন ফল চাষের পরিধি আরও বৃদ্ধির জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে৷
advertisement
advertisement
পুনীত কুমার পাঠক জানিয়েছেন, ড্রাগন ফল চাষের জন্য কৃষকদের ৩ বছরের জন্য অনুদান দেওয়া হয়। প্রথম বছরে কৃষকদের কাছে ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় ও তৃতীয় বছরেও একই পরিমাণ অনুদান কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। এর সুবিধা পেতে কৃষকদের প্রথমে হর্টিকালচার বিভাগের সাথে যোগাযোগ করতে হবে। প্রকল্পের সুবিধা পেতে হর্টিকালচার বিভাগের ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় আবেদন করতে হবে। আবেদন করতে ব্যাঙ্কের পাসবুক, আধার কার্ড এবং দুটি ছবি লাগবে।
advertisement
পুনীত কুমার পাঠক স্থানীয় 18 কে বলেন যে ড্রাগন ফলের চাষ কৃষকদের জন্য খুব উপকারী হতে পারে, কারণ ড্রাগন ফলের গাছগুলি কোন রোগে আক্রান্ত হয় না। অর্থাৎ এই গাছের পরিচর্চায় সেই অর্থে কোনও খরচই নেই৷ তাছাড়া কোনও প্রাণীও এই গাছকে আক্রমণ করে না, কারণ কাঁটায় সারা গাছ ভর্তি থাকে৷ একবার ড্রাগন গাছ রোপণ করে ঠিকঠাকভাবে যত্ন নিলে, চাষিরা প্রায় ৩০ বছর ধরে এর লাভ পাবেন।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Dragon Fruit : এই ফল একবার জমিতে লাগালেই ৩০ বছর লাভই লাভ, নেই পরিচর্যার খরচও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement