IPO: আইপিও কিনবেন? এই ভুলগুলো করলেই সর্বনাশ! যা আপনাকে মাথায় রাখতেই হবে
- Published by:Suman Biswas
Last Updated:
IPO: আইপিও কিনতে গিয়ে এই ভুলগুলো করলেই সর্বনাশ, বিনিয়োগকারীদের যেগুলো মাথায় রাখতেই হবে!
#নয়াদিল্লি: ভারতে খুচরো বিনিয়োগকারীদের সংখ্যা দ্রুত বাড়ছে। এঁদের মধ্যে অধিকাংশই তরুণ। বাজারের পরিস্থিতি দেখে এটা বলাই যায় যে সময়টা তরুণ বিনিয়োগকারীদের জন্য রোমাঞ্চকর। নিত্যনতুন কোম্পানি আইপিও আনছে। তরুণ বিনিয়োগকারীরাও ঝাঁপিয়ে পড়ছেন। তবে আইপিও কেনার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। নাহলে আমও যাবে, সঙ্গে ছালাও!
গত বছর থেকেই করোনা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। নিজেদের সম্প্রসারণের জন্য এই সময়টাকেই বেছে নিয়েছে কোম্পানিগুলিও। তহবিল সংগ্রহের অভিপ্রায়ে বাজারে আইপিও আনছে তারা। তবে আইপিও-তে বিনিয়োগের আগে কী কী প্রাথমিক বিষয় মাথা রাখা জরুরি সেই সম্পর্কে বিশদে জানালেন অ্যাঞ্জেল ওয়ান লিমিটেডের সহকারী ভাইস প্রেসিডেন্ট অমরজিৎ মৌর্য।
কোম্পানির ব্যবসায়িক মডেল বুঝতে হবে: কোম্পানির ব্যবসায়িক মডেল বুঝতে হবে। তবেই আইপিও-র মূল্য সঠিক কি না আন্দাজ করা যাবে। কোনও স্পষ্ট ব্যবসায়িক মডেল না থাকলে সেই কোম্পানিতে বিনিয়োগ করতে নিষেধ করেছেন স্বয়ং ওয়ারেন বাফেট।
advertisement
advertisement
আরও পড়ুন: অ্যাক্রোপলিস মলের সামনে থেকে ব্যবসায়ীকে অপহরণ! রাতেই পুলিশের রুদ্ধশ্বাস অপারেশন, তারপর...
কোম্পানির নামে প্রতারণার শিকার যেন না হতে হয়: সম্প্রতি পেটিএম এবং জোম্যাটোর মতো সংস্থাগুলির পরিণতি সম্পর্কে কম-বেশি সব বিনিয়োগকারীই ওয়াকিবহাল। আইপিও আসার খবরে বিনিয়োগকারীদের উৎসাহ, উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু বাজারে আসার পর সেদিকে আর ঘুরেও তাকায়নি বিনিয়োগকারীরা। শেয়ার বাজারেও খুব একটা ছাপ ফেলতে পারেনি পেটিএম এবং জোম্যাটো।
advertisement
বাজারে প্রবেশের সময়: এমনকী অভিজ্ঞ বিনিয়োগকারীদের কাছেও বাজারে প্রবেশের সময় নির্ধারণ করাটা কঠিন কাজ বলে মনে হয়। বাজারের পতন হলেই ভারতীয় বিনিয়োগকারীরা হাত গুটিয়ে নেন। এটা না করে দীর্ঘমেয়াদী কৌশল অবলম্বন করতে হবে। আইপিও-র ক্ষেত্রে স্বল্পমেয়াদী অস্থিরতা কাটতে দিয়ে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে ফোকাস করা উচিত।
advertisement
পোর্টফোলিওর বৈচিত্র: কখনওই সব অর্থ এক জায়গায় বিনিয়োগ করা উচিত নয়। বদলে স্টক, বন্ড, সোনার মতো বিভিন্ন সম্পদ শ্রেণীতে ভাগ করে দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, একটি সম্পদ শ্রেণীতে ১০ শতাংশের বেশি বিনিয়োগ করা চলবে না। এটা করার আরেকটা উপায় হল মিউচুয়াল ফান্ড, যেখানে বিভিন্ন ক্ষেত্রে একাধিক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে ঝুঁকি এড়ানো যায়।
advertisement
আবেগের বশে সিদ্ধান্ত নয়: পুঁজি বাজার কঠোর বাস্তব। এখানে ভয় এবং লোভ বাজারকে শাসন করে। বিনিয়োগকারী হিসাবে ভয়কে মাথায় চড়তে দিলে হবে না। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। মনে রাখতে হবে, স্টক মার্কেটের রিটার্ন অল্প সময়ের জন্য অস্থির। দীর্ঘ সময় ধরে রাখা হলে, বড় ক্যাপ স্টকগুলি ১০ শতাংশের বেশি রিটার্ন দেবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 21, 2022 9:49 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
IPO: আইপিও কিনবেন? এই ভুলগুলো করলেই সর্বনাশ! যা আপনাকে মাথায় রাখতেই হবে