Kisan Credit Card: কিষাণ ক্রেডিট কার্ডে আবেদন করুন এই পদ্ধতিতে! সহজেই মিলবে ঋণ
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Kisan Credit Card: এই প্রকল্পটি কিষাণ সম্মান নিধির সঙ্গে যুক্ত। কিষাণ ক্রেডিট কার্ডের অধীনে কৃষকরা বার্ষিক ৭ শতাংশ হারে ঋণ পেয়ে থাকেন।
জলপাইগুড়ি: কৃষকদের জন্যসুখবর! কৃষকদের সুবিধার্থে সরকার বিগত কয়েক বছর ধরে বেশ কিছু নতুন নতুন প্রকল্প চালু করেছে। তার মধ্যে অন্যতম হল কিষাণ ক্রেডিট কার্ড । জেলার বহু কৃষকই এই প্রকল্প সম্পর্কে জানেন না। কী এই কিষাণক্রেডিট কার্ড? কারা যোগ্য।
কিষাণ ক্রেডিট কার্ড এই প্রকল্পের অধীনে একজন ঋণগ্রাহক (যিনি পেশায় একজন কৃষক) ১.৬ লক্ষ টাকা পর্যন্ত ঋণ কোনও গ্যারান্টি ছাড়াই পেতে পারেন। এই প্রকল্পটি কিষাণ সম্মান নিধির সঙ্গে যুক্ত। কিষাণ ক্রেডিট কার্ডের অধীনে কৃষকরা বার্ষিক ৭ শতাংশ হারে ঋণ পেয়ে থাকেন।
advertisement
advertisement
এদিকে কৃষকরা যদি সময়মতো ঋণ পরিশোধ করলে তিন শতাংশ ছাড় পাবেন। অর্থাৎ, কার্যত মাত্র ৪ শতাংশ হারে ঋণ পাবেন কৃষকরা। এবার প্রশ্ন, এই কিষাণ ক্রেডিট কার্ড কিভাবে কোথায় গিয়ে তৈরি করবেন? কী নথি দরকার?
এই বিষয়ে সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন কিষাণ ক্রেডিট কার্ড কৃষি দফতরের এবং সমবায় ব্যাঙ্কের সঙ্গে যৌথভাবে উদ্যোগে দেওয়া হয় কৃষকদের ৷ এই কিষাণ ক্রেডিট কার্ড থাকলে বহু স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন কৃষকরা।
advertisement
নথি হিসেবে নিজস্ব জমি থাকতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড প্রয়োজন। তবে, নিজস্ব জমি না থাকলেও কেউ যদি কোনও কৃষক যদি কোনও সমিতির সদস্য হন তা হলে সে ব্যক্তি কিষাণ ক্রেডিট কার্ড পেতে পারেন। তা হলে এবছর আলু চাষের আগে এই পদ্ধতিতে তৈরি করে ফেলুন কিষাণ ক্রেডিট কার্ড রাজ্য সরকারের উদ্যোগে।
advertisement
সুরজিৎ দে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2024 7:37 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Kisan Credit Card: কিষাণ ক্রেডিট কার্ডে আবেদন করুন এই পদ্ধতিতে! সহজেই মিলবে ঋণ