অনলাইন লেনদেনের সময় ভুলেও এই কাজগুলি করবেন না

Last Updated:

IFSC অর্থাৎ ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড ১১ ডিজিটের ইউনিক আল্ফানিউমেরিক কোড ৷ কোডের প্রথম ৪টি ডিজিট ব্যাঙ্কের নাম হয় ৷

#নয়াদিল্লি: ডিজিটাল মাধ্যমে এখন বাড়িতে বসেই এক ক্লিকে টাকা ট্রান্সফার করার সুবিধা পাওয়া যায় ৷ সরকারের তরফেও দেশজুড়ে ডিজিটাল লেনদেনের উপর জোর দেওয়া হচ্ছে ৷ কিন্তু অনলাইনে টাকা লেনদেনের সময়ে অবশ্যই এই কয়েকটি বিষয়ের খেয়াল রাখতে হবে ৷ না হলে বড়সড় লোকসানের মুখে পড়তে হতে পারে আপনাকে ৷ নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিয়ের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করলে অন্য তথ্যের পাশাপাশি সঠিক IFSC (Indian Financial System Code) দিতে হবে ৷ প্রত্যেক ব্যাঙ্কের আলাদা IFSC কোড হয় ৷
NEFT, RTGS বা IMPS এর মাধ্যমে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে IFSC কোডের দরকার পড়ে ৷ প্রথমে যাকে টাকা পাঠাবেন তার ব্যাঙ্কের সমস্ত তথ্য দিয়ে রেজিস্টার করতে হয় ৷ এরপর NEFT, RTGS বা IMPS যে কোনও একটি মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন ৷ বেনিফিশিয়ারি অর্থাৎ যাকে টাকা পাঠাবেন তার নাম, ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড দিতে হবে ৷
advertisement
আরবিআই-এর নিয়ম অনুযায়ী, এই সমস্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক ৷ কিছু ব্যাঙ্ক বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ম্যাচ করিয়ে থাকে সুনিশ্চিত করার জন্য যে সঠিক ব্যক্তির কাছে টাকা যাচ্ছে ৷ তবে এটা করা ব্যাঙ্কের জন্য বাধ্যতামূলক নয় ৷ দেখে নিন IFSC কোড ভুল দিলে কী হতে পারে ৷
advertisement
IFSC অর্থাৎ ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড ১১ ডিজিটের ইউনিক আল্ফানিউমেরিক কোড ৷ কোডের প্রথম ৪টি ডিজিট ব্যাঙ্কের নাম হয় ৷ পঞ্চম নম্বর “0" ও শেষ ৬ ডিজিট ব্রাঞ্চ কোড হয় ৷ সাধারণত ভুল IFSC দেওয়ার সম্ভাবনা কম কারণ ড্রপডাউন মেনুতে ব্যাঙ্কের ব্রাঞ্চের নামের ভিত্তিতে IFSC দেওয়া সুবিধা রয়েছে ৷ কিছু জায়গায় আবার IFSC কোড লিখতে হয় ৷ সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ৷ আপনি ভুল IFSC কোড দিলে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যেতে পারে ৷ তবে তার জন্য অন্য তথ্য ম্যাচ হতে হবে ৷
advertisement
তবে দুটি ব্যাঙ্কে একই অ্যাকাউন্ট নম্বর হওয়ার সম্ভাবনা খুবই কম ৷ কিন্তু আবার অসম্ভবও নয় ৷ তাই সতর্ক থাকায় বুদ্ধিমানের কাজ ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অনলাইন লেনদেনের সময় ভুলেও এই কাজগুলি করবেন না
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement