বছরে একবার অ্যাকাউন্ট থেকে কাটা হবে ৩৪২ টাকা, মিলবে ৪ লক্ষ টাকার সুবিধা!

Last Updated:

এর জন্য ৩৩০ টাকা বার্ষিক প্রিমিয়াম দিতে হয় ৷ ১৮ থেকে ৫০ বছর বয়সের ব্যক্তিরা এই যোজনার লাভ নিতে পারবেন ৷

#নয়াদিল্লি: কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (Pradhan Mantri Suraksha Bima Yojana) এই দুটি যোজনা করিয়ে থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৪২ টাকা রাখতে হবে ৷ ৩১ মে পর্যন্ত এই ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে না থাকলে ইনস্যুরেন্স বাতিল করে দেওয়া হবে ৷ PMJJBY ও PMSBY অনুযায়ী, ৪ লক্ষ টাকার ইনস্যুরেন্সের সুবিধা মিলবে ৷ এই দুটি যোজনার প্রিমিয়াম বেশ অনেকটাই কম ৷
PMJJBY ও PMSBY যোজনা দুটি মিলিয়ে মোট ৪ লক্ষ টাকার ইনস্যুরেন্স পাওয়া যায় ৷ PMJJBY ৫৫ বছর বয়স পর্যন্ত লাইফ কভার দিয়ে থাকে ৷ কোনও কারণে পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি ২ লক্ষ টাকা পর্যন্ত কভার পেয়ে যাবেন ৷ প্রত্যেক বছর এই যোজনা রিনিউ করতে হয় ৷ এর জন্য ৩৩০ টাকা বার্ষিক প্রিমিয়াম দিতে হয় ৷ ১৮ থেকে ৫০ বছর বয়সের ব্যক্তিরা এই যোজনার লাভ নিতে পারবেন ৷
advertisement
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা: PMSBY যোজনায় পলিসি হোল্ডারের দুর্ঘটনায় মৃত্যু হলে বা পুরোপুরি বিকলাঙ্গ হয়ে পড়লে ২ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা পাওয়া যাবে ৷ সারা জীবনের জন্য আংশিক বিকলাঙ্গ হয়ে পড়লে মিলবে ১ লক্ষ টাকা ৷ ১৮ থেকে ৭০ বছরের নাগরিকরা এই যোজনার সুবিধা নিতে পারবেন ৷ এর বার্ষিক প্রিমিয়াম ১২ টাকা ৷ যে কোনও ব্যাঙ্কে গিয়ে এই যোজনা করা যেতে পারে ৷
advertisement
advertisement
রয়েছে বেশ কিছু শর্ত
--অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলে ইনস্যুরেন্স বাতিল হয়ে যাবে ৷
-- ব্যাঙ্ক অ্যাকাউ্ট বন্ধ করা হলে ইনস্যুরেন্স বাতিল হয়ে যাবে ৷
-- একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই যোজনার সঙ্গে যুক্ত করা যাবে ৷
-- প্রিমিয়াম না দিলে ফের রিনিউ করা যাবে না ৷
আরও বিস্তারিত জানার জন্য www.jansuraksha.gov.in ও www.financialservices.gov.in ওয়েবসাইটে লগ ইন করুন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বছরে একবার অ্যাকাউন্ট থেকে কাটা হবে ৩৪২ টাকা, মিলবে ৪ লক্ষ টাকার সুবিধা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement