Indian Bank-এ অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে মাত্র ৩০ টাকার কমে মিলবে ২ লক্ষ টাকার সুবিধা

Last Updated:

কীভাবে করবেন রেজিস্ট্রেশন ?

#নয়াদিল্লি: ইন্ডিয়ান ব্যাঙ্কের গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা ৷ মাসে ৩০ টাকারও কমে ২ লক্ষ টাকার সুবিধা পেয়ে যাবেন এই ব্যাঙ্কের গ্রাহকরা ৷ এই সুবিধা কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার (PMJJBY) তরফে মিলবে ৷ এই যোজনায় পলিসি হোল্ডারকে বছরে মাত্র ৩৩০ টাকা জমা করতে হবে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতি বছর এই টাকা সরাসরি কেটে নেওয়া হয় ৷ এর জেরে পলিসি হোল্ডার পেয়ে যান ২ লক্ষ টাকা পর্যন্ত ইনস্যুরেন্স কভার ৷
এছাড়া প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় (Pradhan Mantri Suraksha Bima Yojana PMSBY) বছরে মাত্র ১২ টাকা জমা করে পেয়ে যাবেন ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স ৷
advertisement
advertisement
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY)- এই যোজনায় ৫৫ বছর বয়স পর্যন্ত লাইফ কভার পেয়ে যাবেন পলিসি হোল্ডাররা ৷ কোনও কারনে পলিসি হোল্ডারের মৃত্যু হলে তাঁর নমিনিকে ইনস্যুরেন্সের  ২ লক্ষ টাকা দেওয়া হবে ৷ এই স্কিমের জন্য বছরে ৩৩০ টাকা প্রিমিয়াম অর্থাৎ মাসে ৩০ টাকারও কম জমা করতে হয় ৷ ১৮ থেকে ৫০ বছরের ব্যক্তিরা এই যোজনার সুবিধা নিতে পারবেন ৷ এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা জরুরি ৷ প্রতি বছর ৩১ মে-র আগে আপনার অ্যাকাউন্ট থেকে এই টাকা কেটে নেওয়া হবে ৷
advertisement
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY)- এই যোজনায় প্রতি মাসে ১ টাকা বা বছরে ১২ টাকা জমা করে ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স কভারের সুবিধা পেয়ে যাবেন ৷ কেন্দ্র সরকার কয়েক বছর আগে সামান্য প্রিমিয়ামে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা চালু করেছিল ৷ বছরে এই যোজনার জন্য ১২ টাকা প্রিমিয়াম দিতে হয় ৷ ৩১ মে-র আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকা সরাসরি কেটে নেওয়া হয় ৷ ১৮ থেকে ৭০ বছর বয়সের দেশের নাগরিকরা এই স্কিমে নিজেদের রেজিস্টার্ড করতে পারবেন ৷
advertisement
কীভাবে করবেন রেজিস্ট্রেশন-
সরকারের এই দুটি স্কিমে রেজিস্ট্রেশন করানো অত্যন্ত সহজ ৷ PMJJBY ও PMSBY যোজনায় রেজিস্ট্রেশন করানোর জন্য যে কোনও নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে আবেদন জানাতে হবে ৷ এছাড়া ব্যাঙ্ক মিত্রর সাহায্য নিতে পারেন ৷ এর জন্য ইনস্যুরেন্স এজেন্টেরও সাহায্য নিতে পারবেন৷ সরকারি বিমা সংস্থা ও একাধিক বেসরকারি বিমা সংস্থা ব্যাঙ্কের সঙ্গে মিলে এই স্কিমে চালিয়ে থাকে ৷ www.financialservices.gov.in লিঙ্কে ক্লিক করে এই স্কিম সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Bank-এ অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে মাত্র ৩০ টাকার কমে মিলবে ২ লক্ষ টাকার সুবিধা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement