‘পেটিএম করো’....... আর যে কোনও উপায়ও নেই !

Last Updated:

মোবাইল ওয়ালেট ব্যবহারের প্রবণতা আরও বাড়ছে। এছাড়া অনলাইনে জিনিস কেনাকাটা থেকে শুরু করে ওলা-উবেরের মতো ক্যাব পরিষেবাতেও ‘ওলা মানি’ বা পেটিএম ব্যবহার এখন বাড়ছে মানুষের ৷

#কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণার পর অনেকদিন কেটে গিয়েছে ৷ কিন্তু এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি ৷ এসপ্তাহে শনি-রবিবার ব্যাঙ্ক খোলা থাকলেও টাকা পেতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ৷ ব্যাঙ্ক থেকে ২০০০ টাকার নোট পেলে সেটা দিয়ে কোনও কাজ করাই দায় ৷  কারণ কে দেবে দু’হাজার টাকার খুচরো আপনাকে ৷ এর ফলে খাওয়াদাওয়া-যাতায়াত সবেতেই সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে ৷ কিন্তু কিছু করারও নেই ৷ এই চরম অর্থ-সঙ্কটের সময় আপনি যেকোনও ‘লাক্সারি’ করা না হোক বন্ধ করে দিলেন, কিন্তু দৈনন্দিন কাজকর্ম গুলি তো করতেই হবে ৷ এর জন্য ভরসা এখন একটাই, সেটা হল পেটিএম এবং MobiKwik-এর মতো বিভিন্ন মোবাইল ওয়ালেট সংস্থা ৷
রোজই নতুন রেকর্ড গড়ছে পেটিএম-এর মতো ‘ডিজিটাল প্ল্যাটফর্ম’।নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই জনপ্রিয় হচ্ছিল মোবাইল অ্যাপ ভিত্তিক লেনদেন। ব্যাঙ্ক-এটিএম খুললেও সেগুলি থেকে নোট মিলছে চাহিদার তুলনায় কম। ফলে এই সব মোবাইল ওয়ালেট ব্যবহারের প্রবণতা আরও বাড়ছে। এছাড়া অনলাইনে জিনিস কেনাকাটা থেকে শুরু করে ওলা-উবেরের মতো ক্যাব পরিষেবাতেও ‘ওলা মানি’ বা পেটিএম ব্যবহার এখন বাড়ছে মানুষের ৷ কারণ একটাই, হাতে যে টাকা নেই ৷ এভাবে চলতে থাকলে তো না খেয়ে থাকতে হবে, বা হেঁটে কলেজ-অফিস যেতে হবে ৷
advertisement
পেটিএম যে এখন দারুণ লাভের মুখ দেখছে, সেটা সংস্থার পক্ষ থেকেই স্বীকার করা হয়েছে ৷ প্লেস্টোরে বা আই ফোনে পেটিএম অ্যাপ ডাউনলোডের পরিমাণ বেড়েছে ৩০০ শতাংশ ৷ এছাড়া এই মোবাইল অ্যাপে টাকা রাখার পরিমাণ প্রায় ৫০০ গুণেরও বেশি ৷ মানুষের পেটিএমে টাকা রাখার অঙ্কটাও বেড়ে গিয়েছে এখন ১০ গুণ !দু’দিনে ১০ লক্ষ নতুন কার্ডের তথ্য ভরা হয়েছে। সব ধরনের লেনদেন ধরলে তা গড় হারের চেয়ে বেড়েছে তিন গুণ। আর টাকা মেটানো বেড়েছে পাঁচ গুণ। গড়ে এত দিন যত টাকার লেনদেন হত,  এখন তা ২০০% বেড়েছে। মানুষ বর্তমানে এমনিতেই ‘প্লাস্টিক মানি’-র উপর অনেকাংশে নির্ভরশীল ৷ সম্প্রতি এটিএমে এবং নেট ব্যাঙ্কিংয়ে জালিয়াতি ধরা পড়ায় অনেকেই এভাবে অ্যাপ নির্ভর ‘মানি ট্রান্স্যাকশন ’-এ ভয় পাচ্ছিলেন ৷ কিন্তু এখন আর কোনও উপায় নেই ৷ ব্যাঙ্কে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টাকা তোলার চেয়ে, অন্তত অ্যাপ ডাউনলোড করে সেখানে টাকা রাখাটাই ঠিক মনে করছেন শহরবাসী ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
‘পেটিএম করো’....... আর যে কোনও উপায়ও নেই !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement