রবিবারেই ভাগ্য সহায় ! আজ জিতে যেতে পারেন ২৬ লক্ষ টাকা, দেখে নিন লটারির ফলাফল

Last Updated:

Dear Bangashree Ichamati lucky draw16 October 2022 : ফলাফল ঘোষণার তারিখ অর্থাৎ ১৬ অক্টোবর থেকে ৩০ দিনের মধ্যে এই নথিগুলি জমা দিতে হবে।

# কলকাতা: আজ রবিবার  জিতে যেতে পারেন লক্ষ লক্ষ টাকা ৷ “ডিয়ার বঙ্গশ্রী ইছামতী”   লাকি ড্র হবে আজ  ১৬ অক্টোবর , রবিবার ৷ “ডিয়ার বঙ্গশ্রী ইছামতী”  টিকিটের দাম মাত্র ৬ টাকা। একটা টিকিটেই হতে পারে ভাগ্য বদল ৷ ভাগ্য সহায় হলেই ৬ টাকার বিনিময়ে জেতা যাবে ২৬ লক্ষ টাকা! বিজয়ীদের তালিকা কোথায় কী ভাবে দেখবেন, তা জেনে রাখুন আগে থেকেই ৷
১৬ অক্টোবর রবিবার  “ডিয়ার বঙ্গশ্রী ইছামতী”  লাকি ড্র পরিচালনা করবে পশ্চিমবঙ্গ লটারি সংবাদ এবং বিকাল ৪ টেয় লটারির জয়ী টিকিটের তালিকা প্রকাশিত হবে। যারা এই লাকি ড্রয়ের টিকিট কিনেছেন তারা ফলাফল দেখুন সংবাদ লটারি বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে www.lotterysambadonline.in
advertisement
advertisement
পশ্চিমবঙ্গ লটারি সংবাদ বিভাগ সাপ্তাহিক লাকি ড্র আয়োজন করে। রবিবার “ডিয়ার বঙ্গশ্রী ইছামতী”  লাকি ড্রয়ের প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ২৬ লক্ষ টাকা। “ডিয়ার বঙ্গশ্রী ইছামতী” লাকি ড্রয়ের প্রথম রানার আপ পাবেন ৯,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন ৫০০ টাকা।   লাকি ড্র-এর চতুর্থ পুরস্কার বিজয়ী ২৫০ টাকা পাবেন, পঞ্চম পুরস্কার বিজয়ী পাবেন ১২০ টাকা। “ডিয়ার বঙ্গশ্রী ইছামতী”-এর সান্ত্বনা পুরস্কার বিজয়ী পাবেন ১,০০০ টাকlo
advertisement
নিজের লাকি নম্বর (West Bengal Lottery Result 2022) কীভাবে চেক করবেন দেখে নিন এখানে:  www.lotterysambadonline.in
(West Bengal lottery Sambad) অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন: www.lotterysambadonline.in
advertisement
দ্বিতীয় ধাপ: হোমপেজ খুললেই একটি ট্যাব দেখতে পাবেন যে খানে “ডিয়ার বঙ্গশ্রী ইছামতী” রেজাল্ট লেখা দেখতে পারবেন।
তৃতীয় ধাপ: ১৬  অক্টোবর -এর  “ডিয়ার বঙ্গশ্রী ইছামতী”  লাকি ড্র-এর বিজয়ীদের নাম জানতে নতুন ওয়েব পেজের হাইপারলিঙ্কে ক্লিক করুন।
আপনার পুরস্কারের অর্থ দাবি করতে রবিবারের  “ডিয়ার বঙ্গশ্রী ইছামতী” লটারির বিজয়ীদের ৩০ দিনের মধ্যে নিকটতম পশ্চিমবঙ্গ গেজেট অফিসে যেতে হবে।
advertisement
“ডিয়ার বঙ্গশ্রী ইছামতী” বিজয়ীরা অবশ্যই মনে রাখবেন যে তাদের অফিশিয়াল পরিচয়পত্র-সহ লটারির টিকিট সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। ফলাফল ঘোষণার তারিখ অর্থাৎ ১৬ অক্টোবর থেকে ৩০ দিনের মধ্যে এই নথিগুলি জমা দিতে হবে। যাচাই করা হয়ে গেলে এবং করের অংশটুকু কেটে নেওয়ার পরে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।
পশ্চিমবঙ্গ রাজ্য লটারি:  “ডিয়ার বঙ্গলক্ষ্মী তিস্তা" এটি সোমবার বিকেলে খেলা হয়, এবং ফলাফল বিকেল ৪ টেয় ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার হল ২৬ লক্ষ টাকা।
advertisement
পশ্চিমবঙ্গ রাজ্য লটারি: “ডিয়ার বঙ্গলক্ষ্মী তোর্সা” - এটি মঙ্গলবার বিকেলে খেলা হয়, এবং ফলাফল বিকেল ৪ টেয় ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার হল ২৬ লক্ষ টাকা।
পশ্চিমবঙ্গ রাজ্য লটারি: “ডিয়ার বঙ্গভূমি রায়ডাক” - এটি বুধবার বিকেলে খেলা হয়, এবং ফলাফল বিকেল ৪ টেয় ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার হল ২৬ লক্ষ টাকা।
advertisement
পশ্চিমবঙ্গ রাজ্য লটারি: “ডিয়ার বঙ্গভূমি ভাগীরথী” - এটি বৃহস্পতিবার বিকেলে খেলা হয়, এবং ফলাফল বিকেল ৪ টে
পশ্চিমবঙ্গ রাজ্য লটারি: “ডিয়ার বঙ্গভূমি অজয়” - এটি শুক্রবার বিকেলে খেলা হয়, এবং ফলাফল বিকেল ৪ টেয় ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার হল ২৬ লক্ষ টাকা।
পশ্চিমবঙ্গ রাজ্য লটারি: “ডিয়ার বঙ্গশ্রী দামোদর” - এটি শনিবার বিকেলে খেলা হয়, এবং ফলাফল বিকেল ৪ টেয় ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার হল ২৬ লক্ষ টাকা।
পশ্চিমবঙ্গ রাজ্য লটারি: “ডিয়ার বঙ্গশ্রী ইছামতী” - এটি রবিবার বিকেলে খেলা হয়, এবং ফলাফল বিকেল ৪ টেয় ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার হল ২৬ লক্ষ টাকা।
নিজের লাকি নম্বর (West Bengal Lottery Result 2022) কীভাবে চেক করবেন দেখে নিন এখানে:
প্রথম ধাপ: পশ্চিমবঙ্গ লটারি সংবাদের (West Bengal lottery Sambad) অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন: www.lotterysambadonline.in
দ্বিতীয় ধাপ: হোমপেজ খুললেই একটি ট্যাব দেখতে পাবেন। ‘আজকের ফলাফল’ বিভাগের অধীনে ‘4 pm result’ লেখা থাকবে।
তৃতীয় ধাপ: ১৬ অক্টোবর  “ডিয়ার বঙ্গশ্রী ইছামতী” লাকি ড্র-এর বিজয়ীদের নাম জানতে নতুন ওয়েব পেজের হাইপারলিঙ্কে ক্লিক করুন।
আপনার পুরস্কারের অর্থ দাবি রবিবার  “ডিয়ার বঙ্গশ্রী ইছামতী” লটারির        ( Dear Bangashree Ichamati ) বিজয়ীদের ৩০ দিনের মধ্যে নিকটতম পশ্চিমবঙ্গ গেজেট অফিসে যেতে হবে। “ডিয়ার বঙ্গশ্রী ইছামতী”   বিজয়ীরা অবশ্যই মনে রাখবেন যে তাদের অফিশিয়াল পরিচয়পত্র সহ লটারির টিকিট সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।ফলাফল ঘোষণার তারিখ অর্থাৎ ১৬ অক্টোবর থেকে ৩০ দিনের মধ্যে এই নথিগুলি জমা দিতে হবে। যাচাই করা হয়ে গেলে এবং করের অংশটুকু কেটে নেওয়ার পরে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রবিবারেই ভাগ্য সহায় ! আজ জিতে যেতে পারেন ২৬ লক্ষ টাকা, দেখে নিন লটারির ফলাফল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement