মোবাইলে সারা মাসের ইন্টারনেট খরচ মাত্র ১৭ টাকা ! কোন সংস্থা দেবে এমন অফার ?
Last Updated:
জিও আসার পর টেলিকম বাজারে প্রতিযোগিতা প্রায় তিন গুণ বেড়ে গিয়েছে ৷
#মুম্বই: জিও-র দুর্দান্ত অফারের সামনে এখন বাকি সব মোবাইল নেটওয়ার্কই যথেষ্ট প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়ে গিয়েছে ৷ জিও আসার পর টেলিকম বাজারে প্রতিযোগিতা প্রায় তিন গুণ বেড়ে গিয়েছে ৷ এর জন্য প্রায় প্রতি সংস্থাই চেষ্টা করছে কিছু লোভনীয় অফার দেওয়ার ৷ কিন্তু সবাইকে ছাপিয়ে নতুন এক সংস্থার ভারতে আসার পরিকল্পনা করেছে ৷ যাদের কল এবং ডেটা অফারও জিওর মতোই যথেষ্ট আকর্ষণীয় ৷
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভবিষ্যতে ভারতের বাজারে মাত্র ১৭ টাকায় প্রতি মাসে গ্রাহকদের মোবাইল ডেটা দিতে চলেছে ডেটাউইন্ড নামে একটি সংস্থা। আর এর চেয়েও ভাল খবরটা হল যে মোবাইল ডেটার জন্য বার্ষিক খরচ পড়তে পারে মাত্র ২০০ টাকা ৷ এত কম টাকায় কত পরিমাণ ডেটা পাওয়া যাবে ? সে বিষয়টি অবশ্য এখনও পর্যন্ত পরিষ্কার নয় ৷
advertisement
ইতিমধ্যেই এই পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় লাইসেন্সের জন্য আবেদন জানিয়েছে ডেটাউইন্ড। সংস্থার আশা, আগামী এক মাসের মধ্যেই টেলি পরিষেবার জন্য যাবতীয় লাইসেন্স পেয়ে যাবেন তারা ৷ মূলত গ্রাহকদের বেশি ডেটা দেওয়ার উপরেই ঝুঁকছেন তারা ৷ কারণ জেন ওয়াই-এর জন্য এখন ৪জি ডেটাই এখন সব কিছু ৷ এদেশে মোবাইল হ্যান্ডসেট এবং ট্যাবলেট তৈরি করলেও এবার টেলি পরিষেবার ব্যবসাতেও পথ চলা শুরু করতে চলেছে ডেটাউইন্ড ৷
advertisement
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2017 7:39 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মোবাইলে সারা মাসের ইন্টারনেট খরচ মাত্র ১৭ টাকা ! কোন সংস্থা দেবে এমন অফার ?