ফিক্সড ডিপোজিটের উপর বর্তমানে কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে? সবিস্তার জানতে পড়ুন!

Last Updated:

দেখে নেওয়া যাক বর্তমানে কোন ব্যাঙ্ক এফডি-র উপর উচ্চ হারে সুদ প্রদান করছে।

কলকাতা:  বিনিয়োগকারীদের অন্যতম পছন্দের সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম হল ফিক্সড ডিপোজিট বা এফডি। ব্যাঙ্ক সময়ে সময়ে এই এফডি-র উপর সুদের হার পরিবর্তন করে। দেখে নেওয়া যাক বর্তমানে কোন ব্যাঙ্ক এফডি-র উপর উচ্চ হারে সুদ প্রদান করছে।
প্রাইভেট সেক্টর:
AXIS BANK: সর্বোচ্চ সুদের হার ৭.১০%, ১ বছরের মেয়াদে ৬.৭৫%, ৩ বছরের মেয়াদে ৭.০০% এবং ৫ বছরের মেয়াদে ৭.০০%।
advertisement
BANDHAN BANK: সর্বোচ্চ সুদের হার ৮.০০%, ১ বছরের মেয়াদে ৭.২৫%, ৩ বছরের মেয়াদে ৭.২৫% এবং ৫ বছরের মেয়াদে ৫.৮৫%।
HDFC BANK : সর্বোচ্চ সুদের হার ৭.২৫%, ১ বছরের মেয়াদে ৬.৬০%, ৩ বছরের মেয়াদে ৭.০০% এবং ৫ বছরের মেয়াদে ৭.০০%।
advertisement
ICICI BANK: সর্বোচ্চ সুদের হার ৭.১০%, ১ বছরের মেয়াদে ৬.৭০%, ৩ বছরের মেয়াদে ৭.০০% এবং ৫ বছরের মেয়াদে ৭.০০%।
IDBI BANK: সর্বোচ্চ সুদের হার ৭.১৫%, ১ বছরের মেয়াদে ৬.৭৫%, ৩ বছরের মেয়াদে ৬.৫০% এবং ৫ বছরের মেয়াদে ৬.৫০%।
advertisement
KOTAK MAHINDER BANK: সর্বোচ্চ সুদের হার ৭.২০%, ১ বছরের মেয়াদে ৭.১০%, ৩ বছরের মেয়াদে ৬.৫০% এবং ৫ বছরের মেয়াদে ৬.২০%।
YES BANK: সর্বোচ্চ সুদের হার ৭.৭৫%, ১ বছরের মেয়াদে ৭.৫০%, ৩ বছরের মেয়াদে ৭.০০% এবং ৫ বছরের মেয়াদে ৭.০০%।
পাবলিক সেক্টর:
BANK OF BARODA: সর্বোচ্চ সুদের হার ৭.২৫%, ১ বছরের মেয়াদে ৬.৭৫%, ৩ বছরের মেয়াদে ৭.০৫% এবং ৫ বছরের মেয়াদে ৬.৫০%।
advertisement
BANK OF INDIA: সর্বোচ্চ সুদের হার ৭.০০%, ১ বছরের মেয়াদে ৭.০০%, ৩ বছরের মেয়াদে ৬.৫০% এবং ৫ বছরের মেয়াদে ৬.০০%।
BANK OF MAHARASHTRA: সর্বোচ্চ সুদের হার ৭.০০%, ১ বছরের মেয়াদে ৬.৩৫%, ৩ বছরের মেয়াদে ৬.০০% এবং ৫ বছরের মেয়াদে ৫.৭৫%।
CANARA BANK: সর্বোচ্চ সুদের হার ৭.২৫%, ১ বছরের মেয়াদে ৭.০০%, ৩ বছরের মেয়াদে ৬.৮০% এবং ৫ বছরের মেয়াদে ৬.৭০%।
advertisement
CENTRAL BANK OF INDIA: সর্বোচ্চ সুদের হার ৭.১০%, ১ বছরের মেয়াদে ৬.৭৫%, ৩ বছরের মেয়াদে ৬.২৫% এবং ৫ বছরের মেয়াদে ৬.২৫%।
INDIAN BANK: সর্বোচ্চ সুদের হার ৭.২৫%, ১ বছরের মেয়াদে ৬.১০%, ৩ বছরের মেয়াদে ৬.২৫% এবং ৫ বছরের মেয়াদে ৬.২৫%।
INDIAN OVERSEAS BANK: সর্বোচ্চ সুদের হার ৭.২৫%, ১ বছরের মেয়াদে ৬.৫০%, ৩ বছরের মেয়াদে ৬.৫০% এবং ৫ বছরের মেয়াদে ৬.৫০%।
advertisement
PUNJAB AND SIND BANK: সর্বোচ্চ সুদের হার ৭.৩৫%, ১ বছরের মেয়াদে ৬.৪০%, ৩ বছরের মেয়াদে ৬.২৫% এবং ৫ বছরের মেয়াদে ৬.২৫%।
PUNJAB NATIONAL BANK: সর্বোচ্চ সুদের হার ৭.২৫%, ১ বছরের মেয়াদে ৬.৭৫%, ৩ বছরের মেয়াদে ৭.০০% এবং ৫ বছরের মেয়াদে ৬.৫০%।
STATE BANK OF INDIA: সর্বোচ্চ সুদের হার ৭.১০%, ১ বছরের মেয়াদে ৬.৮০%, ৩ বছরের মেয়াদে ৬.৫০% এবং ৫ বছরের মেয়াদে ৬.৫০%।
advertisement
UCO BANK: সর্বোচ্চ সুদের হার ৭.২০%, ১ বছরের মেয়াদে ৬.৭৫%, ৩ বছরের মেয়াদে ৬.৩০% এবং ৫ বছরের মেয়াদে ৬.২০%।
UNION BANK OF INDIA: সর্বোচ্চ সুদের হার ৭.০০%, ১ বছরের মেয়াদে ৬.৩০%, ৩ বছরের মেয়াদে ৬.৫০% এবং ৫ বছরের মেয়াদে ৬.৭০%।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফিক্সড ডিপোজিটের উপর বর্তমানে কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে? সবিস্তার জানতে পড়ুন!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement