ফিক্সড ডিপোজিটের উপর বর্তমানে কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে? সবিস্তার জানতে পড়ুন!

Last Updated:

দেখে নেওয়া যাক বর্তমানে কোন ব্যাঙ্ক এফডি-র উপর উচ্চ হারে সুদ প্রদান করছে।

কলকাতা:  বিনিয়োগকারীদের অন্যতম পছন্দের সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম হল ফিক্সড ডিপোজিট বা এফডি। ব্যাঙ্ক সময়ে সময়ে এই এফডি-র উপর সুদের হার পরিবর্তন করে। দেখে নেওয়া যাক বর্তমানে কোন ব্যাঙ্ক এফডি-র উপর উচ্চ হারে সুদ প্রদান করছে।
প্রাইভেট সেক্টর:
AXIS BANK: সর্বোচ্চ সুদের হার ৭.১০%, ১ বছরের মেয়াদে ৬.৭৫%, ৩ বছরের মেয়াদে ৭.০০% এবং ৫ বছরের মেয়াদে ৭.০০%।
advertisement
BANDHAN BANK: সর্বোচ্চ সুদের হার ৮.০০%, ১ বছরের মেয়াদে ৭.২৫%, ৩ বছরের মেয়াদে ৭.২৫% এবং ৫ বছরের মেয়াদে ৫.৮৫%।
HDFC BANK : সর্বোচ্চ সুদের হার ৭.২৫%, ১ বছরের মেয়াদে ৬.৬০%, ৩ বছরের মেয়াদে ৭.০০% এবং ৫ বছরের মেয়াদে ৭.০০%।
advertisement
ICICI BANK: সর্বোচ্চ সুদের হার ৭.১০%, ১ বছরের মেয়াদে ৬.৭০%, ৩ বছরের মেয়াদে ৭.০০% এবং ৫ বছরের মেয়াদে ৭.০০%।
IDBI BANK: সর্বোচ্চ সুদের হার ৭.১৫%, ১ বছরের মেয়াদে ৬.৭৫%, ৩ বছরের মেয়াদে ৬.৫০% এবং ৫ বছরের মেয়াদে ৬.৫০%।
advertisement
KOTAK MAHINDER BANK: সর্বোচ্চ সুদের হার ৭.২০%, ১ বছরের মেয়াদে ৭.১০%, ৩ বছরের মেয়াদে ৬.৫০% এবং ৫ বছরের মেয়াদে ৬.২০%।
YES BANK: সর্বোচ্চ সুদের হার ৭.৭৫%, ১ বছরের মেয়াদে ৭.৫০%, ৩ বছরের মেয়াদে ৭.০০% এবং ৫ বছরের মেয়াদে ৭.০০%।
পাবলিক সেক্টর:
BANK OF BARODA: সর্বোচ্চ সুদের হার ৭.২৫%, ১ বছরের মেয়াদে ৬.৭৫%, ৩ বছরের মেয়াদে ৭.০৫% এবং ৫ বছরের মেয়াদে ৬.৫০%।
advertisement
BANK OF INDIA: সর্বোচ্চ সুদের হার ৭.০০%, ১ বছরের মেয়াদে ৭.০০%, ৩ বছরের মেয়াদে ৬.৫০% এবং ৫ বছরের মেয়াদে ৬.০০%।
BANK OF MAHARASHTRA: সর্বোচ্চ সুদের হার ৭.০০%, ১ বছরের মেয়াদে ৬.৩৫%, ৩ বছরের মেয়াদে ৬.০০% এবং ৫ বছরের মেয়াদে ৫.৭৫%।
CANARA BANK: সর্বোচ্চ সুদের হার ৭.২৫%, ১ বছরের মেয়াদে ৭.০০%, ৩ বছরের মেয়াদে ৬.৮০% এবং ৫ বছরের মেয়াদে ৬.৭০%।
advertisement
CENTRAL BANK OF INDIA: সর্বোচ্চ সুদের হার ৭.১০%, ১ বছরের মেয়াদে ৬.৭৫%, ৩ বছরের মেয়াদে ৬.২৫% এবং ৫ বছরের মেয়াদে ৬.২৫%।
INDIAN BANK: সর্বোচ্চ সুদের হার ৭.২৫%, ১ বছরের মেয়াদে ৬.১০%, ৩ বছরের মেয়াদে ৬.২৫% এবং ৫ বছরের মেয়াদে ৬.২৫%।
INDIAN OVERSEAS BANK: সর্বোচ্চ সুদের হার ৭.২৫%, ১ বছরের মেয়াদে ৬.৫০%, ৩ বছরের মেয়াদে ৬.৫০% এবং ৫ বছরের মেয়াদে ৬.৫০%।
advertisement
PUNJAB AND SIND BANK: সর্বোচ্চ সুদের হার ৭.৩৫%, ১ বছরের মেয়াদে ৬.৪০%, ৩ বছরের মেয়াদে ৬.২৫% এবং ৫ বছরের মেয়াদে ৬.২৫%।
PUNJAB NATIONAL BANK: সর্বোচ্চ সুদের হার ৭.২৫%, ১ বছরের মেয়াদে ৬.৭৫%, ৩ বছরের মেয়াদে ৭.০০% এবং ৫ বছরের মেয়াদে ৬.৫০%।
STATE BANK OF INDIA: সর্বোচ্চ সুদের হার ৭.১০%, ১ বছরের মেয়াদে ৬.৮০%, ৩ বছরের মেয়াদে ৬.৫০% এবং ৫ বছরের মেয়াদে ৬.৫০%।
advertisement
UCO BANK: সর্বোচ্চ সুদের হার ৭.২০%, ১ বছরের মেয়াদে ৬.৭৫%, ৩ বছরের মেয়াদে ৬.৩০% এবং ৫ বছরের মেয়াদে ৬.২০%।
UNION BANK OF INDIA: সর্বোচ্চ সুদের হার ৭.০০%, ১ বছরের মেয়াদে ৬.৩০%, ৩ বছরের মেয়াদে ৬.৫০% এবং ৫ বছরের মেয়াদে ৬.৭০%।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফিক্সড ডিপোজিটের উপর বর্তমানে কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে? সবিস্তার জানতে পড়ুন!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement