ফিক্সড ডিপোজিটের উপর বর্তমানে কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে? সবিস্তার জানতে পড়ুন!

Last Updated:

দেখে নেওয়া যাক বর্তমানে কোন ব্যাঙ্ক এফডি-র উপর উচ্চ হারে সুদ প্রদান করছে।

কলকাতা:  বিনিয়োগকারীদের অন্যতম পছন্দের সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম হল ফিক্সড ডিপোজিট বা এফডি। ব্যাঙ্ক সময়ে সময়ে এই এফডি-র উপর সুদের হার পরিবর্তন করে। দেখে নেওয়া যাক বর্তমানে কোন ব্যাঙ্ক এফডি-র উপর উচ্চ হারে সুদ প্রদান করছে।
প্রাইভেট সেক্টর:
AXIS BANK: সর্বোচ্চ সুদের হার ৭.১০%, ১ বছরের মেয়াদে ৬.৭৫%, ৩ বছরের মেয়াদে ৭.০০% এবং ৫ বছরের মেয়াদে ৭.০০%।
advertisement
BANDHAN BANK: সর্বোচ্চ সুদের হার ৮.০০%, ১ বছরের মেয়াদে ৭.২৫%, ৩ বছরের মেয়াদে ৭.২৫% এবং ৫ বছরের মেয়াদে ৫.৮৫%।
HDFC BANK : সর্বোচ্চ সুদের হার ৭.২৫%, ১ বছরের মেয়াদে ৬.৬০%, ৩ বছরের মেয়াদে ৭.০০% এবং ৫ বছরের মেয়াদে ৭.০০%।
advertisement
ICICI BANK: সর্বোচ্চ সুদের হার ৭.১০%, ১ বছরের মেয়াদে ৬.৭০%, ৩ বছরের মেয়াদে ৭.০০% এবং ৫ বছরের মেয়াদে ৭.০০%।
IDBI BANK: সর্বোচ্চ সুদের হার ৭.১৫%, ১ বছরের মেয়াদে ৬.৭৫%, ৩ বছরের মেয়াদে ৬.৫০% এবং ৫ বছরের মেয়াদে ৬.৫০%।
advertisement
KOTAK MAHINDER BANK: সর্বোচ্চ সুদের হার ৭.২০%, ১ বছরের মেয়াদে ৭.১০%, ৩ বছরের মেয়াদে ৬.৫০% এবং ৫ বছরের মেয়াদে ৬.২০%।
YES BANK: সর্বোচ্চ সুদের হার ৭.৭৫%, ১ বছরের মেয়াদে ৭.৫০%, ৩ বছরের মেয়াদে ৭.০০% এবং ৫ বছরের মেয়াদে ৭.০০%।
পাবলিক সেক্টর:
BANK OF BARODA: সর্বোচ্চ সুদের হার ৭.২৫%, ১ বছরের মেয়াদে ৬.৭৫%, ৩ বছরের মেয়াদে ৭.০৫% এবং ৫ বছরের মেয়াদে ৬.৫০%।
advertisement
BANK OF INDIA: সর্বোচ্চ সুদের হার ৭.০০%, ১ বছরের মেয়াদে ৭.০০%, ৩ বছরের মেয়াদে ৬.৫০% এবং ৫ বছরের মেয়াদে ৬.০০%।
BANK OF MAHARASHTRA: সর্বোচ্চ সুদের হার ৭.০০%, ১ বছরের মেয়াদে ৬.৩৫%, ৩ বছরের মেয়াদে ৬.০০% এবং ৫ বছরের মেয়াদে ৫.৭৫%।
CANARA BANK: সর্বোচ্চ সুদের হার ৭.২৫%, ১ বছরের মেয়াদে ৭.০০%, ৩ বছরের মেয়াদে ৬.৮০% এবং ৫ বছরের মেয়াদে ৬.৭০%।
advertisement
CENTRAL BANK OF INDIA: সর্বোচ্চ সুদের হার ৭.১০%, ১ বছরের মেয়াদে ৬.৭৫%, ৩ বছরের মেয়াদে ৬.২৫% এবং ৫ বছরের মেয়াদে ৬.২৫%।
INDIAN BANK: সর্বোচ্চ সুদের হার ৭.২৫%, ১ বছরের মেয়াদে ৬.১০%, ৩ বছরের মেয়াদে ৬.২৫% এবং ৫ বছরের মেয়াদে ৬.২৫%।
INDIAN OVERSEAS BANK: সর্বোচ্চ সুদের হার ৭.২৫%, ১ বছরের মেয়াদে ৬.৫০%, ৩ বছরের মেয়াদে ৬.৫০% এবং ৫ বছরের মেয়াদে ৬.৫০%।
advertisement
PUNJAB AND SIND BANK: সর্বোচ্চ সুদের হার ৭.৩৫%, ১ বছরের মেয়াদে ৬.৪০%, ৩ বছরের মেয়াদে ৬.২৫% এবং ৫ বছরের মেয়াদে ৬.২৫%।
PUNJAB NATIONAL BANK: সর্বোচ্চ সুদের হার ৭.২৫%, ১ বছরের মেয়াদে ৬.৭৫%, ৩ বছরের মেয়াদে ৭.০০% এবং ৫ বছরের মেয়াদে ৬.৫০%।
STATE BANK OF INDIA: সর্বোচ্চ সুদের হার ৭.১০%, ১ বছরের মেয়াদে ৬.৮০%, ৩ বছরের মেয়াদে ৬.৫০% এবং ৫ বছরের মেয়াদে ৬.৫০%।
advertisement
UCO BANK: সর্বোচ্চ সুদের হার ৭.২০%, ১ বছরের মেয়াদে ৬.৭৫%, ৩ বছরের মেয়াদে ৬.৩০% এবং ৫ বছরের মেয়াদে ৬.২০%।
UNION BANK OF INDIA: সর্বোচ্চ সুদের হার ৭.০০%, ১ বছরের মেয়াদে ৬.৩০%, ৩ বছরের মেয়াদে ৬.৫০% এবং ৫ বছরের মেয়াদে ৬.৭০%।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফিক্সড ডিপোজিটের উপর বর্তমানে কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে? সবিস্তার জানতে পড়ুন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement