Cryptocurrency: ৬০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি হ্যাক! ধরা পড়ল ৬ দিন পর, শোরগোল বিশ্ব জুড়ে!
- Published by:Debamoy Ghosh
Last Updated:
১৭৩,৬০০ ইথার এবং ২৫.৫ মিলিয়ন ইউএসডিএস টোকেন লুঠ হয়েছে (Cryptocurrency)।
#নয়াদিল্লি: ৬০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) হ্যাক করল হ্যাকাররা। ডিজিটাল মুদ্রার ইতিহাসে এত বড় হ্যাকিংয়ের ঘটনা প্রথম। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। অনলাইন গেমিং কোম্পানি অ্যাক্সি ইনফিনিটির সঙ্গে যুক্ত একটি ব্লকচেন নেটওয়ার্ক চুরি করেছে তারা। যার মূল্য ৬০০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় ৪৫৪২ কোটি টাকা।
একটি নিউজ পোর্টালের প্রতিবেদন অনুযায়ী, অ্যাক্সি ইনফিনিটি এবং অ্যাক্সি ডিএও-র নির্মাতা স্কাই মাভিস দ্বারা পরিচালিত কম্পিউটারগুলি নোড নামে পরিচিত। এটা একটা সেতুর মতো কাজ করে। যেখানে নির্মিত সফটওয়্যারের মাধ্যমে সাধারণ মানুষকে টোকেন বিনিময় করতে দেয়। পাশাপাশি সেই টোকেনের বদলে ডলারে রূপান্তরের অনুমতিও দেওয়া হয়। হ্যাকাররা এখানেই আক্রমণ করে। ১৭৩,৬০০ ইথার এবং ২৫.৫ মিলিয়ন ইউএসডিএস টোকেন লুঠ হয়েছে। হ্যাকিংয়ের ঘটনাটি ২৩ মার্চ ঘটলেও তা গতকাল অর্থাৎ মঙ্গলবার ধরা পড়েছে।
advertisement
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা প্রমাণ করল, ক্রিপ্টোকারেন্সির লেনদেন সম্পূর্ণ নিরাপদ নয়। অনেক কম্পিউটার কোড নিয়মিত অডিট করা হয় না। সেই ফাঁক কাজে লাগায় হ্যাকাররা। এর আগেও বিভিন্ন ক্ষেত্রে বড়সড় হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। কিন্তু এর পিছনে কে বা কারা থাকে তা কখনও সামনে আসেনি। আবার লেনদেনের নির্দেশ যারা দেয় সেই ভ্যালিডেটরদের পরিচয়ও রহস্যে মোড়া। ক্রিপ্টোর দুনিয়ায় হাজার হাজার ব্রিজ রয়েছে, যেখানে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোর লেনদেন চলে।
advertisement
২৩ মার্চ হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। অথচ তা নজরে এসেছে ২৯ মার্চ, অর্থাৎ ৬ দিন পর। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ক্রিপ্টোর দুনিয়ায় প্রাথমিক সনাক্তকরণ ব্যবস্থা থাকা কতটা দরকার। সিকিউরিটাইজ ক্যাপিটালের সম্পদ ব্যবস্থাপনা শাখার প্রধান উইলফ্রেড ডে-র কথায়, ‘ঘটনার পর ৬ দিন কেটে গেলেও কেউ লক্ষ্যই করেনি। তাহলেও বোঝা যায় কতটা ঢিলেঢালা ব্যবস্থার মধ্যে দিয়ে কাজ চলছে। নজরদারির জন্য অন্তত কাউকে রাখা উচিত। যে এমন ঘটনা ঘটলে রিপোর্ট করবে’।
advertisement
হ্যাকিংয়ের ঘটনা সামনে আসার পর রনিন ব্লকচেনে ব্যবহৃত টোকেন রনের দাম প্রায় ২২ শতাংশ পড়ে গিয়েছে। কয়েন মার্কেট ক্যাপের তথ্য অনুযায়ী, এএক্সএস, অ্যাক্সি ইনফিনিটি ব্যবহৃত টোকেনের দাম কমেছে প্রায় ৮.৫ শতাংশ। তবে চুরি যাওয়া বিপুল মূল্যের ক্রিপ্টো খুঁজে বের করতে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এবং ব্লকচেন ট্রেসার চেইন্যালাসিস একযোগে কাজ করছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2022 9:16 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cryptocurrency: ৬০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি হ্যাক! ধরা পড়ল ৬ দিন পর, শোরগোল বিশ্ব জুড়ে!